সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

• সত্য খ্রিস্টানরা কি ঈশ্বরের নামকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করে?

যদিও কিছু লোক কোনো একটা বস্তুকে অথবা প্রতীককে এমন এক রক্ষাকবচ বা কবচ হিসেবে দেখে থাকে, যা জাদুকরি শক্তির সাহায্যে তাদেরকে সুরক্ষা করে কিন্তু ঈশ্বরের লোকেরা তাঁর নামকে এই ধরনের রক্ষাকবচ হিসেবে মনে করে না। তারা যিহোবার ওপর বিশ্বাস রাখে এবং তাঁর ইচ্ছা পালন করার চেষ্টা করে আর এভাবে তারা যিহোবার নামে আশ্রয় নেয়। (সফ. ৩:১২, ১৩)—১/১৫, পৃষ্ঠা ৫-৬.

• কেন যিহোবা রাজা শৌলকে অগ্রাহ্য করেছিলেন?

বলি উৎসর্গ করার জন্য শৌল ঈশ্বরের ভাববাদীর জন্য অপেক্ষা করবেন বলে আশা করা হয়েছিল কিন্তু রাজা নিজেই সেই বলি উৎসর্গ করে অবাধ্য হয়েছিলেন। পরবর্তী সময়ে, তিনি শত্রুদের নিঃশেষে বিনষ্ট করার বিষয়ে দেওয়া আজ্ঞার বাধ্য হননি।—২/১৫, পৃষ্ঠা ২২-২৩.

• কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরা দুষ্টতাকে ঘৃণা করি?

আমরা মদের দাস হয়ে উঠব না, জাদুবিদ্যা এড়িয়ে চলব এবং অনৈতিকতা সম্বন্ধে যিশুর সাবধানবাণীতে মনোযোগ দেব। উদাহরণস্বরূপ, আমরা পর্নোগ্রাফি দেখা ও এটা যে-কল্পনা জাগিয়ে তোলে, তা এড়িয়ে চলব। (মথি ৫:২৭, ২৮) এ ছাড়া, আমরা সমাজচ্যুত ব্যক্তিদের সঙ্গেও মেলামেশা করব না।—২/১৫, পৃষ্ঠা ২৯-৩২.

• কীভাবে যিরমিয় এমন বৃক্ষের তুল্য, যা ‘জলের নিকটে রোপিত, যাহা মূল বিস্তার করে’? (যির. ১৭:৭, ৮)

তিনি কখনো ফলদানে নিবৃত্ত হননি; অথবা তিনি নিজেকে উপহাসকদের দ্বারা প্রভাবিত হতে দেননি। এর পরিবর্তে, ঈশ্বর তাকে যা বলেছিলেন, সেগুলো হৃদয়ে নেওয়ার মাধ্যমে তিনি জীবনরক্ষাকারী জলের উৎসের প্রতি আসক্ত ছিলেন।—৩/১৫, পৃষ্ঠা ১৪.