সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আমাদের পাঠক-পাঠিকাদের প্রতি

আমাদের পাঠক-পাঠিকাদের প্রতি

আমাদের পাঠক-পাঠিকাদের প্রতি

 আমরা আপনাদেরকে এটা জানাতে পেরে আনন্দিত যে, এই সংখ্যা থেকে প্রহরীদুর্গ পত্রিকার বিন্যাসে কিছু পরিবর্তন হবে। কী পরিবর্তন হবে সেটা ব্যাখ্যা করার আগে, কোন বিষয়টা আগের মতোই থাকবে, তা বলছি।

এই পত্রিকার নামটি অপরিবর্তিত রয়েছে যা হল, প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে। তাই, প্রহরীদুর্গ পত্রিকা সত্য ঈশ্বর হিসেবে যিহোবাকেই অবিরত সম্মান করবে এবং তাঁর রাজ্যের সুসমাচার জানানোর মাধ্যমে এর পাঠক-পাঠিকাদেরকে সবসময় সান্ত্বনা প্রদান করবে। এই সংখ্যার ৫ থেকে ৯ পৃষ্ঠার প্রবন্ধগুলো আলোচনা করে যে, সেই রাজ্য কী এবং এটা কখন আসবে। অধিকন্তু, প্রহরীদুর্গ পত্রিকা যিশু খ্রিস্টের ওপর পাঠক-পাঠিকাদের বিশ্বাসকে ক্রমাগত বৃদ্ধি করবে, বাইবেলের সত্যকে সমর্থন করবে এবং বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলোর আলোকে জগতের ঘটনাগুলোর অর্থ ব্যাখ্যা করবে, যেমনটা এই পত্রিকা বহু দশক ধরে করে আসছে।

তাহলে, কী পরিবর্তন হবে? আমরা কিছু রোমাঞ্চকর নতুন বৈশিষ্ট্য সম্বন্ধে ব্যাখ্যা করছি, যেগুলো প্রত্যেক মাসের ১ তারিখের সংস্করণে প্রকাশিত হবে। *

প্রত্যেক মাসে ভাবিয়ে তোলার মতো কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হবে। “আপনি কি জানতেন?” শিরোনামের বৈশিষ্ট্যটি, পটভূমি সংক্রান্ত আগ্রহজনক কিছু তথ্য প্রদান করবে, যা বাইবেল থেকে বেছে নেওয়া কিছু বিবরণের অর্থকে আরও স্পষ্ট করবে। “ঈশ্বরের নিকটবর্তী হোন” শিরোনামের প্রবন্ধটি, বাইবেলের নির্দিষ্ট কিছু অংশ থেকে যিহোবার সম্বন্ধে আমরা কী শিখতে পারি, সেই বিষয়টা তুলে ধরবে। “আমাদের পাঠক-পাঠিকাদের জিজ্ঞাস্য” শিরোনামের বৈশিষ্ট্যটি বাইবেলের সাধারণ প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করবে। উদাহরণস্বরূপ, অনেক লোকই এই বিষয়ে চিন্তা করে থাকে যে, “ঈশ্বরের রাজ্য কি আপনার হৃদয়ের মধ্যে রয়েছে?” এর উত্তর আপনি ১৩ পৃষ্ঠায় খুঁজে পাবেন।

পরিবারগুলোর উপকারের জন্য বেশ কিছু নিয়মিত বৈশিষ্ট্য প্রস্তুত করা হয়েছে। “পারিবারিক সুখের চাবিকাঠি” শিরোনামের বৈশিষ্ট্যটি, যেটি বছরে চার বার প্রকাশিত হবে, সেটি বিভিন্ন পারিবারিক সমস্যার বাস্তব চিত্র তুলে ধরবে এবং দেখাবে যে, কীভাবে বাইবেলের নীতিগুলো সেই সমস্যাগুলোর সমাধান করতে সাহায্য করতে পারে। “আপনার সন্তানদের শিক্ষা দিন” শিরোনামের প্রবন্ধটি এক মাস অন্তর অন্তর প্রকাশিত হবে, যেটি বাবামাদের তাদের সন্তানদের সঙ্গে নিয়ে পড়া উচিত। এর বিকল্প হিসেবে, “অল্পবয়সি ছেলেমেয়েদের জন্য” শিরোনামের প্রবন্ধটি থাকবে, যেটি অল্পবয়সি ছেলেমেয়েদের কাছে আগ্রহজনক এমন একটি বাইবেল অধ্যয়নের বিষয় তুলে ধরবে।

এ ছাড়া, বছরে চার বার অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হবে। “তাদের বিশ্বাস অনুকরণ করুন” শিরোনামের বৈশিষ্ট্যটি আমাদেরকে বাইবেলের একটা চরিত্রের উদাহরণ অনুসরণ করতে উৎসাহিত করবে। উদাহরণস্বরূপ, এই সংখ্যার ১৮ থেকে ২১ পৃষ্ঠায়, আপনি ভাববাদী এলিয় সম্বন্ধে এক উদ্দীপনামূলক বিবরণ পড়তে পারবেন এবং শিখবেন যে, কীভাবে আমরা তার বিশ্বাস অনুকরণ করতে পারি। “. . . থেকে একটা চিঠি” শিরোনামের বৈশিষ্ট্যটি, পৃথিবীর বিভিন্ন জায়গার মিশনারি এবং অন্যান্য ব্যক্তির কাছ থেকে উত্তম পুরুষে বর্ণিত রিপোর্ট উপস্থাপন করবে। “যিশুর কাছ থেকে আমরা যা শিখি” শিরোনামের বৈশিষ্ট্যটি, সহজসরলভাবে বাইবেলের মৌলিক শিক্ষাগুলোকে তুলে ধরবে।

আমরা নিশ্চিত যে, প্রহরীদুর্গ পত্রিকা এমন পাঠক-পাঠিকাদের কাছে ক্রমাগত আবেদন সৃষ্টি করবে, যারা বাইবেলকে সম্মান করে এবং জানতে চায় যে, এই বইটি প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়। আমরা আশা করি যে, এই পত্রিকা বাইবেলের সত্যের জন্য আপনার তৃষ্ণা মেটাতে আপনাকে সাহায্য করবে।

প্রকাশকগণ (w০৮ ১/১)

[পাদটীকা]

^ প্রহরীদুর্গ পত্রিকা এখন দুটো সংস্করণে প্রকাশিত হবে। ইংরেজি ও অন্যান্য কিছু ভাষায়, মাসের ১ তারিখের সংখ্যাটি সাধারণ লোকেদের জন্য প্রকাশিত হবে। বাংলা ভাষায় এই সংখ্যা ত্রৈমাসিক হিসেবে প্রকাশিত হবে। তাই, এখানে আলোচিত সমস্ত বৈশিষ্ট্য সেই সংখ্যায় না-ও থাকতে পারে। ১৫ তারিখের সংখ্যাটি হল অধ্যয়ন সংস্করণ, যেটি যিহোবার সাক্ষিরা তাদের মণ্ডলীর সভাগুলোতে ব্যবহার করবে, যে-সভাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত।