প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) মার্চ ২০১৫

এই সংখ্যায় ২০১৫ সালের মে মাসের ৪ থেকে ৩১ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

জীবনকাহিনি

আমরা আরও পরিতৃপ্তিদায়ক এক কেরিয়ারের সন্ধান পেয়েছি

একসময় ডেভিড এবং গুয়েন কার্টরাইট একসঙ্গে ব্যালে নৃত্য প্রদর্শন করতেন কিন্তু এখন তারা একসঙ্গে আরও ভালো উপায়ে তাদের পা ব্যবহার করছেন।

“ইহা তোমার দৃষ্টিতে প্রীতিজনক হইল”

কেন সাম্প্রতিক বছরগুলোতে আমাদের প্রকাশনাদিতে প্রায়ই বাইবেলের বিবরণগুলো আরও স্পষ্ট ও সহজসরল উপায়ে ব্যাখ্যা করা হয়েছে?

আপনি কি ‘জাগিয়া থাকিবেন’?

যিশু দশ কুমারীর যে-দৃষ্টান্ত বলেছিলেন, সেটার আরও স্পষ্ট ব্যাখ্যা পড়ুন, যা দৃষ্টান্তের সহজসরল ও গুরুত্বপূর্ণ বার্তার উপর জোর দেয়।

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

অতীতে আমাদের প্রকাশনায় প্রায়ই কোনো বিষয়ের পূর্বাভাস ও এর পরিপূর্ণতা সম্বন্ধে উল্লেখ করা হতো, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তা খুব-একটা দেখা যায় না। এর কারণ কী?

তালন্তের দৃষ্টান্ত থেকে শিখুন

এই প্রবন্ধে তালন্তের দৃষ্টান্ত সম্বন্ধে আমাদের বোধগম্যতায় রদবদল করা হয়েছে।

খ্রিস্টের ভাইদের অনুগতভাবে সমর্থন করা

খ্রিস্ট যাদের মেষ হিসেবে বিচার করেন, তারা কীভাবে তাঁর ভাইদের অনুগতভাবে সমর্থন করে?

“কেবল প্রভুতেই” বিয়ে করুন—এই পরামর্শ কি এখনও ব্যাবহারিক?

যারা ঈশ্বরের পরামর্শ অনুসরণ করার জন্য সংকল্পবদ্ধ, তারা ঈশ্বরের হৃদয়কে আনন্দিত করে এবং নিজেরা অনেক আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করে।