সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আট জন রাজার প্রকাশ

আট জন রাজার প্রকাশ

আট জন রাজার প্রকাশ

একত্রে বিবেচনা করলে, দানিয়েল এবং যোহনের বিবরণ শুধুমাত্র আট জন রাজার বা আটটা মানবশাসনের পরিচয়ই তুলে ধরে না কিন্তু সেইসঙ্গে ওই শক্তিগুলো কীভাবে পর্যায়ক্রমে আবির্ভূত হবে, সেই সম্বন্ধেও জানায়। কিন্তু, আমরা কেবল তখনই সেই ভবিষ্যদ্‌বাণীগুলো সঠিকভাবে বুঝতে পারব, যদি আমরা বাইবেলে লিপিবদ্ধ একেবারে প্রথম ভবিষ্যদ্‌বাণীর অর্থ বুঝতে পারি।

ইতিহাসজুড়ে শয়তান বিভিন্ন রাজনৈতিক দল অথবা রাজ্যের মাধ্যমে তার বংশকে সংগঠিত করেছে। (লূক ৪:৫, ৬) কিন্তু, তুলনামূলকভাবে খুব কম সংখ্যক মানবরাজ্যই ঈশ্বরের লোকেদের ওপর জোরালো প্রভাব বিস্তার করতে পেরেছে, তা তারা ইস্রায়েল জাতি অথবা অভিষিক্ত খ্রিস্টানদের নিয়ে গঠিত মণ্ডলী, যা-ই হোক না কেন। দানিয়েল ও যোহনের দর্শনগুলো সর্বমোট মাত্র আটটা বিশ্বশক্তি সম্বন্ধে বর্ণনা করে।

[১২, ১৩ পৃষ্ঠার তালিকা/চিত্রগুলো]

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

দানিয়েল প্রকাশিত বাক্য

বইয়ের ভবিষ্যদ্‌বাণী বইয়ের ভবিষ্যদ্‌বাণী

১. মিশর

২. অশূর

৩. বাবিল

৪. মাদীয়-

পারস্য

৫. গ্রিস

৬. রোম

৭. ব্রিটেন এবং

যুক্তরাষ্ট্র *

৮. রাষ্ট্রপুঞ্জ

এবং রাষ্ট্রসংঘ *

ঈশ্বরের লোকেরা

খ্রিস্টপূর্ব ২০০০ সাল

অব্রাহাম

১৫০০

ইস্রায়েল জাতি

১০০০

দানিয়েল ৫০০

খ্রিস্টপূর্ব/খ্রিস্টাব্দ

যোহন

ঈশ্বরের ইস্রায়েল ৫০০

১০০০

১৫০০

খ্রিস্টাব্দ ২০০০ সাল

[পাদটীকা]

^ শেষকালে দুই রাজাই বিদ্যমান থাকবে। ১৯ পৃষ্ঠা দেখুন।

^ শেষকালে দুই রাজাই বিদ্যমান থাকবে। ১৯ পৃষ্ঠা দেখুন।

[চিত্রগুলো]

প্রকাণ্ড প্রতিমা (দানি. ২: ৩১-৪৫)

সমুদ্র থেকে উঠে আসা চারটে পশু (দানি. ৭: ৩-৮, ১৭, ২৫)

মেষ ও ছাগ (দানি. ৮ অধ্যায়)

সপ্ত মস্তকবিশিষ্ট পশু (প্রকা. ১৩:১-১০, ১৬-১৮)

দুই শৃঙ্গবিশিষ্ট পশু সপ্ত মস্তকবিশিষ্ট পশুর প্রতিমা তৈরি করতে প্ররোচিত করে (প্রকা. ১৩:১১-১৫)

[সৌজন্যে]

চিত্র সৌজন্য: মিশর এবং রোম: Photograph taken by courtesy of the British Museum; মাদীয়-পারসিক: Musée du Louvre, Paris