প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) আগস্ট ২০১৪

এই সংখ্যায় ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের ২৯ থেকে অক্টোবর মাসের ২৬ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

আপনি কি “উপযুক্ত সময়ে খাদ্য” পাচ্ছেন?

আধ্যাত্মিকভাবে সবল থাকার জন্য একজন ব্যক্তিকে কি বিশ্বস্ত দাসের জোগানো সমস্ত বিষয়বস্তু পেতেই হবে?

যিহোবার উদ্দেশ্যের মধ্যে নারীদের ভূমিকা কী?

ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের ফলে পুরুষ ও নারীদের প্রতি কী ঘটেছে, তা জানুন। অতীতের কিছু বিশ্বস্ত নারীর অভিজ্ঞতা সম্বন্ধে বিবেচনা করুন। এ ছাড়া, বর্তমানে খ্রিস্টান নারীরা ঈশ্বরের কাজে কীভাবে অবদান রাখে, তা দেখুন।

ঈশ্বরের বাক্য ব্যবহার করুন—এই বাক্য জীবন্ত!

যিহোবার সাক্ষিরা সবাই কার্যকরী উপায়ে প্রচার করতে চায়। লোকেদের সঙ্গে কথাবার্তা শুরু করার জন্য কীভাবে ঈশ্বরের শক্তিশালী বাক্য ও সেইসঙ্গে আমাদের ট্র্যাক্টগুলো ব্যবহার করা যায়, সেই বিষয়ে কিছু ব্যাবহারিক পরামর্শ বিবেচনা করুন।

যিহোবা যেভাবে আমাদের নিকটবর্তী হন

যিহোবার সঙ্গে আমাদের এক ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে হবে। মুক্তির মূল্য এবং বাইবেল যেভাবে প্রমাণ দেয় যে, যিহোবা আমাদেরকে তাঁর নিকটবর্তী করেন, তা জানুন।

যেখানেই থাকুন, যিহোবার রব শুনুন

যিহোবার রব শোনা এবং তাঁর সঙ্গে ভাববিনিময় করা কতটা গুরুত্বপূর্ণ, তা জানুন। এই প্রবন্ধ আমাদের দেখতে সাহায্য করবে যে, আমরা যাতে যিহোবার রব শোনা থেকে বিক্ষিপ্ত না হই, সেইজন্য কীভাবে আমরা শয়তান ও আমাদের পাপপূর্ণ প্রবণতাকে প্রশ্রয় দেওয়া এড়িয়ে চলতে পারি।

‘ফিরিয়া আসিয়া আপনার ভ্রাতৃগণকে সুস্থির করুন’

আগে প্রাচীন হিসেবে সেবা করেছেন এমন একজন ভাইয়ের যদি এখন সেই বিশেষ সুযোগ না থাকে, তাহলে তিনি কি আবারও সেই ‘অধ্যক্ষপদের আকাঙ্ক্ষী হইতে’ পারেন?

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

যিশু যখন বলেছিলেন, পুনরুত্থিত ব্যক্তিরা “বিবাহ করে না এবং বিবাহিতাও হয় না,” তখন তিনি কি পার্থিব পুনরুত্থানের বিষয়ে কথা বলছিলেন?

আমাদের আর্কাইভ থেকে

“ইউরেকা ড্রামা” অনেক ব্যক্তিকে বাইবেলের সত্য খুঁজে পেতে সাহায্য করেছে

“ফটো-ড্রামা অভ্‌ ক্রিয়েশন”-এর এই সংক্ষেপিত সংস্করণ প্রত্যন্ত এলাকায়, এমনকী বিদ্যুৎ ছাড়াই দেখানো যেত।