সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“দয়া করে আমাদের একটা ছবি তুলে দেবেন?”

“দয়া করে আমাদের একটা ছবি তুলে দেবেন?”

“দয়া করে আমাদের একটা ছবি তুলে দেবেন?”

একটা জেলা সম্মেলনের দ্বিতীয় দিনের শেষে, হোস্‌ওয়ে নামে মেক্সিকোর একজন বেথেলকর্মী কেরেটারো শহর ঘুরে দেখছিলেন। কলম্বিয়া থেকে ভ্রমণ করতে আসা এক বিবাহিত দম্পতি খাভিয়ের এবং মারু, হোস্‌ওয়েকে তাদের ছবি তুলে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। যেহেতু হোস্‌ওয়ে ও তার সাক্ষি বন্ধুরা পরিপাটি পোশাক-আশাক এবং সম্মেলনের ব্যাজ পরে ছিল, তাই সেই দম্পতি তাদেরকে জিজ্ঞেস করেছিল যে, তারা কোনো গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অথবা অন্য কোনো বিশেষ অনুষ্ঠান থেকে এসেছে কি না। হোস্‌ওয়ে ব্যাখ্যা করেছিলেন, তারা যিহোবার সাক্ষিদের একটা জেলা সম্মেলনে যোগদান করছে আর তিনি সেই দম্পতিকে রবিবারের অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

সেই দম্পতি মনে করেছিল যে, সেখানে যোগ দিলে তারা অনেক বিব্রতকর অবস্থায় পড়ে যাবে কারণ তাদের কাছে এই ধরনের একটা অনুষ্ঠানে পরার উপযুক্ত কোনো পোশাক-আশাক ছিল না। তা সত্ত্বেও, হোস্‌ওয়ে তাদেরকে নিজের নাম এবং তিনি যে-শাখা অফিসে সেবা করেন, সেখানকার টেলিফোন নম্বর দিয়েছিলেন।

কিন্তু, চার মাস পর হোস্‌ওয়ে খাভিয়েরের কাছ থেকে ফোন কল পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন। সেই দম্পতি সম্মেলনে যোগ দিয়েছিল আর তারা এখন চাইছিল যেন, মেক্সিকো সিটির যেখানে তারা বাস করে, সেখানে যিহোবার সাক্ষিরা তাদের সঙ্গে দেখা করে। শীঘ্র, খাভিয়ের এবং মারুর সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করা হয়েছিল আর তারা অবিলম্বে সভাগুলোতে যোগ দিতে শুরু করেছিল। দশ মাস পর, তারা প্রকাশক হয়েছিল। যদিও সেই দম্পতিকে কানাডার টরোন্টোতে চলে যেতে হয়েছিল কিন্তু তার পরও তারা আধ্যাত্মিক উন্নতি করে চলেছিল এবং বাপ্তিস্ম নিয়েছিল।

হোস্‌ওয়ে পরে খাভিয়েরের কাছ থেকে একটা চিঠি পেয়েছিলেন, যেখানে তিনি ব্যাখ্যা করেছিলেন যে, কোন বিষয়টা তাকে সত্য গ্রহণ করে নিতে অনুপ্রাণিত করেছিল। “সম্মেলনে যোগ দেওয়ার আগে, আমার স্ত্রী আর আমি, আমাদের যে আধ্যাত্মিক নির্দেশনা প্রয়োজন, সেই বিষয়ে কথা বলেছিলাম। আমরা যখন দেখেছিলাম যে, আপনারা এত পরিপাটি পোশাক-আশাক পরে আছেন, তখন আমরা ভেবেছিলাম, আপনারা নিশ্চয়ই কোনো বিশেষ সভাতে গিয়েছিলেন। সম্মেলনে, আমাদেরকে যেভাবে প্রেম দেখিয়ে বসার আসন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, বাইবেলের পদ অনুসরণ করার জন্য সাহায্য করা হয়েছে তা দেখে আর সেইসঙ্গে সেখানে যোগদানকারী ব্যক্তিদের আচরণ দেখে আমরা অভিভূত হয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল যেন, আমরা যে ভ্রমণকারীর পোশাক-আশাক পরে আছি, সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়।”

হোস্‌ওয়ের ক্ষেত্রে বিজ্ঞ রাজা শলোমনের কথাগুলো কতই না সত্য বলে প্রমাণিত হয়েছিল! শলোমন লিখেছিলেন: “তুমি প্রাতঃকালে আপন বীজ বপন কর, এবং সায়ংকালেও হস্ত নিবৃত্ত করিও না। কেননা ইহা কিম্বা উহা, কোন্‌টা সফল হইবে, কিম্বা উভয় সমভাবে উৎকৃষ্ট হইবে, তাহা তুমি জান না।” (উপ. ১১:৬) আপনি কি আসন্ন সম্মেলন অথবা জনসাধারণের উদ্দেশে কোনো বক্তৃতা সম্বন্ধে অন্যদেরকে বলার বিভিন্ন সুযোগকে ব্যবহার করার মাধ্যমে বীজ বপন করতে পারেন? যিহোবা হয়তো আপনাকে সেই ব্যক্তিদের আকর্ষণ করার জন্য ব্যবহার করতে পারেন, যারা খাভিয়ের এবং মারুর মতো, আধ্যাত্মিক নির্দেশনা লাভের জন্য ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত।—যিশা. ৫৫:১.

[৩২ পৃষ্ঠার চিত্র]

বাম দিক থেকে ডান দিকে: মেক্সিকোর শাখা অফিসে আলেহান্দ্রো ভোগলিন, মারু পিনেদা, আলেহান্দ্রো পিনেদা, খাভিয়ের পিনেদা এবং হোস্‌ওয়ে রামিরেজ