সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

উপত্যকায় নামটি দেখুন

উপত্যকায় নামটি দেখুন

উপত্যকায় নামটি দেখুন

সেন্ট মোরিৎজ্‌। নামটা কি পরিচিত লাগছে? লাগতে পারে, কারণ এটা সুইজারল্যান্ডের ইনগাদিন উপত্যকায় ছুটি কাটানোর জন্য এক বিশ্ব বিখ্যাত রিসোর্ট। কিন্তু, সেন্ট মোরিৎজ্‌ হল মাত্র একটা জায়গা, যেটা বহু বছর ধরে ছবির মতো সুন্দর এই উপত্যকার দিকে লোকেদের আকৃষ্ট করে আসছে, যে-উপত্যকা ইতালির সীমানার কাছাকাছি সুইজারল্যান্ডের দক্ষিণ-পূর্ব দিকে তুষারাবৃত আল্পস্‌ পর্বতমালার মধ্যে অবস্থিত। এ ছাড়া, এই উপত্যকার মধ্যে সুইস্‌ ন্যাশনাল পার্ক রয়েছে, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় গাছপালা ও পশুপাখি আমাদের মহান সৃষ্টিকর্তা যিহোবার প্রশংসা নিয়ে আসে। (গীত. ১৪৮:৭-১০) তবে, একটা প্রথাও যিহোবার প্রশংসা নিয়ে আসে, যেটা ১৭ শতাব্দীর মাঝামাঝি সময়ে শুরু হয়েছিল।

এই উপত্যকার অনেক বাড়িতে একটা ব্যতিক্রমী বিষয় আপনার চোখে পড়তে পারে। বাড়ির সামনের দিকে, যেমন সদর দরজায় খোদাই করা ঈশ্বরের নাম দেখতে পাওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয়। গত কয়েক শতাব্দী ধরে, বাড়ির বাইরের দিকে অভিলিখন দ্বারা কারুকাজ করার প্রথা ছিল আর তা হতে পারে ওপরের দিকে রং করে, প্লাস্টারের গায়ে দাগ কেটে অথবা পাথরে খোদাই করে। এখানে আপনারা বেভার নামে এক গ্রামের একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছেন। এই অভিলিখনের অনুবাদ হল: “১৭১৫ সাল। যিহোবা হলেন আদি এবং যিহোবা হলেন অন্ত। সমস্তকিছুই ঈশ্বরের দ্বারা, কোনো কিছুই তিনি ব্যতীত নয়।” হ্যাঁ, এই প্রাচীন চিহ্নের মধ্যে দু-বার ঈশ্বরের ব্যক্তিগত নাম রয়েছে।

মাদুলাইন গ্রামে আপনারা এর চেয়েও প্রাচীন আরেকটা অভিলিখন দেখতে পাচ্ছেন। এই চিহ্নে বলা আছে: “১২৭ গীত। যদি যিহোবা গৃহ নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে। লুকিয়াস রুমেদিয়াস। ১৬৫৪ সাল।”

কেন এই উপত্যকায় ঐশিক নামকে জনসমক্ষে তুলে ধরা হয়েছে? ইউরোপে সংস্কারসাধনের যুগে বাইবেলকে রোমান্‌শ অর্থাৎ ল্যাটিনভিত্তিক একটা ভাষায় প্রকাশ করা হয়েছিল, যে-ভাষায় ইনগাদিনে কথা বলা হতো। আসলে, এটিই ছিল সেই ভাষায় অনুবাদিত প্রথম বই। অনেক স্থানীয় লোক ঈশ্বরের বাক্য থেকে যা পড়েছিল, সেটার দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের বাড়ির বাইরের দিকে শুধু নিজেদের নামই নয় কিন্তু সেইসঙ্গে বাইবেলের উদ্ধৃতিও খোদাই করে লিখেছে, যেখানে ঈশ্বরের ব্যক্তিগত নামও রয়েছে।

হ্যাঁ, বাড়িগুলোতে যখন প্রথম লেখা হয়েছিল তখন থেকে শত শত বছর পর এখনও পর্যন্ত এই অভিলিখনগুলো যিহোবার নাম ঘোষণা করছে ও তাঁর প্রশংসা করছে। এই উপত্যকার অধিবাসীদের মতো দর্শনার্থীদেরও, ঈশ্বরের নাম বহন করে এমন আরেকটা দালানে পরিদর্শন করার মাধ্যমে চমৎকার ঈশ্বর যিহোবা সমন্ধে আরও বেশি জানার জন্য আমন্ত্রণ জানানো হয় আর সেটা হল বেভারে যিহোবার সাক্ষিদের কিংডম হল।

[৭ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

© Stähli Rolf A/age fotostock