সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

শিম্‌শোনের চুল কি তাকে শক্তি প্রদান করেছিল?

শিম্‌শোনের চুল তাকে শক্তি প্রদান করেনি। তার চুল একজন নাসরীয় হিসেবে ঈশ্বরের সঙ্গে তার এক বিশেষ সম্পর্ককে চিত্রিত করেছিল। সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল, যখন দলীলা শিম্‌শোনের চুল ক্ষৌরি করে দিয়েছিলেন।—৪/১৫, পৃষ্ঠা ৯.

আমাদের আক্ষরিক হৃদয়ের সঙ্গে তুলনা করলে, কোন তিনটে বিষয় আমাদের রূপক হৃদয়ের ওপর উত্তম প্রভাব ফেলতে পারে?

(১) পুষ্টিকর খাদ্য। আমাদের আক্ষরিক হৃদয়ের জন্য যেমন পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাদ্য প্রয়োজন, তেমনই আমাদের পর্যাপ্ত পরিমাণে গঠনমূলক আধ্যাত্মিক খাদ্য প্রয়োজন। (২) ব্যায়াম। উদ্যোগের সঙ্গে পরিচর্যায় অংশগ্রহণ করা আমাদের রূপক হৃদয়কে ভালো অবস্থানে রাখতে পারে। (৩) পরিবেশ। সহবিশ্বাসী, যারা আমাদের জন্য চিন্তা করে থাকে, তাদের সঙ্গে মেলামেশা করার মাধ্যমে আমরা আমাদের চাপকে কমাতে পারি।—৪/১৫, পৃষ্ঠা ১৬.

অন্ত্যেষ্টিক্রিয়ার সময় কেন একজন বক্তার একজন মৃত ব্যক্তির উদ্দেশে গীতসংহিতা ১১৬:১৫ গীত প্রয়োগ করা উপযুক্ত নয়?

এই পদ বলে: “সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তাঁহার সাধুগণের [“অনুগত ব্যক্তিদের,” NW] মৃত্যু।” এর অর্থ হচ্ছে, ঈশ্বর তাঁর সমস্ত অনুগত ব্যক্তির মৃত্যুকে এতটা মূল্যবান বলে গণ্য করেন যে, তিনি সেটা ঘটতে দেন না। তিনি তাঁর অনুগত দাসদেরকে একটা দল হিসেবে পৃথিবী থেকে পুরোপুরি বিনষ্ট হতে দেবেন না।—৫/১৫, পৃষ্ঠা ২২.

কলপোর্টাররা কারা ছিল?

১৯৩১ সালের আগে “কলপোর্টার” নামটা সেই ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হতো, যাদেরকে এখন “অগ্রগামী” বলা হয়।—৫/১৫, পৃষ্ঠা ৩১.

দানিয়েল ২:৪৪ পদে উল্লেখিত “ঐ সকল রাজ্য” কাদের নিয়ে গঠিত?

এই রাজ্যগুলো, দানিয়েলের দ্বারা বর্ণিত ধাতব প্রতিমার বিভিন্ন অংশ দ্বারা চিত্রিত বিভিন্ন রাজ্য বা সরকারকে ইঙ্গিত করে।—৬/১৫, পৃষ্ঠা ১৭.

বাইবেলের ভবিষ্যদ্‌বাণীকৃত অ্যাংলো-আমেরিকা বিশ্বশক্তি কখন সপ্তম বিশ্বশক্তি হয়ে উঠেছিল?

এই সম্মিলিত বিশ্বশক্তি তখনই অস্তিত্বে এসেছিল, যখন ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধের সময় এক লক্ষণীয় উপায়ে একসঙ্গে কাজ করেছিল।—৬/১৫, পৃষ্ঠা ১৯.

কোন ঘটনাগুলো সরাসরি আরমাগিদোনের দিকে পরিচালিত করবে?

জাতিগণ “শান্তি ও অভয়” বা নিরাপত্তা সম্বন্ধে এক তাৎপর্যপূর্ণ ঘোষণা করবে। (১ থিষল. ৫:৩) সরকারগুলো মিথ্যা ধর্মের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। (প্রকা. ১৭:১৫-১৮) সত্য উপাসকদের ওপরে আক্রমণ নিয়ে আসা হবে। তার পর, শেষ আসবে।—৭/১, পৃষ্ঠা ৯.

কেন যিহোবা অব্রাহামকে তার প্রিয় পুত্রকে বলি দিতে বলেছিলেন?

এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, ঈশ্বর অব্রাহামকে আসলে ইস্‌হাককে বলি হিসেবে উৎসর্গ করতে দেননি। ঈশ্বর চরম মূল্যের বিনিময়ে কীভাবে তাঁর পুত্র যিশুকে বলি দেবেন এই ঘটনা ছিল তারই এক নমুনা।—৭/১, পৃষ্ঠা ২০.