সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

যখন শেষ আসবে, তখন কোন বিষয়গুলো শেষ হবে?

যে-বিষয়গুলো শেষ হবে, সেগুলোর মধ্যে কয়েকটা হল, ব্যর্থ মানবসরকার, যুদ্ধ ও অবিচার, সেইসমস্ত ধর্ম যেগুলো ঈশ্বর ও মানুষের প্রতি কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে এবং ভক্তিহীন লোকেরা।—জুলাই-সেপ্টেম্বর, পৃষ্ঠা ৩-৫.

যিহিষ্কেল বইয়ে উল্লেখিত মাগোগ দেশীয় গোগ কে?

মাগোগ দেশীয় গোগ শয়তানকে নয় বরং সমস্ত জাতির জোটকে চিত্রিত করে, যারা মহাক্লেশ শুরু হওয়ার পর ঈশ্বরের লোকেদের নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করবে।—৫/১৫, পৃষ্ঠা ২৯-৩০.

কেন আমাদের যিশুর মৃত্যু স্মরণ করা উচিত?

যিশু আমাদেরকে পাপ ও মৃত্যু থেকে উদ্ধার করার জন্য তাঁর জীবন দিয়েছিলেন। ঈশ্বর তাঁর পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেন আর এভাবে ঈশ্বর তাঁর মহৎ প্রেম দেখিয়েছেন। যিশু তাঁর অনুসারীদের এক সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর মৃত্যু স্মরণ করতে বলেছিলেন। প্রত্যেক বছর তা করার মাধ্যমে আমরা ঈশ্বর এবং যিশু যে-প্রেম দেখিয়েছেন, সেটার প্রতি উপলব্ধি দেখাই।—এপ্রিল-জুন, পৃষ্ঠা ১৬.

কীভাবে যিশুর অলৌকিক কাজগুলো তাঁর উদারতা সম্বন্ধে তুলে ধরে?

যিশু কান্না নগরের একটা বিয়েবাড়িতে ৩৮০ লিটার (১০০ গ্যালন) জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন। আরেক বার, তিনি অলৌকিকভাবে ৫,০০০ লোককে খাইয়েছিলেন। (মথি ১৪:১৪-২১; যোহন ২:৬-১১) প্রতি বারই তিনি তাঁর পিতার উদারতা অনুকরণ করছিলেন।—৬/১৫, পৃষ্ঠা ৪-৫.

কেন আমরা নিশ্চিত, অসিদ্ধ হওয়া সত্ত্বেও আমরা ঈশ্বরকে খুশি করতে পারি?

ইয়োব, লোট এবং দায়ূদের মতো ব্যক্তিরা ভুল করেছিলেন। তা সত্ত্বেও, তারা ঈশ্বরের সেবা করতে চেয়েছিলেন, তাদের ভুলের জন্য দুঃখিত হয়েছিলেন এবং তাদের পথ পরিবর্তন করেছিলেন। তারা ঈশ্বরের অনুমোদন লাভ করেছিলেন আর আমরাও তা লাভ করতে পারি।—অক্টোবর-ডিসেম্বর, পৃষ্ঠা ১০-১২.

মহতী বাবিলকে যখন ধ্বংস করা হবে, তখন মিথ্যা ধর্মের সঙ্গে জড়িত সকল ব্যক্তিই কি মারা যাবে?

এমনটা মনে হয় না। সখরিয় ১৩:৪-৬ পদ বলে, এমনকী কিছু ধর্মীয় নেতা তাদের ধর্মীয় কাজ পরিত্যাগ করবে এবং দাবি করবে তারা কোনো মিথ্যা ধর্মের সঙ্গে জড়িত নয়।—৭/১৫, পৃষ্ঠা ১৫-১৬.

কাদের রুটি ও দ্রাক্ষারস গ্রহণ করা উচিত?

যিশু যখন প্রথম বার শিষ্যদের তাঁর মৃত্যু স্মরণ করতে বলেছিলেন, তখন তিনি তাদেরকে এক নিয়ম অর্থাৎ এক চুক্তির বিষয়ে বলেছিলেন। এই চুক্তি তাদের জন্য এবং সীমিতসংখ্যক আরও কিছু ব্যক্তির জন্য স্বর্গে যিশুর সঙ্গে রাজা ও যাজক হওয়ার প্রত্যাশা খুলে দিয়েছিল। যদিও লক্ষ লক্ষ ব্যক্তি যিশুর মৃত্যুদিন উদ্‌যাপন করে, তবে শুধুমাত্র তারাই রুটি ও দ্রাক্ষারস গ্রহণ করে, যারা এই চুক্তির অধীনে রয়েছে।—এপ্রিল-জুন, পৃষ্ঠা ১৬.

কিছু বিষয় কী যেগুলো নিয়ে একজন খ্রিস্টান ধ্যান করতে পারেন?

কিছু বিষয় হল, যিহোবার সৃষ্টি, তাঁর অনুপ্রাণিত বাক্যের মূল্য, আমাদের প্রার্থনা করার বিশেষ সুযোগ এবং তাঁর দ্বারা জোগানো মুক্তির মূল্যের প্রেমময় ব্যবস্থা।—৮/১৫, পৃষ্ঠা  ১০-১৩.

কুসংসর্গ এড়িয়ে চলার বিষয়টা কীভাবে একজন ব্যক্তির ডেটিং করার উপর প্রভাব ফেলে?

আমরা অবিশ্বাসীদের প্রতি নির্দয় নই। তা সত্ত্বেও, এমন ব্যক্তির সঙ্গে ডেটিং করা ঈশ্বরের নির্দেশনার বিপরীত হবে, যারা যিহোবার প্রতি উৎসর্গীকৃত নয় এবং তাঁর মানগুলোর প্রতি বিশ্বস্ত নয়। (১ করি. ১৫:৩৩)—৮/১৫, পৃষ্ঠা ২৫.

কীভাবে পিতর তার বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন কিন্তু পরে আবার তা ফিরে পেয়েছিলেন?

বিশ্বাস দেখিয়ে পিতর জলের উপর দিয়ে যিশুর দিকে হেঁটে গিয়েছিলেন। (মথি ১৪:২৪-৩২) কিন্তু, ঝড় দেখে পিতর ভয় পেয়ে গিয়েছিলেন। এরপর, তিনি আবারও যিশুর প্রতি দৃষ্টি দিয়েছিলেন এবং তাঁর সাহায্য নিয়েছিলেন।—৯/১৫, পৃষ্ঠা ১৬-১৭.

কেন মানুষকে সৃষ্টি করা হয়েছিল?

ঈশ্বর প্রথম মানবদম্পতিকে আশীর্বাদ করেছিলেন এবং তাদের এক রোমাঞ্চকর দায়িত্ব দিয়েছিলেন। ঈশ্বরের উদ্দেশ্য ছিল তারা যেন পৃথিবী পরিপূর্ণ করে, এটাকে পরমদেশে পরিণত করে এবং চিরকাল বেঁচে থাকে।—অক্টোবর-ডিসেম্বর, পৃষ্ঠা ১৬.

মার্থা যে বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষিপ্ত হয়ে পড়েছিলেন, তা থেকে আমাদের জন্য কোন শিক্ষা রয়েছে?

একবার মার্থা অনেক খাবার প্রস্তুত করতে গিয়ে বিক্ষিপ্ত হয়ে পড়েছিলেন। যিশু তাকে বলেছিলেন, তার বোন যিশুর শিক্ষা শোনার মাধ্যমে উত্তম অংশটা বেছে নিয়েছেন। আমাদের লক্ষ রাখতে হবে, আধ্যাত্মিক বিষয়গুলো যেন অপ্রয়োজনীয় বিষয়ের দ্বারা বাধাগ্রস্ত না হয়।—১০/১৫, পৃষ্ঠা ১৮-২০.