প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) নভেম্বর ২০১৩

এই দুষ্ট বিধিব্যবস্থার বিরুদ্ধে যিহোবার পদক্ষেপ নেওয়ার জন্য অপেক্ষা করার সময় কীভাবে আমরা ঈশ্বরের ধৈর্যের প্রতি আমাদের উপলব্ধি দেখাতে পারি? বর্তমানে, কীভাবে যিহোবা এবং যিশু তাঁদের পার্থিব পালকে পালন করছে?

“প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাক”

কেন সত্য খ্রিস্টানদের ক্রমাগত প্রার্থনা করা উচিত? আপনি যখন অন্যদের জন্য প্রার্থনা করেন, তখন কারা উপকৃত হয়?

যেভাবে আমরা অন্যদের প্রয়োজনগুলো মেটানোর ক্ষেত্রে সাহায্য করতে পারি

যিহোবার সাক্ষিদের বিশ্বব্যাপী কাজের জন্য দান কীভাবে অন্যদের দৈহিক এবং আধ্যাত্মিক প্রয়োজনগুলো মেটানোর ক্ষেত্রে সাহায্য করে, সেই সম্বন্ধে জানুন।

কীভাবে আমরা ‘অপেক্ষা করিবার’ মনোভাব বজায় রাখতে পারি?

কোন ঘটনাগুলো সংকেত দেবে যে, এই দুষ্ট বিধিব্যবস্থার বিরুদ্ধে যিহোবার পদক্ষেপ নেওয়ার সময় সন্নিকট? কীভাবে আমরা ঈশ্বরের ধৈর্যের প্রতি উপলব্ধি দেখাতে পারি?

জীবনকাহিনি

ঈশ্বরের সেবা করাই হচ্ছে তার আসল ওষুধ!

ওনিস্‌মাস অস্‌টিওজেনেসিস ইনপারফেক্‌টা বা এক ধরনের অস্থির রোগ নিয়ে জন্মগ্রহণ করেন। কীভাবে বাইবেলে লিপিবদ্ধ ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো তাকে উৎসাহিত করেছে?

সাত জন পালরক্ষক, আট জন নরপতি—বর্তমানে আমাদের জন্য এগুলো যে-অর্থ রাখে

কীভাবে হিষ্কিয়, যিশাইয়, মীখা এবং যিরূশালেমের অধ্যক্ষরা উত্তম পালরক্ষক হিসেবে প্রমাণিত হয়েছিল? বর্তমানে কারা সাত জন পালরক্ষক এবং আট জন নরপতির সমরূপ?

যিহোবার পালকদের বাধ্য হোন

ঈশ্বরের মণ্ডলীকে পালন করার জন্য খ্রিস্টান অধ্যক্ষদের পবিত্র আত্মার মাধ্যমে নিযুক্ত করা হয়েছে। মেষদের কেন তাদের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত?

পালকেরা, মহান পালককে অনুকরণ করুন

মণ্ডলীর কোনো সদস্যের যখন আধ্যাত্মিক সাহায্যের প্রয়োজন হয়, তখন প্রাচীনরা কোন সাহায্য জোগাতে পারে? কীভাবে প্রাচীনরা ‘মহান্‌পাল-রক্ষক’ যিশু খ্রিস্টকে অনুকরণ করতে পারে?

আমাদের আর্কাইভ থেকে

“আমি ছিলাম খোলের ভিতরে থাকা একটা কচ্ছপের মতো”

১৯২৯ সালের শেষের দিকে, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় মন্দা দেখা দেয়। পূর্ণসময়ের প্রচারকরা এইরকম কঠিন সময়ে সব কিছু কীভাবে সামলাতে পেরেছিল?