প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) ফেব্রুয়ারি ২০১৪

এই সংখ্যা গীতসংহিতার ৪৫ গীতের রোমাঞ্চকর ঘটনাগুলো সম্বন্ধে বর্ণনা করে। এ ছাড়া, এটা আমাদেরকে যিহোবা ঈশ্বরকে আমাদের জোগানদাতা, সুরক্ষাকারী এবং সর্বোত্তম বন্ধু হিসেবে উপলব্ধি করতেও সাহায্য করে।

গৌরবান্বিত রাজা খ্রিস্টের প্রশংসা করুন!

আমাদের জন্য বর্তমানে গীতসংহিতার ৪৫ গীতে বর্ণিত রোমাঞ্চকর ঘটনাগুলোর কী অর্থ রয়েছে?

মেষশাবকের বিবাহে আনন্দ করুন!

কনে কে? কীভাবে খ্রিস্ট তাকে বিবাহের জন্য প্রস্তুত করছেন? কারা বিবাহের আনন্দে অংশ নেবে?

সারিফতের বিধবা তার বিশ্বাসের জন্য পুরস্কৃত হয়েছিলেন

বিধবার ছেলের পুনরুত্থান তার জীবনের এমন একটা ঘটনা, যেটা তার বিশ্বাসকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছিল। তার কাছ থেকে আমরা কোন শিক্ষা লাভ করতে পারি?

যিহোবা​—⁠আমাদের জোগানদাতা ও সুরক্ষাকারী

যিহোবাকে আমাদের স্বর্গীয় পিতা হিসেবে উপলব্ধি দেখান। একজন সর্বমহান জোগানদাতা এবং সুরক্ষাকারী হিসেবে ঈশ্বরের সঙ্গে কীভাবে আমরা আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে পারি, সেই সম্বন্ধে শিখুন।

যিহোবা​—⁠আমাদের সর্বোত্তম বন্ধু

যিহোবা ঈশ্বরের ঘনিষ্ঠ বন্ধু অব্রাহাম এবং গিদিয়োনের উদাহরণ বিবেচনা করুন। যিহোবার বন্ধু হয়ে ওঠার জন্য আমাদের অবশ্যই কোন চাহিদাগুলো পূরণ করতে হবে?

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

কীসের ওপর ভিত্তি করে প্রথম শতাব্দীর খ্রিস্টানরা মশীহের “অপেক্ষায়” ছিল?

‘সদাপ্রভুর সৌন্দর্য্য দেখুন’

প্রাচীন ইস্রায়েলের রাজা দায়ূদ সত্য উপাসনার জন্য ঈশ্বরের ব্যবস্থার প্রতি উপলব্ধি দেখিয়েছিলেন। বর্তমানে, কীভাবে আমরা সত্য উপাসনায় আনন্দ করতে পারি?

আমাদের আর্কাইভ থেকে

এক-শো বছরের পুরোনো বিশ্বাসের এক মহাকাব্য

এই বছর “ফটো ড্রামা অব ক্রিয়েশন”-এর প্রথম প্রদর্শনীর ১০০ বছর পূর্ণ হয়েছে আর এটা ঈশ্বরের বাক্য বাইবেলের প্রতি বিশ্বাস গড়ে তোলার জন্য তৈরি করা হয়েছিল।