প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) ডিসেম্বর ২০১৩

এই সংখ্যা এমন উপায়গুলো নিয়ে আলোচনা করে, যে-উপায়গুলোর মাধ্যমে আমরা আমাদের বিশ্বাসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারি। এ ছাড়া, কখন প্রভুর সান্ধ্যভোজ উদ্‌যাপন করা উচিত এবং এটা আমাদের জন্য কী অর্থ রাখে?

যিহোবা তাদেরকে পর্বতের ছায়ায় সুরক্ষা করেছিলেন

নাতসি আমলে জার্মানিতে বসবাসরত যিহোবার সাক্ষিদের কাছে কীভাবে বাইবেল সাহিত্যাদি সরবরাহ করা হয়েছিল? সাক্ষিরা কোন বিপদের সম্মুখীন হয়েছিল?

“মনের স্থিরতা হইতে বিচলিত” হওয়া এড়িয়ে চলুন!

থিষলনীকীয়দের প্রতি লেখা পৌলের চিঠিগুলোতে কোন সময়োপযোগী সতর্কবাণী রয়েছে? কী আমাদেরকে প্রবঞ্চিত হওয়া এড়ানোর জন্য সাহায্য করতে পারে?

আপনি কি রাজ্যের জন্য ত্যাগস্বীকার করবেন?

ঈশ্বরের রাজ্যকে সমর্থন করার জন্য কীভাবে আমরা আমাদের সময়, টাকাপয়সা, শক্তি এবং কর্মদক্ষতাকে ব্যবহার করতে পারি, তা জানুন।

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? পরীক্ষা করে দেখুন আপনি কী মনে করতে পারেন।

“এই দিন তোমাদের স্মরণীয় হইবে”

নিস্তারপর্ব সম্বন্ধে খ্রিস্টানদের কী জানা উচিত? প্রভুর সান্ধ্যভোজ আমাদের সকলের জন্য কোন অর্থ রাখে?

“আমার স্মরণার্থে ইহা করিও”

কীভাবে আমরা জানি যে, প্রভুর সান্ধ্যভোজ কখন অনুষ্ঠিত হওয়া উচিত? রুটি এবং দ্রাক্ষারস কোন বিষয়গুলোকে চিত্রিত করে?

সাথি হারানোর বেদনার সঙ্গে লড়াই করা

একজন সাথি হারানোর বেদনা অনেক তীব্র এবং দীর্ঘস্থায়ী। ঈশ্বরের বাক্যে বর্ণিত পুনরুত্থানের আশা কীভাবে সান্ত্বনার এক উৎস, তা বিবেচনা করুন।

২০১৩ সালের প্রহরীদুর্গ পত্রিকার অধ্যয়ন সংস্করণের বিষয়সূচি

২০১৩ সালের প্রহরীদুর্গ পত্রিকার অধ্যয়ন সংস্করণে যে-প্রবন্ধগুলো প্রকাশিত হয়েছে, সেগুলোর বিষয়সূচি থেকে সাহায্য নিন