প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) জুন ২০১৩
জীবনকাহিনি
যিহোবার প্রতি বাধ্যতা আমার জন্য প্রচুর আশীর্বাদ নিয়ে এসেছে
এলিজা পিচোলির জীবনকাহিনি পড়ুন। অনেক বাধা, ত্যাগস্বীকার ও ক্ষতি সত্ত্বেও তিনি এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন।
যিহোবার গুণাবলি পূর্ণরূপে উপলব্ধি করুন
বন্ধুত্বপরায়ণ এবং পক্ষপাতহীন হওয়ার অর্থ কী? যিহোবা ঈশ্বরের উদাহরণ পরীক্ষা করে দেখা আমাদেরকে এই গুণগুলো প্রদর্শন করতে সাহায্য করবে।
যিহোবার উদারতা এবং যুক্তিবাদিতাকে উপলব্ধি করুন
যিহোবা উদারতা এবং যুক্তিবাদিতার ক্ষেত্রে এক নিখুঁত উদাহরণ স্থাপন করেন। তাঁর উদাহরণ নিয়ে অধ্যয়ন করা আমাদেরকেও সেই একই গুণাবলি প্রদর্শন করতে সাহায্য করবে।
যিহোবার আনুগত্য এবং ক্ষমাশীল মনোভাবকে উপলব্ধি করুন
আনুগত্য এবং ক্ষমাশীল মনোভাব হল এমন চমৎকার গুণাবলি, যা একজন প্রকৃত বন্ধুর শনাক্তকারী চিহ্ন। যিহোবার উদাহরণ অনুকরণ করা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ গুণাবলি গড়ে তোলার জন্য প্রচেষ্টা করতে সাহায্য করবে।
পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
বাইবেলে উল্লেখিত “ঈশ্বরের পুত্ত্রেরা” এবং ‘কারাবদ্ধ আত্মাদিগেরা’ কারা?
যিহোবার শাসন যেন আপনাকে গঠন করে
যিহোবা, “আমাদের কুম্ভকার” লোকেদের এমনকী বিভিন্ন জাতিকে গঠন করেছেন। এটা থেকে আমরা কী শিখতে পারি এবং বর্তমানে আমরা কীভাবে তাঁর দ্বারা গঠিত হওয়া থেকে উপকার লাভ করতে পারি?
প্রাচীনরা আপনারা কি “ক্লান্ত প্রাণকে” সতেজ করবেন?
খ্রিস্টান প্রাচীনরা কীভাবে পালকীয় সাক্ষাতের জন্য প্রস্তুত হয়? প্রাচীনরা “আত্মিক বর” দেওয়ার মাধ্যমে একজন ক্লান্ত বা নিরুৎসাহিত ব্যক্তিকে উৎসাহিত করতে পারেন।
আপনার কি মনে আছে?
আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? নিজেকে পরীক্ষা করুন এবং দেখুন আপনার কী মনে আছে।