সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“আমার স্বপ্ন সত্যি হয়েছে”

“আমার স্বপ্ন সত্যি হয়েছে”

“আমার স্বপ্ন সত্যি হয়েছে”

পনেরো বছর আগে এমিলিয়া একজন নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করতেন। কিন্তু, তাকে পূর্ণসময়ের সেবা বন্ধ করে দিতে হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে তিনি প্রায়ই তার জীবনের সবচেয়ে আনন্দময় সময়ের কথা স্মরণ করেন এবং আবারও আরও বেশি করে পরিচর্যা করতে চান।

কিন্তু, চাকরির পিছনেই এমিলিয়ার অনেক সময় চলে যেত আর এই বাধা তার আনন্দ কেড়ে নিচ্ছিল। একবার তার সহকর্মীদের সামনে তিনি আক্ষেপ করে বলেন: “ইস্‌, আমি যদি আরেকটু কম সময় কাজ করতে পারতাম!” তার কর্মকর্তা এই বিষয়টা শুনতে পান এবং তার কাছে এসে জিজ্ঞেস করেন যে, তিনি আসলেই তা চান কি না। এমিলিয়া তাকে বলেন যে, তিনি সত্যিই তা চান। কিন্তু, এর জন্য একজন পরিচালকের অনুমোদনের প্রয়োজন কারণ কোম্পানির নিয়ম অনুযায়ী সমস্ত কর্মীকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ণসময় কাজ করতে হবে। আমাদের বোন পরিচালকের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত হন এবং শান্তি ও সাহসের জন্য প্রার্থনা করেন।

কথা বলার সময়, এমিলিয়া কৌশলতা সহকারে কিন্তু সাহসের সঙ্গে তার কাজের সময় থেকে কয়েক ঘন্টা কমানোর জন্য অনুরোধ করেন। তিনি ব্যাখ্যা করেন যে, অন্যদেরকে সাহায্য করার জন্য তিনি তার বাকি সময়টা কাজে লাগান: “আমি একজন যিহোবার সাক্ষি আর আমি লোকেদেরকে আধ্যাত্মিকভাবে সাহায্য করে থাকি। বর্তমানে, অনেক লোকের নৈতিক চরিত্র দুর্বল হয়ে গিয়েছে। তাদের সুস্পষ্ট মূল্যবোধ এবং মানদণ্ডের প্রয়োজন আর বাইবেল থেকে আমি তাদেরকে যে-প্রজ্ঞা সম্বন্ধে জানিয়ে থাকি, সেগুলো তাদের জন্য অমূল্য। অফিসের পরে যে-কাজগুলো করা হবে, সেগুলোর কারণে অফিসের কাজের গুণগত মান নষ্ট হয়ে যাক, সেটা আমি চাই না কিন্তু আমি চাই যেন আমি লোকেদেরকে সাহায্য করার জন্য আরও অবসর সময় পাই। এই কারণেই আমি আমার কাজের ঘন্টা কমাতে চাই।”

সেই পরিচালক মনোযোগ দিয়ে কথা শোনেন এবং বলেন যে, তিনিও একবার সেবামূলক কাজ করার বিষয়ে চিন্তা করেছিলেন। এরপর তিনি বলেন: “আপনি যে-কারণগুলো তুলে ধরেছেন, সেগুলোর জন্য আমি মনে করি যে, আপনার অনুরোধ আমার রাখা উচিত। কিন্তু, আপনি কি বুঝতে পারছেন যে, আপনার বেতন কমে যাবে?” এমিলিয়া বলেন যে, তিনি তা জানেন এবং যদি প্রয়োজন হয়, তাহলে তিনি তার জীবনকে আরও সাদাসিধে করবেন। তিনি আরও বলেন: “আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল, লোকেদের জন্য এমন কিছু করা, যা তাদের জন্য সত্যিই পরিতৃপ্তিদায়ক।” পরিচালক তাকে বলেন: “আমি সেই লোকেদের প্রশংসা করি, যারা নিঃস্বার্থভাবে অন্যদের জন্য নিজেদের সময় বিলিয়ে দেয়।”

সেই কোম্পানির আর কোনো কর্মচারীই এর আগে কখনো এই ধরনের বিশেষ সুযোগ লাভ করেনি। এমিলিয়াকে এখন সপ্তাহে মাত্র চার দিন কাজ করার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি অবাক হয়ে যান, যখন তার বেতন বাড়ানো হয় আর তাই তিনি ঠিক আগের মতোই উপার্জন করেন! তিনি বলেন: “আমার স্বপ্ন সত্যি হয়েছে আর আমি আবারও নিয়মিত অগ্রগামীর কাজ করতে পারছি!”

আপনি কি অগ্রগামীর সেবা শুরু করার অথবা আবারও তা করার জন্য আপনার পরিস্থিতিগুলোকে রদবদল করার কথা ভেবে দেখেছেন?

[৩২ পৃষ্ঠার ব্লার্ব]

পরিচালক তাকে বলেন: “আমি সেই লোকেদের প্রশংসা করি, যারা নিঃস্বার্থভাবে অন্যদের জন্য নিজেদের সময় বিলিয়ে দেয়”