সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

কোন অর্থে শলোমন আমাদের জন্য এক সাবধানবাণীমূলক উদাহরণ হতে পারেন?

ঈশ্বর রাজা শলোমনকে আশীর্বাদ করেছিলেন এবং তাকে ব্যবহার করেছিলেন। কিন্তু, শলোমন তার শাসনকালে ঐশিক পরামর্শ থেকে বিপথগামী হয়েছিলেন। তিনি ফরৌণের পৌত্তলিক মেয়েকে বিয়ে করেছিলেন, অনেক স্ত্রী গ্রহণ করেছিলেন এবং এই পৌত্তলিক নারীদের সুযোগ দিয়েছিলেন, যাতে তারা ধীরে ধীরে তাকে মিথ্যা উপাসনার দিকে নিয়ে যেতে পারে। ধীরে ধীরে মন্দ মনোভাব অথবা প্রবণতা গড়ে তোলার বিষয়টাকে আমাদের এড়িয়ে চলতে হবে। (দ্বিতীয়. ৭:১-৪; ১৭:১৭; ১ রাজা. ১১:৪-৮) —১২/১৫, পৃষ্ঠা ১০-১২.

কোন বিষয়টা ইঙ্গিত দেয় যে, প্রথম শতাব্দী থেকে পৃথিবীতে সবসময় কিছু প্রকৃত অভিষিক্ত খ্রিস্টান রয়েছে?

যিশুর বলা “গোম” এবং ‘শ্যামাঘাসের’ নীতিগল্পে ‘ভাল বীজের’ অর্থ হল “রাজ্যের সন্তানগণ।” (মথি ১৩:২৪-৩০, ৩৮) শ্যামাঘাস শস্যচ্ছেদনের আগে পর্যন্ত গমের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। তাই, আমরা যদিও নিশ্চিতভাবে বলতে পারি না যে, কারা গম শ্রেণী ছিল, কিন্তু আমাদের দিন পর্যন্ত নিশ্চয়ই এইরকম কিছু ব্যক্তি সবসময়ই রয়েছে।—১/১৫, পৃষ্ঠা ৭.

কীভাবে আমরা হিংসা করার এক প্রবণতা কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করতে পারি?

যে-পদক্ষেপগুলো আমাদেরকে সাহায্য করতে পারে, সেগুলো হল: প্রেম ও ভ্রাতৃস্নেহ গড়ে তোলার প্রচেষ্টা করা, ঈশ্বরভয়শীল লোকেদের সঙ্গে মেলামেশা করা, সদাচরণ করার চেষ্টা করা, ‘যাহারা আনন্দ করে, তাহাদের সহিত আনন্দ করা।’ (রোমীয় ১২:১৫)—২/১৫, পৃষ্ঠা ১৬-১৭.

উপদেশ দেওয়ার সময়ে আমাদের কোন নীতিগুলো মনে রাখা উচিত?

সম্পর্কযুক্ত প্রকৃত পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করুন। তাড়াহুড়ো করে উত্তর দেওয়া এড়িয়ে চলুন। নম্রভাবে ঈশ্বরের বাক্য কাজে লাগান। যদি সম্ভব হয় তাহলে, বাইবেলভিত্তিক লাইব্রেরির সদ্‌ব্যবহার করুন। অন্যের হয়ে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন।—৩/১৫, পৃষ্ঠা ৭-৯.