সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিহোবাকে সেবা করার জন্য আপনাদের সন্তানকে প্রশিক্ষণ দিন—প্রথম ভাগ

যিহোবাকে সেবা করার জন্য আপনাদের সন্তানকে প্রশিক্ষণ দিন—প্রথম ভাগ

ঈশ্বরের লোককে আসিতে দিউন, এবং যে বালকটী জন্মিবে, তাহার প্রতি আমাদের কি কর্ত্তব্য, তাহা আমাদিগকে বুঝাইয়া দিউন।’—বিচার. ১৩:৮.

গান সংখ্যা: ৪, 

১. মানোহ যখন জানতে পারেন তিনি বাবা হতে চলেছেন, তখন তিনি কী করেছিলেন?

মানোহ ও তার স্ত্রী এটা জানতেন, তাদের কখনো সন্তান হবে না। কিন্তু একদিন, যিহোবার দূত মানোহের স্ত্রীকে বলেন, তার এক পুত্রসন্তান হবে। কী এক অপ্রত্যাশিত খবর! স্ত্রীর কাছ থেকে এই খবর শুনে মানোহ নিঃসন্দেহে খুব খুশি হয়েছিলেন। তবে, একজন বাবা হিসেবে তার কাছ থেকে যিহোবা কী চান, সেই বিষয়টা নিয়েও তিনি গভীরভাবে চিন্তা করেছিলেন। ইস্রায়েলে এত এত লোক যেখানে মন্দ কাজ করছে, সেখানে তিনি ও তার স্ত্রী কীভাবে তাদের সন্তানকে যিহোবাকে ভালোবাসার এবং তাঁর সেবা করার জন্য প্রশিক্ষণ দেবেন? মানোহ যিহোবার কাছে অনুরোধ করেছিলেন, যেন তিনি সেই স্বর্গদূতকে আবার তাদের কাছে পাঠান। তিনি বলেছিলেন: “ঈশ্বরের যে লোককে আপনি আমাদের কাছে পাঠাইয়াছিলেন, তাঁহাকে পুনর্ব্বার আমাদের কাছে আসিতে দিউন, এবং যে বালকটী জন্মিবে, তাহার প্রতি আমাদের কি কর্ত্তব্য, তাহা আমাদিগকে বুঝাইয়া দিউন।”—বিচার. ১৩:১-৮.

২. সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য আপনার কী প্রয়োজন আর আপনি কীভাবে তা করতে পারেন? (এ ছাড়া, “ আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইবেল ছাত্র” শিরোনামের বাক্স দেখুন।)

আপনি যদি একজন বাবা অথবা মা হয়ে থাকেন, তা হলে আপনি সম্ভবত মানোহের অনুভূতি বুঝতে পারেন। যিহোবাকে জানার ও তাঁকে ভালোবাসার জন্য সন্তানকে সাহায্য করার ক্ষেত্রে আপনারও দায়িত্ব রয়েছে। * (হিতো. ১:৮) পারিবারিক উপাসনার সময়, আপনি নিয়মিতভাবে সন্তানকে যিহোবা ও বাইবেল সম্বন্ধে জানার জন্য সাহায্য করতে পারেন। অবশ্য, তা করার জন্য আপনাকে শুধু প্রতি সপ্তাহে সন্তানের সঙ্গে বাইবেল অধ্যয়ন করলেই হবে না। (পড়ুন, দ্বিতীয় বিবরণ ৬:৬-৯.) যিহোবাকে ভালোবাসার এবং তাঁর সেবা করার জন্য প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আর কোন বিষয়টা আপনাকে সাহায্য করতে পারে? এই প্রবন্ধে আমরা যিশুর উদাহরণ আলোচনা করব। যিশু যদিও একজন বাবা ছিলেন না, তবে তিনি যেভাবে তাঁর শিষ্যদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়েছেন, তা থেকে আপনি বিভিন্ন বিষয় শিখতে পারেন। যিশু তাদের ভালোবেসেছিলেন এবং তিনি নম্র ছিলেন। এ ছাড়া, তাঁর অন্তর্দৃষ্টি ছিল অর্থাৎ শিষ্যরা আসলে কেমন অনুভব করেন, তা তিনি বুঝতে পারতেন আর তাদের কীভাবে সাহায্য করা যায়, তা জানতেন। আসুন আমরা এখন পরীক্ষা করে দেখি কীভাবে আমরা যিশুকে অনুকরণ করতে পারি।

আপনাদের সন্তানকে ভালোবাসুন

৩. কীভাবে যিশুর শিষ্যরা বুঝতে পেরেছিলেন, তিনি তাদের ভালোবাসেন?

যিশু অনেক বার তাঁর শিষ্যদের বলেছিলেন, তিনি তাদের ভালোবাসেন। (পড়ুন, যোহন ১৫:৯.) এ ছাড়া, তিনি তাদের সঙ্গে অনেক সময় কাটাতেন। (মার্ক ৬:৩১, ৩২; যোহন ২:২; ২১:১২, ১৩) যিশু কেবল তাদের শিক্ষক ছিলেন না; তিনি তাদের বন্ধু ছিলেন। তাই, তিনি যে তাদের ভালোবাসতেন, সেই ব্যাপারে তাদের কোনো সন্দেহই ছিল না। যিশুর কাছ থেকে আপনারা কী শিখতে পারেন?

৪. কীভাবে আপনারা সন্তানদের দেখাতে পারেন, আপনারা তাদের ভালোবাসেন? (শুরুতে দেওয়া ছবিটা দেখুন।)

সন্তানদের বলুন, আপনারা তাদের ভালোবাসেন আর তারা আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটা তাদের বুঝতে দিন। (হিতো. ৪:৩; তীত ২:৪) অস্ট্রেলিয়ায় বসবাসকারী স্যামুয়েল বলেন: “আমি যখন অনেক ছোটো ছিলাম, তখন আমার বাবা প্রতিদিন সন্ধ্যায় আমার বাইবেলের গল্পের বই থেকে আমাকে গল্প পড়ে শোনাতেন। তিনি আমার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন, আমাকে জড়িয়ে ধরতেন আর রাতে ঘুমাতে যাওয়ার আগে আমাকে চুমু দিতেন। পরে আমি এটা জানতে পেরে অনেক অবাক হয়েছিলাম, আমার বাবা এমন এক পরিবারে মানুষ হয়েছেন, যেখানে সন্তানদের জড়িয়ে ধরা ও তাদের চুমু দেওয়া খুব একটা সাধারণ ছিল না! তা সত্ত্বেও, তিনি আমার প্রতি তার ভালোবাসা প্রকাশ করার জন্য সত্যিকারের প্রচেষ্টা করেছেন। ফল স্বরূপ, তার সঙ্গে আমার বন্ধন অনেক দৃঢ় হয়েছিল আর আমি স্বচ্ছন্দ ও নিরাপদ বোধ করতাম।” আপনাদের সন্তানদেরও একইরকম বোধ করতে সাহায্য করুন আর এর জন্য মাঝে মাঝে তাদের এই কথা বলুন, “আমি তোমাকে ভালোবাসি।” তাদের জড়িয়ে ধরুন ও চুমু দিন। তাদের সঙ্গে সময় নিয়ে কথা বলুন, তাদের সঙ্গে খাওয়া-দাওয়া ও খেলাধুলা করুন।

৫, ৬. (ক) যিশু যেহেতু তাঁর শিষ্যদের ভালোবাসতেন, তাই তিনি কী করেছিলেন? (খ) আপনাদের সন্তানদের কীভাবে শাসন করা উচিত?

যিশু বলেছিলেন: “আমি যত লোককে ভালবাসি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি।” * (প্রকা. ৩:১৯) উদাহরণ হিসেবে বলা যায়, তাঁর শিষ্যরা অনেক বার তাদের মধ্যে কে শ্রেষ্ঠ, এই বিষয়টা নিয়ে তর্ক করেছিলেন। যিশু এই সমস্যাটা উপেক্ষা করেননি। এর পরিবর্তে, তিনি ধৈর্য ধরে তাদের বার বার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, তিনি সবসময় সদয় আচরণ করেছিলেন এবং তাদের সংশোধন করার জন্য উপযুক্ত সময় ও স্থানের জন্য অপেক্ষা করেছিলেন।—মার্ক ৯:৩৩-৩৭.

আপনারা যেহেতু সন্তানদের ভালোবাসেন, তাই আপনারা এটা জানেন, তাদেরকে শাসনও করতে হবে। কোনো একটা বিষয় কেন সঠিক অথবা ভুল, মাঝে মাঝে কেবল তা ব্যাখ্যা করাই যথেষ্ট। কিন্তু তারপরও তারা যদি বাধ্য হতে না চায়, তা হলে? (হিতো. ২২:১৫) যিশুর কাছ থেকে শিখুন। তাদের নির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়ার আর সেইসঙ্গে সংশোধন করার মাধ্যমে ধৈর্য সহকারে শাসন করে চলুন। শাসন করার জন্য উপযুক্ত সময় ও স্থান বাছাই করুন এবং সদয়ভাবে শাসন করুন। দক্ষিণ আফ্রিকার ইলেন নামে একজন বোন, তার বাবা-মা যেভাবে তাকে শাসন করতেন, তা স্মরণ করেন। তার কাছ থেকে তারা কী চান, সেটা সবসময় তারা ব্যাখ্যা করেছেন। তারা যদি তাকে এটা বলতেন, তাদের অবাধ্য হলে শাস্তি দেবেন, তা হলে তারা ঠিক সেটাই করতেন। কিন্তু তিনি এটাও বলেন: “তারা কখনো রাগান্বিত অবস্থায় অথবা কেন আমাকে শাসন করা হচ্ছে, সেটা ব্যাখ্যা না করে শাসন করেননি।” তাই, তিনি সবসময় বুঝতে পারতেন, তার বাবা-মা তাকে ভালোবাসেন।

নম্র হোন

৭, ৮. (ক) যিশুর শিষ্যরা তাঁর প্রার্থনা থেকে কী শিখেছিলেন? (খ) আপনাদের প্রার্থনা কীভাবে সন্তানদেরকে ঈশ্বরের উপর নির্ভর করার জন্য শিক্ষা দিতে পারে?

যিশুকে গ্রেপ্তার ও হত্যা করার সময় যখন ঘনিয়ে এসেছিল, তখন তিনি তাঁর পিতার কাছে এই প্রার্থনা করেছিলেন: “আব্বা, পিতঃ, সকলই তোমার সাধ্য; আমার নিকট হইতে এই পানপাত্র দূর কর; তথাপি আমার ইচ্ছামত না হউক, তোমার ইচ্ছামত হউক।” * (মার্ক ১৪:৩৬) যিশুর শিষ্যরা যখন তাঁকে এই প্রার্থনা করতে শুনেছিলেন অথবা তাঁর প্রার্থনার বিষয়ে পরে জানতে পেরেছিলেন, তখন তারা কেমন অনুভব করেছিলেন, তা একটু কল্পনা করে দেখুন। তারা এটা বুঝতে পেরেছিলেন, যদিও যিশু সিদ্ধ ব্যক্তি ছিলেন, কিন্তু তারপরও তিনি পিতার কাছে সাহায্য চেয়েছিলেন। তাই, তারা এটা শিখতে পেরেছিলেন, তাদেরও নম্র হতে হবে এবং যিহোবার উপর নির্ভর করতে হবে।

আপনাদের প্রার্থনা থেকে সন্তানরা অনেক কিছু শিখতে পারে। নিশ্চিতভাবেই, আপনারা সন্তানদের শুধু শিক্ষা দেওয়ার জন্য প্রার্থনা করেন না। বরং তারা যখন আপনাদের প্রার্থনা করতে শোনে, তখন তারা যিহোবার উপর নির্ভর করতে শেখে। যিহোবার কাছে প্রার্থনা করার সময় কেবল সন্তানদের জন্য সাহায্য চাইবেন না, কিন্তু সেইসঙ্গে নিজেদের জন্যও সাহায্য চান। ব্রাজিলে বসবাসকারী অ্যনা বলেন: “কোনো সমস্যা দেখা দিলে, যেমন আমার দাদু-দিদিমা অসুস্থ হয়ে পড়লে, আমার বাবা-মা যিহোবার কাছে প্রার্থনা করতেন, যেন তিনি বাবা-মাকে সেই পরিস্থিতির সঙ্গে সফলভাবে মোকাবিলা করার জন্য শক্তি দেন আর সেইসঙ্গে উত্তম সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রজ্ঞা দেন। এমনকী প্রচণ্ড চাপের মধ্যে থাকলেও, তারা তাদের সমস্যার ভার যিহোবার উপর ছেড়ে দিতেন। তাই, আমি যিহোবার উপর নির্ভর করতে শিখেছি।” আপনাদের সন্তানরা যখন শুনতে পায়, আপনারা কোনো প্রতিবেশীর কাছে সাক্ষ্য দেওয়ার জন্য অথবা সম্মেলনের জন্য ছুটি চাওয়ার ব্যাপারে আপনাদের কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য যিহোবার কাছে সাহস চেয়ে প্রার্থনা করছেন, তখন তারা বুঝতে পারে, আপনারা সাহায্যের জন্য যিহোবার উপর নির্ভর করেন আর তখন তারাও একই বিষয় করতে শেখে।

৯. (ক) কীভাবে যিশু তাঁর শিষ্যদের নম্র ও নিঃস্বার্থ হতে শিক্ষা দিয়েছিলেন? (খ) আপনারা যদি নম্র ও নিঃস্বার্থ হন, তা হলে আপনাদের সন্তানরা কী শিখবে?

যিশু তাঁর শিষ্যদের নম্র ও নিঃস্বার্থ হতে বলেছিলেন আর তিনি তাদের জন্য উদাহরণস্থাপন করেছিলেন। (পড়ুন, লূক ২২:২৭.) তাঁর প্রেরিতরা তাঁকে যিহোবার সেবা ও অন্যদের সাহায্য করার জন্য ত্যাগস্বীকার করতে দেখেছিলেন আর তাই তারাও একই বিষয় করতে শিখেছিলেন। আপনারাও নিজেদের উদাহরণের মাধ্যমে সন্তানদের শিক্ষা দিতে পারেন। দুই সন্তানের মা ডেবি বলেন, “একজন প্রাচীন হওয়ায় আমার স্বামীকে অন্যদের সময় দিতে হয় বলে আমি কখনো ঈর্ষান্বিত হই না। কারণ আমি জানি, আমাদের পরিবারে যখনই আমার স্বামীর মনোযোগ প্রয়োজন হয়, তখনই সে মনোযোগ দেয়।” (১ তীম. ৩:৪, ৫) ডেবি ও তার স্বামী প্রানাসের উদাহরণ তাদের পরিবারের উপর কেমন প্রভাব ফেলেছিল? প্রানাস বলেন, তার সন্তানরা সম্মেলনের সময় সবসময় সাহায্য করতে চাইত। তারা আনন্দিত থাকত, অন্যদের সঙ্গে বন্ধুত্ব করত আর তাদের ভাই-বোনদের সঙ্গে থাকতে চাইত। এখন এই পরিবারের সকলে যিহোবার সেবায় পূর্ণসময়ের পরিচর্যা করছে। আপনারা যদি নম্র ও নিঃস্বার্থ হন, তা হলে আপনারা সন্তানদের শিক্ষা দিচ্ছেন, যেন তারা অন্যদের সাহায্য করতে ইচ্ছুক হয়।

অন্তর্দৃষ্টি লাভ করুন

১০. গালীলের কিছু লোক যখন যিশুর খোঁজে এসেছিল, তখন যিশু কীভাবে অন্তর্দৃষ্টি ব্যবহার করেছিলেন?

১০ যিশুর নিখুঁত অন্তর্দৃষ্টি ছিল। লোকেরা যা করেছিল তিনি কেবল সেটার উপরই মনোযোগ দেননি, কিন্তু সেইসঙ্গে কেন তা করেছিল, সেটার উপরও মনোযোগ দিয়েছিলেন। তিনি তাদের মন পড়তে পারতেন। উদাহরণ হিসেবে বলা যায়, একবার গালীলের কিছু লোক তাঁর খোঁজে এসেছিল। (যোহন ৬:২২-২৪) সেখানে আসার পিছনে তাদের আসল কারণ তিনি বুঝতে পেরেছিলেন। তারা তাঁর শিক্ষা শোনার জন্য নয় বরং খাবারের জন্য তাঁর কাছে এসেছিল। (যোহন ২:২৫) তারা আসলে কী চিন্তা করছিল, তা যিশু জানতেন। তখন তিনি ধৈর্য ধরে তাদের সংশোধন করেছিলেন এবং তাদের কোন কোন পরিবর্তন করা প্রয়োজন, তা ব্যাখ্যা করেছিলেন।—পড়ুন, যোহন ৬:২৫-২৭.

সন্তানদের প্রচার কাজ উপভোগ করতে সাহায্য করুন (১১ অনুচ্ছেদ দেখুন)

১১. (ক) প্রচার কাজ সম্বন্ধে সন্তানরা কী চিন্তা করে, তা আপনারা কীভাবে বোঝার চেষ্টা করতে পারেন? (খ) আপনাদের সন্তানরা যাতে প্রচার কাজ উপভোগ করে, সেইজন্য আপনারা কীভাবে সাহায্য করতে পারেন?

১১ আপনারা যদিও সন্তানদের মন পড়তে পারেন না, তবে আপনারা অন্তর্দৃষ্টি লাভ করতে পারেন। উদাহরণ স্বরূপ, আপনাদের সন্তানরা প্রচার কাজ সম্বন্ধে কী চিন্তা করে, তা আপনারা বোঝার চেষ্টা করতে পারেন। আপনারা হয়তো নিজেকে জিজ্ঞেস করতে পারেন, ‘প্রচার করার সময় তারা কি কেবল এইরকম সুযোগ খুঁজতে থাকে, কখন আমরা একটু থেমে বিশ্রাম নেব অথবা কিছু খাব?’ আপনারা যদি বুঝতে পারেন, আপনাদের সন্তানরা প্রচার কাজ উপভোগ করছে না, তা হলে এই কাজের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করার জন্য আরও কিছু করার চেষ্টা করুন। তাদের ছোটো ছোটো কাজ দিন, যাতে তারা বুঝতে পারে তাদেরও কিছু ভূমিকা রয়েছে।

১২. (ক) যিশু তাঁর শিষ্যদের কোন বিষয়ে সাবধান করেছিলেন? (খ) কেন যিশুর শিষ্যদের সত্যিই তাঁর কাছ থেকে সেই সাবধানবাণী প্রয়োজন ছিল?

১২ যিশু আর কীভাবে তাঁর অন্তর্দৃষ্টি ব্যবহার করেছিলেন? তিনি জানতেন, একটা ভুল আরেকটা ভুলের দিকে আর এমনকী গুরুতর পাপের দিকে নিয়ে যেতে পারে। তাই তিনি এই বিষয়ে তাঁর শিষ্যদের সাবধান করেছিলেন। উদাহরণ হিসেবে বলা যায়, যৌন অনৈতিকতা যে ভুল, সেটা শিষ্যরা জানতেন। কিন্তু, কোন বিষয়টা যৌন অনৈতিকতার দিকে নিয়ে যেতে পারে, সেই বিষয়ে যিশু তাদের সাবধান করেছিলেন। তিনি বলেছিলেন: “যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়াইয়া দূরে ফেলিয়া দেও।” (মথি ৫:২৭-২৯) যিশুর শিষ্যরা আসলে অনৈতিক রোমীয় লোকেদের মধ্যে বসবাস করছিল, যে-লোকেরা যৌন উদ্দীপনামূলক দৃশ্য ও নোংরা ভাষায় পরিপূর্ণ নাটক দেখতে পছন্দ করত। তাই, যিশু প্রেমের সঙ্গে তাঁর শিষ্যদের সাবধান করেছিলেন যেন তারা এমন যেকোনো কিছু এড়িয়ে চলে, যেটার কারণে সঠিক বিষয় করা তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

১৩, ১৪. সন্তানরা যাতে অনৈতিক বিনোদন এড়িয়ে চলতে পারে, সেইজন্য আপনারা কীভাবে তাদের সাহায্য করতে পারেন?

১৩ একজন বাবা অথবা মা হিসেবে, যিহোবাকে খুশি করে না এমন কিছু করা থেকে আপনার সন্তানকে সুরক্ষা করার জন্য আপনি অন্তর্দৃষ্টি ব্যবহার করতে পারেন। দুঃখের বিষয় হল, বর্তমানে এমনকী ছোটো সন্তানরাও পর্নোগ্রাফি ও অন্যান্য অনৈতিক বিষয় দেখে ফেলতে পারে। অনৈতিক বিষয়গুলো দেখা যে অন্যায়, সেই বিষয়টা সন্তানদের অবশ্যই আপনাদের বলতে হবে। কিন্তু, তাদের সুরক্ষা করার জন্য আপনাদের এর চেয়ে বেশি কিছু করতে হবে। নিজেকে জিজ্ঞেস করুন: ‘আমার সন্তানরা কি জানে, কেন পর্নোগ্রাফি দেখা বিপদজনক? কোন বিষয়টা তাদেরকে এই ধরনের ছবি দেখার জন্য প্ররোচিত করতে পারে? আমি কি এমন আচরণ করি, যাতে তারা যেকোনো বিষয়ে আমার সঙ্গে স্বচ্ছন্দে কথা বলতে পারে আর এমনকী পর্নোগ্রাফি দেখার জন্য প্রলোভিত হলেও আমার কাছে সাহায্য চাইতে পারে?’ এমনকী সন্তানরা যখন অনেক ছোটো থাকে, তখনই আপনি তাদের বলতে পারেন: “তোমরা যদি কখনো ইন্টারনেটে এমন কিছু দেখে ফেলো, যা তোমাদেরকে যৌনতার বিষয়ে কৌতূহলী করে তোলে আর তোমাদের মধ্যে তা দেখার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে, তা হলে দয়া করে আমার কাছে এসে আমাকে তা জানাবে। আমার কাছে সাহায্য চাওয়ার বিষয়ে ভয় কিংবা লজ্জা পাবে না। আমি তোমাদের সাহায্য করতে চাই।”

১৪ এ ছাড়া, আপনারা যখন নিজেদের জন্য বিনোদন বাছাই করেন, তখন সতর্কতার সঙ্গে চিন্তা করুন, কীভাবে আপনারা সন্তানদের জন্য উত্তম উদাহরণ হতে পারেন। আগে উল্লেখিত প্রানাস বলেন: “বিভিন্ন বিষয় নিয়ে আপনি অনেক কথা বলতে পারেন, তবে আপনার সন্তানরা আপনি কী করেন, তা দেখবে এবং আপনাকে অনুকরণ করবে।” আপনারা যদি সবসময় সতর্কতার সঙ্গে এমন সংগীত, বইপত্র ও সিনেমা বাছাই করেন, যেগুলোতে নির্মল আনন্দ রয়েছে, তা হলে আপনারা আসলে সন্তানদের একই বিষয় করার জন্য সাহায্য করেন।—রোমীয় ২:২১-২৪.

যিহোবা আপনাদের সাহায্য করবেন

১৫, ১৬. (ক) সন্তানদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে যিহোবা আপনাদের সাহায্য করবেন, সেই ব্যাপারে কেন আপনারা নিশ্চিত থাকতে পারেন? (খ) পরের প্রবন্ধে আমরা কী আলোচনা করব?

১৫ মানোহ যখন একজন উত্তম বাবা হওয়ার জন্য যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করেছিলেন, তখন কী হয়েছিল? “ঈশ্বর মানোহের রবে কর্ণপাত করিলেন।” (বিচার. ১৩:৯) বাবা-মায়েরা, যিহোবা আপনাদের প্রার্থনাও শুনবেন। আপনাদের সন্তানদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে তিনি আপনাদের সাহায্য করবেন। আর আপনারা যাতে সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন এবং নিজেরা নম্র হতে ও অন্তর্দৃষ্টি লাভ করতে পারেন, সেই বিষয়েও তিনি আপনাদের সাহায্য করবেন।

১৬ যিহোবা যেমন ছোটো সন্তানদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আপনাদের সাহায্য করবেন, তেমনই সন্তানরা কিশোরবয়সি হলেও তাদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে তিনি আপনাদের সাহায্য করতে পারেন। পরের প্রবন্ধে আমরা আলোচনা করব, যিহোবার সেবা করতে কিশোরবয়সি সন্তানদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যিশুর প্রেম, নম্রতা ও অন্তর্দৃষ্টির উদাহরণ কীভাবে আপনাদের সাহায্য করতে পারে।

^ অনু. 2 শিশু থেকে শুরু করে ১২ বছর বয়সি সন্তানদের যিহোবাকে সেবা করার জন্য বাবা-মায়েরা কীভাবে শিক্ষা দিতে পারে, সেই বিষয়ে এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে।

^ অনু. 5 বাইবেল শিক্ষা দেয়, শাসন বলতে নির্দেশনা, প্রশিক্ষণ, সংশোধন আর কখনো কখনো শাস্তিকে বোঝায়। বাবা-মায়েদের সদয়ভাবে সন্তানদের শাসন করা উচিত। বাবা-মায়েদের কখনো রাগান্বিত অবস্থায় সন্তানদের শাসন করা উচিত নয়।

^ অনু. 7 যিশুর সময়ে, সন্তানরা তাদের বাবাকে আব্বা বলে ডাকত। এই ডাক একইসঙ্গে প্রেমপূর্ণ ও সম্মানজনক ছিল।—দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বাইবেল এনসাইক্লোপিডিয়া।