পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
গীতসংহিতা ৩৭:২৫ পদে দায়ূদের মন্তব্য এবং মথি ৬:৩৩ পদে যিশুর উক্তির অর্থ কি এই যে, যিহোবা কখনোই একজন খ্রিস্টানকে খাদ্যের অভাব ভোগ করতে দেবেন না?
দায়ূদ লিখেছিলেন, তিনি ‘ধার্ম্মিককে পরিত্যক্ত দেখেন নাই, তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখেন নাই।’ এভাবে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি একটা সাধারণ উক্তি করেছিলেন। তিনি ঈশ্বরের ক্রমাগত যত্ন সম্বন্ধে ভালোভাবে জানতেন। (গীত. ৩৭:২৫) কিন্তু, দায়ূদ এটা বোঝাতে চাননি যে, ঈশ্বরের কোনো উপাসক কখনো অভাব ভোগ করেনি কিংবা কখনো করবে না।
এমন সময়ও এসেছিল, যখন দায়ূদ নিজে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন। শৌলের কাছ থেকে পালিয়ে বেড়ানোর সময়, তিনি এইরকম একটা পরিস্থিতিতেই পড়েছিলেন। দায়ূদের খাদ্যের অভাব হয়েছিল আর তিনি নিজের এবং তার সঙ্গীদের জন্য রুটি চেয়েছিলেন। (১ শমূ. ২১:১-৬) তাই, এই পরিস্থিতিতে দায়ূদ ‘খাদ্য ভিক্ষা করিয়াছিলেন।’ তা সত্ত্বেও, সেই কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি এটা জানতেন, যিহোবা তাকে পরিত্যাগ করেননি। প্রকৃত বিষয়টা হল, বাইবেলের কোনো বিবরণ বলে না যে, দায়ূদ একজন ভিক্ষুক ছিলেন।
মথি ৬:৩৩ পদে আমরা যিশুর কাছ থেকে এই আশ্বাস পাই, যে-বিশ্বস্ত দাসেরা রাজ্যের বিষয়গুলোকে জীবনে প্রথমে রাখে, ঈশ্বর তাদের প্রয়োজনীয় বিষয়গুলো জোগাবেন। যিশু বলেছিলেন, “তোমরা প্রথমে তাঁহার রাজ্য ও তাঁহার ধার্ম্মিকতার বিষয়ে চেষ্টা কর, তাহা হইলে ঐ সকল দ্রব্যও [যার অন্তর্ভুক্ত খাদ্য, পানীয় এবং বস্ত্র] তোমাদিগকে দেওয়া হইবে।” কিন্তু, যিশু এমন ইঙ্গিতও দিয়েছিলেন, তাড়নার কারণে তাঁর ‘ভ্রাতৃগণ’ খাদ্যাভাব ভোগ করবে। (মথি ২৫:৩৫, ৩৭, ৪০) প্রেরিত পৌলের ক্ষেত্রে তা হয়েছিল। তিনি কখনো কখনো ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পেয়েছিলেন।—২ করি. ১১:২৭.
যিহোবা আমাদের জানান, আমরা বিভিন্ন উপায়ে তাড়নার শিকার হব। আমরা যখন দিয়াবলের উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে উত্তর দিতে সহায়তা করি, তখন তিনি হয়তো আমাদের কষ্টভোগ করার বিষয়টা অনুমোদন করতে পারেন। (ইয়োব ২:৩-৫) উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের কিছু সহখ্রিস্টান, যেমন, যারা নাতসি কনসেনট্রেশন ক্যাম্পে বন্দি ছিল, তাদের জীবন তাড়নার কারণে ঝুঁকির মুখে ছিল। সাক্ষিদের নীতিনিষ্ঠা ভেঙে ফেলার প্রচেষ্টায় যে-জঘন্য কাজগুলো করা হয়েছিল, সেগুলোর মধ্যে একটা ছিল, তাদেরকে পর্যাপ্ত খাদ্য থেকে বঞ্চিত করা। বিশ্বস্ত সাক্ষিরা যিহোবার প্রতি বাধ্য ছিল; তিনি তাদের পরিত্যাগ করেননি। তিনি তাদেরকে এই তাড়নার মধ্য দিয়ে যেতে দিয়েছিলেন, ঠিক যেমনটা তিনি সমস্ত খ্রিস্টানকে বিভিন্ন ধরনের পরীক্ষার মুখোমুখি হতে দেন। তবে কোনো সন্দেহ নেই যে, যিহোবা সেইসমস্ত ব্যক্তিকে সমর্থন করেন, যারা তাঁর নামের জন্য কষ্টভোগ করে। (১ করি. ১০:১৩) আমরা ফিলিপীয় ১:২৯ পদের এই কথা মনে রাখতে পারি: “তোমাদিগকে খ্রীষ্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল তাঁহাতে বিশ্বাস কর, তাহা নয়, কিন্তু তাঁহার নিমিত্ত দুঃখভোগও কর।”
যিহোবা তাঁর দাসদের সঙ্গে থাকবেন বলে প্রতিজ্ঞা করেছেন। উদাহরণ স্বরূপ, যিশাইয় ৫৪:১৭ পদ বলে: “যে কোন অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না।” এই প্রতিজ্ঞা এবং এইরকম অন্যান্য প্রতিজ্ঞা নিশ্চয়তা প্রদান করে যে, ঈশ্বরের লোকেরা একটা দল হিসেবে সুরক্ষিত থাকবে। তবে, ব্যক্তি বিশেষ হিসেবে একজন খ্রিস্টানকে হয়তো বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে হবে আর এমনকী মৃত্যুও ভোগ করতে হবে।