প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) এপ্রিল ২০১৫

এই সংখ্যায় ২০১৫ সালের জুন মাসের ১ তারিখ থেকে জুন মাসের ২৮ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

প্রাচীনরা, অন্যদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আপনারা কী মনে করেন?

অন্যদের প্রশিক্ষণ দেওয়ায় সফল হয়েছেন এমন প্রাচীনদের কাছ থেকে সাতটা পরামর্শ গ্রহণ করুন।

প্রাচীনরা যেভাবে অন্যদের যোগ্য হয়ে ওঠার জন্য প্রশিক্ষণ দেন

প্রাচীনরা যিশুর প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি থেকে উপকৃত হতে পারেন আর শিক্ষার্থীরা ইলীশায়ের উদাহরণ অনুকরণ করতে পারেন।

জীবনকাহিনি

আমি “সময়ে অসময়ে” আশীর্বাদ পেয়েছি

ট্রফিম এনসম্বার জীবনকাহিনি, যিনি তার বিশ্বাসের কারণে মালাউইতে প্রচণ্ড তাড়না ভোগ করেছিলেন। এই কাহিনি আপনাকে বিশ্বস্ততা বজায় রাখতে আরও দৃঢ়সংকল্পবদ্ধ হওয়ার জন্য সাহায্য করতে পারে

যিহোবার সঙ্গে আপনার সম্পর্ক কতটা বাস্তব?

ভাববিনিময় যেকোনো সম্পর্ককে দৃঢ় করে। আপনি ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে এই পরামর্শ কীভাবে কাজে লাগাতে পারেন?

সবসময় যিহোবার উপর নির্ভর করুন!

ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটা বড়ো প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে আপনি সফলভাবে মোকাবিলা করতে পারেন।

কেন সমাজচ্যুত করার ব্যবস্থাকে এক প্রেমপূর্ণ ব্যবস্থা বলা যায়?

অনেক কষ্টদায়ক কোনো বিষয় কীভাবে সকলের জন্য মঙ্গল নিয়ে আসতে পারে?

কোনো ছিন্ন বৃক্ষ কি আবার পল্লবিত হতে পারে?

এর উত্তর আপনার ভবিষ্যৎ আশাকে প্রভাবিত করে।