প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) সেপ্টেম্বর ২০১৫
এই সংখ্যায় ২০১৫ সালের অক্টোবর মাসের ২৬ তারিখ থেকে নভেম্বর মাসের ২৯ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।
আপনি কি খ্রিস্টের মতো হওয়ার চেষ্টা করছেন?
আমরা যত বছর ধরেই যিহোবার সেবা করি না কেন, আমরা আধ্যাত্মিক উন্নতি করে চলতে পারি।
আপনার বিবেক কি এক নির্ভরযোগ্য নির্দেশক?
চিকিৎসা, আমোদপ্রমোদ এবং প্রচার কাজের ক্ষেত্রে এই প্রবন্ধ কীভাবে আপনাকে বিজ্ঞ সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তা দেখুন।
“বিশ্বাসে দাঁড়াইয়া থাক”
পিতর যে জলের উপর দিয়ে হাঁটার চেষ্টা করেছিলেন, সেই অভিজ্ঞতা থেকে বিশ্বাস সম্বন্ধে আমরা কোন শিক্ষাগুলো লাভ করতে পারি?
যিহোবা কোন কোন উপায়ে আমাদের প্রতি ভালোবাসা দেখান?
যিহোবা যে আপনাকে ভালোবাসেন অথবা গ্রহণ করেন, এই বিষয়টা বোঝা কি আপনার জন্য অনেক কঠিন?
আমরা কীভাবে দেখাতে পারি, আমরা যিহোবাকে ভালোবাসি?
আবেগের চেয়ে আরও বেশি কিছু জড়িত।
জীবনকাহিনি
যিহোবার আশীর্বাদ আমার জীবনকে সমৃদ্ধ করেছে
মেলিটা জারাসের জীবনকাহিনি পড়ুন, যিনি তার স্বামী টেড জারাসের সঙ্গে ৫০ বছরেরও বেশি সময় ধরে পূর্ণসময়ের সেবা করেছেন আর এই ভাই পরিচালকগোষ্ঠীর একজন সদস্য ছিলেন।