প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) মে ২০১৩

একজন সুসমাচার প্রচারক হিসেবে আপনার ভূমিকা পালন করুন

বর্তমানে লোকেদের কেন সুসমাচার শোনা অতীব গুরুত্বপূর্ণ? কীভাবে আমরা সফলভাবে সুসমাচার প্রচারক হিসেবে আমাদের ভূমিকা পালন করতে পারি?

আপনি কি “সৎক্রিয়াতে উদ্যোগী”?

এই প্রবন্ধ দেখায় যে, কীভাবে আমাদের উদ্যোগী প্রচার কাজ এবং উত্তম আচরণ লোকেদেরকে ঈশ্বরের প্রতি আকৃষ্ট করে।

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

প্রাচীনকালে অনেক জাতি কোনো কোনো অপরাধীকে একটা দণ্ড বা খুঁটিতে বিদ্ধ করে মৃত্যুদণ্ড দিত। প্রাচীন ইস্রায়েলের সম্বন্ধে কী বলা যায়?

উত্তম ভাববিনিময়ের মাধ্যমে আপনার বিয়েকে শক্তিশালী করুন

সুখী বিয়ের ক্ষেত্রে উত্তম ভাববিনিমিয় হল এক অতীব গুরুত্বপূর্ণ দিক। এই প্রবন্ধ সেই গুণগুলোকে শনাক্ত করে, যেগুলো উত্তম ভাববিনিময় করতে আমাদের সাহায্য করতে পারে।

বাবা-মায়েরা এবং সন্তানেরা—প্রেমের সঙ্গে ভাববিনিময় করুন

উত্তম ভাববিনিময়ের ক্ষেত্রে কিছু বাধা কী? কীভাবে সেগুলো কাটিয়ে ওঠা যেতে পারে?

জীবনকাহিনি

যে-কারণে আমাদের জীবনের এক প্রকৃত অর্থ রয়েছে

প্যাট্রিশিয়ার দুই সন্তানই এক বিরল বংশগত রোগে আক্রান্ত। তাদের কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও কীভাবে তারা এক অর্থপূর্ণ জীবন লাভ করতে পেরেছে, তা জানুন।

বিজ্ঞ বাছাইগুলো করে আপনার উত্তরাধিকারকে সুরক্ষা করুন

খ্রিস্টানদের সামনে কোন আধ্যাত্মিক উত্তরাধিকার রয়েছে এবং এষৌর সাবধানবাণীমূলক উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি?

আমাদের আর্কাইভ থেকে

তারা ‘পরীক্ষাকালে’ দৃঢ় ছিল

১৯১৪ সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তখন কীভাবে বাইবেল ছাত্রদের নিরপেক্ষ অবস্থান জগতের দৃষ্টি আকর্ষণ করেছিল, সেই সম্বন্ধে জানুন।