সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পরিচালকগোষ্ঠীর একজন নতুন সদস্য

পরিচালকগোষ্ঠীর একজন নতুন সদস্য

পরিচালকগোষ্ঠীর একজন নতুন সদস্য

২০১২ সালের ৫ সেপ্টেম্বর বুধবার সকালে, যুক্তরাষ্ট্র এবং কানাডার বেথেল পরিবারে এই ঘোষণা দেওয়া হয়েছিল যে, যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠীতে একজন নতুন সদস্য যুক্ত হয়েছেন। মার্ক স্যান্ডারসন ২০১২ সালের ১ সেপ্টেম্বর থেকে এই দায়িত্ব পালন করতে শুরু করেন।

ভাই স্যান্ডারসন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে খ্রিস্টান বাবা-মার কাছে বড়ো হয়েছেন এবং ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি বাপ্তিস্ম নিয়েছেন। তিনি ১৯৮৩ সালের ১ সেপ্টেম্বর কানাডার সাসকাচেয়ানে একজন অগ্রগামী হিসেবে সেবা করতে শুরু করেন। তিনি ১৯৯০ সালের ডিসেম্বর মাসে, যুক্তরাষ্ট্রে মিনিস্টিরিয়াল ট্রেনিং স্কুল-এর (যেটাকে এখন অবিবাহিত ভাইদের জন্য বাইবেল স্কুল বলা হয়) সপ্তম ক্লাস থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন। ভাই স্যান্ডারসনকে ১৯৯১ সালের এপ্রিল মাসে, কানাডার নিউফাউন্ডল্যান্ড দ্বীপে একজন বিশেষ অগ্রগামী হিসেবে সেবা করার জন্য নিযুক্ত করা হয়। একজন বিকল্প সীমা অধ্যক্ষ হিসেবে সেবা করার পর, তাকে ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে কানাডার বেথেল পরিবারের একজন সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ২০০০ সালের নভেম্বর মাসে তাকে যুক্তরাষ্ট্র শাখায় বদলি করা হয় আর সেখানে তিনি হসপিটাল ইনফরমেশন সার্ভিসেস-এ এবং পরে সার্ভিস ডিপার্টমেন্ট-এ কাজ করেন।

২০০৮ সালের সেপ্টেম্বর মাসে ভাই স্যান্ডারসন শাখা কমিটির সদস্যদের জন্য স্কুল-এ যোগদান করেন এবং এরপর তাকে ফিলিপিনসের শাখা কমিটির একজন সদস্য হিসেবে নিযুক্ত করা হয়। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে তাকে যুক্তরাষ্ট্রে ফিরে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়, যেখানে তিনি পরিচালকগোষ্ঠীর সার্ভিস কমিটি-র একজন সহায়ক হিসেবে সেবা করেন।

[২৬ পৃষ্ঠার চিত্র]

[২৬ পৃষ্ঠার বাক্স]

পরিচালকগোষ্ঠীর বর্তমান সদস্যবৃন্দ

পিছনের সারি, বাম দিক থেকে ডান দিকে: ডি. এইচ. স্প্ল্যান, এ. মরিস ৩য়, ডি. এম. স্যান্ডারসন, জি. ডব্লিউ. জ্যাকসন, এম. এস. লেট। সামনের সারি, বাম দিক থেকে ডান দিকে: এস. এফ. হার্ড, জি. লুশ, জি. এইচ. পিয়ার্স। পরিচালকগোষ্ঠীর প্রত্যেক সদস্যই অভিষিক্ত খ্রিস্টান

[চিত্র]