সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

কখন যিশু ‘কারাবদ্ধ সেই আত্মাদিগের কাছে ঘোষণা করিয়াছিলেন’? (১ পিতর ৩:১৯)

এটা মনে করা হয় যে, যিশু তাঁর পুনরুত্থানের অল্পসময় পর দুষ্ট আত্মাদের কাছে তাদের প্রাপ্য শাস্তি সম্বন্ধে ঘোষণা করেছিলেন।—৬/১৫, পৃষ্ঠা ২৩.

কখন যিশু লোকেদেরকে মেষ অথবা ছাগ হিসেবে বিচার করেন? (মথি ২৫:৩২)

মিথ্যা ধর্মের ধ্বংসের পর যিশু যখন মহাক্লেশের সময়ে আসবেন, তখন তিনি সমস্ত জাতির লোকেদেরকে বিচার করবেন।—৭/১৫, পৃষ্ঠা ৬.

গম এবং শ্যামাঘাসের দৃষ্টান্তে উল্লেখিত অধর্মচারীরা কখন রোদন ও দন্তঘর্ষণ করবে? (মথি ১৩:৩৬, ৪১, ৪২)

মহাক্লেশের সময় তারা এমনটা করবে, যখন তারা বুঝতে পারবে যে, ধ্বংস থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই।—৭/১৫, পৃষ্ঠা ১৩.

বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস সম্বন্ধীয় যিশুর কথাগুলো কখন পরিপূর্ণ হয়? (মথি ২৪:৪৫-৪৭)

এই কথাগুলো ৩৩ খ্রিস্টাব্দের পঞ্চাশত্তমীর দিনে নয় কিন্তু ১৯১৪ সালের পরে পরিপূর্ণ হতে শুরু করে। ১৯১৯ সালে দাসকে পরিজনের ওপর নিযুক্ত করা হয়েছিল আর এই পরিজনের অন্তর্ভুক্ত হল সেই সমস্ত খ্রিস্টান, যাদের আধ্যাত্মিক খাদ্য প্রদান করা হয়।—৭/১৫, পৃষ্ঠা ২১-২৩.

কখন যিশু বিশ্বস্ত দাসকে তাঁর সর্বস্বের ওপর নিযুক্ত করেন?

এই নিযুক্তিকরণ ভবিষ্যতে মহাক্লেশের সময় হবে, যখন বিশ্বস্ত দাস স্বর্গীয় পুরস্কার লাভ করবে।—৭/১৫, পৃষ্ঠা ২৫.

ঈশ্বরদত্ত শক্তির সঙ্গে সঙ্গে আর কোন বিষয়টা ২৩০ জন সাক্ষিকে জ্যাক্‌সেনহোজেন কনসেনট্রেশন ক্যাম্প থেকে পদযাত্রার সময় রক্ষা পেতে সাহায্য করেছিল?

ক্ষুধার তাড়নায় ও অসুস্থতার কারণে দুর্বল হয়ে পড়া সত্ত্বেও, তারা সবসময় পরস্পরকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছিল।—৮/১৫, পৃষ্ঠা ১৮.

যর্দন নদী পার হয়ে ইস্রায়েলের প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করার বিবরণ কেন আমাদের জন্য উসাহজনক?

যদিও নদীর জল প্লাবিত হয়েছিল, কিন্তু যিহোবা জলের স্রোত থামিয়ে দিয়েছিলেন যেন তাঁর লোকেরা পার হতে পারে। এটা নিশ্চয়ই যিহোবার প্রতি তাদের বিশ্বাস এবং নির্ভরতাকে শক্তিশালী করেছিল আর আমরা এই বিবরণ থেকে উৎসাহ লাভ করতে পারি।—৯/১৫, পৃষ্ঠা ১৬.

কীভাবে পালরক্ষক এবং নরপতি সম্বন্ধে মীখা ৫:৫ পদের ভবিষ্যদ্‌বাণী বর্তমানে পরিপূর্ণ হচ্ছে?

আমরা বুঝতে পারি যে, মীখা ৫:৫ পদে উল্লেখিত ‘সাত জন পালরক্ষক ও আট জন নরপতি’ মণ্ডলীর নিযুক্ত প্রাচীনদের নির্দেশ করে। এই প্রাচীনরা ঈশ্বরের লোকদেরকে ভবিষ্যদ্‌বাণীকৃত সেই আক্রমণের মোকাবিলা করার জন্য শক্তিশালী করছে, যেটা তাদের বিরুদ্ধে আসতে যাচ্ছে।—১১/১৫, পৃষ্ঠা ২০.