সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

কেন মোশি হারোণের ছেলে ইলিয়াসর ও ঈথামরের প্রতি তাদের ভাই নাদব এবং অবীহূর মৃত্যুর পর ক্রুদ্ধ হয়েছিলেন আর কীভাবে তার ক্রোধ প্রশমিত হয়েছিল?—লেবীয়. ১০:১৬-২০.

যাজকত্বের ব্যবস্থা প্রবর্তন করার অল্পসময় পরেই, যিহোবা হারোণের ছেলে নাদব এবং অবীহূকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন কারণ তারা ইতর অগ্নি উৎসর্গ করেছিল। (লেবীয়. ১০:১, ২) মোশি, হারোণের রক্ষাপ্রাপ্ত ছেলেদেরকে তাদের মৃত ভাইদের জন্য শোক না করতে বলেছিলেন। এর কিছু সময় পরেই, মোশি ইলিয়াসর এবং ঈথামরের প্রতি ক্রোধান্বিত হয়েছিলেন কারণ তারা পাপার্থক বলির ছাগ ভোজন করেনি। (লেবীয়. ৯:৩) কেন মোশি এভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন?

যিহোবা মোশিকে যে-আইনগুলো দিয়েছিলেন, তাতে নির্দিষ্টভাবে এই বিষয়টা উল্লেখ করা হয়েছিল, যে-যাজক পাপার্থক বলি উৎসর্গ করবেন, তাকে সেই উৎসর্গীকৃত বলির কিছু অংশ সমাগম তাম্বুর প্রাঙ্গণে ভোজন করতে হবে। তা করার মাধ্যমে, যারা বলি উৎসর্গ করেছে, তাদের পাপের জন্য উত্তর দেওয়া হয়েছে বলে মনে করা হতো। কিন্তু, সেই বলির কিছু রক্ত যদি পবিত্র স্থানে অর্থাৎ ধর্মধামের প্রথম প্রকোষ্ঠে নিয়ে যাওয়া হতো, তাহলে তা ভোজন করা যেত না। বরং, সেটা পুড়িয়ে ফেলতে হতো।—লেবীয়. ৬:২৪-২৬, ৩০.

এইরকম মনে হয় যে, সেই দিনের দুঃখজনক ঘটনার পর মোশি, যিহোবার সমস্ত আজ্ঞা যাতে পালন করা হয়, সেই বিষয়টা নিশ্চিত করার প্রয়োজনীয়তা লক্ষ করেছিলেন। তিনি যখন জানতে পারেন যে, পাপার্থক বলির ছাগ পুড়িয়ে ফেলা হয়েছে, তখন তিনি ইলীয়াসর ও ঈথামরকে ক্রুদ্ধ হয়ে জিজ্ঞেস করেছিলেন যে, যেহেতু এর রক্ত পবিত্র স্থানে যিহোবার সামনে উপস্থাপন করা হয়নি, তাহলে কেন তারা নির্দেশ অনুযায়ী তা ভোজন করেনি।—লেবীয়. ১০:১৭, ১৮.

হারোণ মোশির প্রশ্নের উত্তর দিয়েছিলেন কারণ রক্ষাপ্রাপ্ত যাজকরা স্পষ্টতই তার সম্মতিক্রমেই সেই কাজ করেছিল। তার দুই ছেলের মৃত্যুদণ্ডের বিষয়ে বিবেচনা করে হারোণ হয়তো এইরকমটা চিন্তা করেছিলেন যে, শুদ্ধ বিবেকসম্পন্ন যাজকদের মধ্যে কেউই সেই দিন পাপার্থক বলি ভোজন করতে পারবে কি না। সম্ভবত তিনি মনে করেছিলেন যে, তাদের সেই বলি ভোজন করা যিহোবার কাছে সন্তোষজনক হবে না, এমনকী যদিও তারা নাদব এবং অবীহূর কৃত ভুলের জন্য সরাসরি দায়ী ছিল না।—লেবীয়. ১০:১৯.

বিশেষভাবে, হারোণ হয়তো এই যুক্তি দেখিয়েছিলেন যে, সেই দিন যেহেতু তার পরিবারের সদস্যরা প্রথম তাদের যাজকীয় দায়িত্ব পালন করেছে, তাই তাদের এমনকী ছোটোখাটো বিষয়গুলোতেও ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য অত্যন্ত সতর্ক থাকা উচিত ছিল। কিন্তু, নাদব ও অবীহূর কারণে যিহোবার নাম অপবিত্র হয়েছিল এবং তাদের বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হয়েছিল। তাই হারোণ হয়তো ভেবেছিলেন, যে-যাজকীয় পরিবারের সদস্যদের মধ্যে এইরকম পাপ দেখা গিয়েছে, তাদের কোনো পবিত্র বলি ভোজন করা উচিত নয়।

মোশি তার ভাইয়ের উত্তরটা মেনে নিয়েছিলেন বলে মনে হয় কারণ সেই বিবরণ এভাবে শেষ হয়: “মোশি যখন ইহা শুনিলেন, তাঁহার দৃষ্টিতে ভাল বোধ হইল।” (লেবীয়. ১০:২০) স্পষ্টতই, যিহোবাও হারোণের উত্তরে সন্তুষ্ট হয়েছিলেন।