সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়নের সময়কে আরও উপভোগ্য এবং ফলপ্রসূ করে তোলা

অধ্যয়নের সময়কে আরও উপভোগ্য এবং ফলপ্রসূ করে তোলা

অধ্যয়নের সময়কে আরও উপভোগ্য এবং ফলপ্রসূ করে তোলা

কীভাবে আমরা বাইবেল অধ্যয়নে আরও বেশি আনন্দ খুঁজে পেতে পারি? কীভাবে আমরা আমাদের অধ্যয়নের সময়কে আরও ফলপ্রসূ করে তুলতে পারি? আসুন আমরা সংক্ষেপে তিনটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিবেচনা করি, যা আমাদের ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন থেকে আরও বেশি উপকার লাভ করতে সাহায্য করবে।

১ প্রার্থনা: প্রথম যে-পদক্ষেপটা নিতে হবে, সেটা হল প্রার্থনা করা। (গীত. ৪২:৮) কেন? ঈশ্বরের বাক্য অধ্যয়ন করাকে আমাদের উপাসনার অংশ হিসেবে বিবেচনা করা উচিত। তাই, যিহোবার কাছে আমাদের যাচ্ঞা করতে হবে, যাতে তিনি আমাদেরকে সঠিক মনোভাব বজায় রাখতে সাহায্য করেন এবং আমাদেরকে তাঁর পবিত্র আত্মা দান করেন। (লূক ১১:১৩) বারবারা নামে দীর্ঘসময়ের একজন মিশনারি বলেন: “বাইবেল পড়ার বা অধ্যয়ন করার আগে আমি সবসময় প্রার্থনা করে থাকি। এরপর, আমি অনুভব করি যে, যিহোবা আমার সঙ্গে রয়েছেন এবং আমি যা করছি, সেটাকে তিনি অনুমোদন করেন।” অধ্যয়নের আগে প্রার্থনা করা, আমাদের সামনে যে-প্রচুর আধ্যাত্মিক খাদ্য রয়েছে, সেগুলো পূর্ণরূপে গ্রহণ করার জন্য আমাদের মন ও হৃদয়কে খুলে দেয়।

২ ধ্যান: সময়ের অভাবের কারণে কেউ কেউ দায়সারাভাবে ঈশ্বরের বাক্য পড়ে থাকে। কিন্তু, বাইবেল অধ্যয়নের ফলে তারা যে-উপকার লাভ করতে পারত, সেটা থেকে তারা বঞ্চিত হয়। কার্লোস, যিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে যিহোবাকে সেবা করছেন, তিনি তার অধ্যয়নকে আরও বেশি ফলপ্রসূ করার জন্য ধ্যান করার ব্যাপারে সময় আলাদা করে রাখার গুরুত্বকে উপলব্ধি করতে পেরেছেন। তিনি বলেন: “এখন আমি বাইবেলের অল্প কয়েকটা পৃষ্ঠা একসঙ্গে পড়ে থাকি—প্রতিদিন প্রায় দু-পৃষ্ঠা। এর ফলে, আমি যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারি, সেটার জন্য আমি যা পড়ি, তা নিয়ে ধ্যান করার জন্য আরও বেশি সময় দিতে পারি।” (গীত. ৭৭:১২) আমরা যখন ধ্যান করার জন্য সময় করে নিই, তখন আমরা ঈশ্বরের ইচ্ছা সম্বন্ধে আমাদের জ্ঞান এবং উপলব্ধিকে আরও বাড়াতে পারি।—কল. ১:৯-১১.

৩ কাজে লাগানো: আমরা যদি কোনো কাজের ব্যবহারিক মূল্য দেখতে পারি, তাহলে সেটা থেকে আরও বেশি উপকার লাভ করে থাকি। বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে এটা পুরোপুরি সত্য। “অধ্যয়ন আমাকে রোজকার জীবনের সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে আর এটা আমাকে অন্যদেরকে সাহায্য করার ব্যাপারে প্রস্তুত করে থাকে,” গাব্রিয়েল নামে একজন যুবক ভাই বলে, যার নিয়মিতভাবে বাইবেল অধ্যয়ন করার একটা তালিকা রয়েছে। সে আরও বলে: “আমি যা-কিছু শিখি, তা আমার ব্যক্তিগত জীবনে কাজে লাগানোর চেষ্টা করি।” (দ্বিতীয়. ১১:১৮; যিহো. ১:৮) হ্যাঁ, ঈশ্বরীয় জ্ঞানের এক প্রাচুর্য রয়েছে, যা আমরা গ্রহণ করতে এবং কাজে লাগাতে পারি।—হিতো. ২:১-৫.

পুনরালোচনা: সমস্ত প্রজ্ঞার উৎস যিহোবা যে-জ্ঞান জুগিয়েছেন, তা গভীরভাবে গবেষণা করার কী এক বিশেষ সুযোগই না আমাদের রয়েছে! (রোমীয় ১১:৩৩) তাই, পরবর্তী সময়ে আপনি যখন অধ্যয়ন করবেন, তখন প্রথমে যিহোবার কাছে প্রার্থনা করুন এবং যাচ্ঞা করুন যেন তিনি আপনাকে সঠিক মনোভাব এবং তাঁর পবিত্র আত্মা দান করেন। এরপর, আপনি যা পড়েছেন, তা নিয়ে ধ্যান করার জন্য একটু সময় থামুন। এ ছাড়া, আপনি যে-বিষয়গুলো শেখেন, সেগুলো অনুসরণ করে চলুন এবং আপনার রোজকার জীবনে কাজে লাগান। আপনি যখন এই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেবেন, তখন আপনি দেখবেন যে, আপনার বাইবেল অধ্যয়ন আরও বেশি উপভোগ্য এবং ফলপ্রসূ হয়ে উঠেছে।