সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের সন্তানদের মধ্যে একজন হয়ে ওঠা

ঈশ্বরের সন্তানদের মধ্যে একজন হয়ে ওঠা

ঈশ্বরের সন্তানদের মধ্যে একজন হয়ে ওঠা

 কোরিয়ার যুদ্ধের প্রায় ৩০ বছর পর, কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম সেই লোকেদের পরিবারের সদস্যদের খুঁজে পেতে সাহায্য করার জন্য একটা কার্যক্রম চালু করেছিল, যারা যুদ্ধের সময় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ফল কী হয়েছিল? ১১,০০০রেরও বেশি লোক তাদের প্রিয়জনদের সঙ্গে—চোখের জল, কান্না, আলিঙ্গনসহ—পুনর্মিলিত হয়েছিল। কোরিয়া টাইমস রিপোর্ট করেছিল: “কোরিয়ার ইতিহাসে সেখানকার লোকেরা এর আগে আর কখনো এতটা স্বস্তঃস্ফূর্তভাবে, অঝোরে আনন্দাশ্রু ফেলেনি।”

ব্রাজিলে, দেনা পরিশোধের বিনিময়ে সেজারকে শিশু অবস্থায় অন্য ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছিল। প্রায় দশ বছর পর, তার আসল মাকে খুঁজে পেয়ে সে এত খুশি হয়েছিল যে, তার সঙ্গে থাকার জন্য সে তার ধনী পালক বাবামাকে ছেড়ে চলে এসেছিল।

বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং হারিয়ে যাওয়া কাউকে খুঁজে পাওয়ার পর পরিবারের সদস্যরা কতই না আনন্দিত হয়! বাইবেল বর্ণনা করে যে, কীভাবে মানুষ ঈশ্বরের পরিবার থেকে দুঃখজনকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এ ছাড়া, এটি এও বলে যে, কীভাবে তারা এখন আনন্দের সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছে। কীভাবে এমনটা ঘটেছে? আর কীভাবে আপনি এই আনন্দের সহভাগী হতে পারেন?

ঈশ্বরের পরিবার যেভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল

সৃষ্টিকর্তা যিহোবা ঈশ্বর সম্বন্ধে গীতরচক বলেছিলেন: “তোমারই কাছে জীবনের উনুই আছে।” (গীতসংহিতা ৩৬:৯) যিহোবা হলেন বিশ্বস্ত বুদ্ধিবিশিষ্ট প্রাণীদের বিশাল বিশ্বজনীন এক পরিবারের পিতা। এই পরিবারের স্বর্গীয় অংশ স্বর্গদূতদের নিয়ে গঠিত, যারা হচ্ছে তাঁর আত্মিক পুত্র আর পার্থিব অংশ মানুষদের নিয়ে গঠিত, যারা হচ্ছে তাঁর পার্থিব সন্তান।

ঈশ্বরের প্রথম মানব পুত্র আদম যখন বিদ্রোহ করেছিল, যেমনটা আগের প্রবন্ধে বর্ণনা করা হয়েছে, তখন মানবজাতি দুঃখজনকভাবে তাদের প্রেমময় পিতা ও সৃষ্টিকর্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। (লূক ৩:৩৮) এর কারণ হচ্ছে, আদম তার বিদ্রোহের মাধ্যমে তার নিজের ও এমনকি তার অজাত বংশধরদের জন্যও ঈশ্বরের সন্তান হওয়ার বিশেষ সুযোগকে হারিয়েছিল। ঈশ্বর তাঁর দাস মোশির মাধ্যমে ঘটনার পরিণতি এভাবে বর্ণনা করেছিলেন: “ইহারা তাঁহার সম্বন্ধে ভ্রষ্টাচারী, [ঈশ্বরের] সন্তান নয়, এই ইহাদের কলঙ্ক।” “কলঙ্ক” অথবা পাপপূর্ণ স্বভাব মানুষকে সেই ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করেছে, যিনি সমস্ত দিক দিয়ে পবিত্র ও সিদ্ধ। (দ্বিতীয় বিবরণ ৩২:৪, ৫; যিশাইয় ৬:৩) তাই, এক অর্থে মানবজাতি পথহারা, পিতৃহীন হয়ে পড়েছিল।—ইফিষীয় ২:১২.

বাইবেল মানবজাতির বিচ্ছিন্ন হওয়ার ব্যাপকতার বিষয়ে জোর দিতে গিয়ে ঈশ্বরের পরিবারের বাইরে থাকা ব্যক্তিদের “শত্রু” হিসেবে উল্লেখ করে। (রোমীয় ৫:৮, ১০) ঈশ্বর থেকে বিচ্ছিন্ন মানবজাতি শয়তানের নিষ্ঠুর শাসন এবং উত্তরাধিকারসূত্রে পাওয়া পাপ ও অসিদ্ধতার মারাত্মক প্রভাবগুলো ভোগ করেছে। (রোমীয় ৫:১২; ১ যোহন ৫:১৯) পাপী মানুষরা কি ঈশ্বরের পরিবারের অংশ হতে পারে? অসিদ্ধ সৃষ্ট প্রাণীরা কি পূর্ণ অর্থে ঈশ্বরের সন্তান হতে পারে, যেমনটা আদম ও হবা পাপ করার আগে ছিল?

বিচ্ছিন্ন হয়ে যাওয়া সন্তানদের সংগ্রহ করা

যারা তাঁকে ভালবাসে, সেই অসিদ্ধ মানুষের উপকারের জন্য যিহোবা প্রেমের সঙ্গে এক ব্যবস্থা করেছেন। (১ করিন্থীয় ২:৯) প্রেরিত পৌল ব্যাখ্যা করেন: “ঈশ্বর খ্রীষ্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না।” (২ করিন্থীয় ৫:১৯) আগের প্রবন্ধে যেমন ব্যাখ্যা করা হয়েছে, যিহোবা ঈশ্বর যিশু খ্রিস্টকে আমাদের পাপের জন্য মুক্তির মূল্য হিসেবে জুগিয়েছেন। (মথি ২০:২৮; যোহন ৩:১৬) কৃতজ্ঞতার সঙ্গে প্রেরিত যোহন লিখেছিলেন: “দেখ, পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে, আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই।” (১ যোহন ৩:১) এভাবে, বাধ্য মানবজাতির জন্য আরেকবার যিহোবার পরিবারের অংশ হয়ে ওঠার পথ খুলে গিয়েছিল।

যদিও ঈশ্বরের পরিবারে সংগৃহীত সমস্ত মানুষ তাদের স্বর্গীয় পিতার যত্নাধীনে চমৎকার একতা উপভোগ করবে, তবে লক্ষ করুন যে বাইবেল কীভাবে তাদেরকে দুটো দলে সংগৃহীত বলে বর্ণনা করে। আমরা পড়ি: “[ঈশ্বরের] সেই হিতসঙ্কল্প অনুসারে যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়া তাঁহাতে পূর্ব্বে সঙ্কল্প করিয়াছিলেন। তাহা এই, স্বর্গস্থপৃথিবীস্থ সমস্তই খ্রীষ্টেই সংগ্রহ করা যাইবে।” (ইফিষীয় ১:১০) কেন ঈশ্বর বিষয়গুলোকে এভাবে পরিচালনা করেন?

যিহোবা যেভাবে তাঁর সন্তানদের দুটো দলে বিন্যস্ত করেন, তা প্রকৃতপক্ষে তাঁর পরিবারের একতায় অবদান রাখে। এর কারণটা বোঝা কঠিন কিছু নয়। ঈশ্বরের পরিবার এতটাই বিশাল যে, এটাকে একটা দেশের সঙ্গে তুলনা করা যেতে পারে। যেকোনো দেশে, অল্প কয়েক জনকে সরকার গঠন করার জন্য বাছাই করা হয়, যাতে অন্যেরা আইন ও শৃঙ্খলা ভোগ করতে পারে। অবশ্য, কোনো মানব সরকারই প্রকৃত শান্তি নিয়ে আসতে পারেনি কিন্তু ঈশ্বর তাঁর পরিবারের জন্য এক নিখুঁত সরকার স্থাপন করেছেন। প্রথম দলটি অর্থাৎ “স্বর্গস্থ” বিষয় ঈশ্বরের সেই সন্তানদের নিয়ে গঠিত, যাদেরকে যিহোবা স্বর্গে একটা সরকার বা রাজ্য গঠন করার জন্য বাছাই করেন। সেখান থেকে “তাহারা পৃথিবীর উপরে রাজত্ব করিবে।”—প্রকাশিত বাক্য ৫:১০.

পৃথিবীতে ঈশ্বরের সন্তানরা

এ ছাড়া, যিহোবা “পৃথিবীস্থ” বিষয় সংগ্রহ করছেন, যা হল পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ লোক, যাতে তারা শেষপর্যন্ত তাঁর পার্থিব সন্তান হতে পারে। একজন দয়ালু পিতা হিসেবে, তিনি তাদেরকে তাঁর প্রেমের পথের বিষয়ে শিক্ষা দেন, ফলে তারা অনেক জাতি থেকে আসা সত্ত্বেও পুরোপুরি ঐক্যবদ্ধ। এমনকি যে-লোকেরা হিংস্র, স্বার্থপর, দুশ্চরিত্রের এবং ঈশ্বরের অবাধ্য, তাদেরকেও ‘ঈশ্বরের সহিত সম্মিলিত হইবার’ আমন্ত্রণ জানানো হয়েছে।—২ করিন্থীয় ৫:২০.

সেই লোকেদের সম্বন্ধে কী বলা যায়, যারা ঈশ্বরের সন্তান হিসেবে তাঁর সঙ্গে সম্মিলিত হওয়ার আমন্ত্রণকে প্রত্যাখ্যান করে? তাঁর পরিবারের শান্তি ও একতা নিশ্চিত করার জন্য যিহোবা এই ধরনের লোকেদের প্রতি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন। “ভক্তিহীন মনুষ্যদের বিচার ও বিনাশের” জন্য একটা “দিন” নির্ধারিত রয়েছে। (২ পিতর ৩:৭) ঈশ্বর বিদ্রোহী লোকেদের পৃথিবীকে পরিষ্কার করবেন। যারা বাধ্য তাদের জন্য এটা কতই না স্বস্তি নিয়ে আসবে!—গীতসংহিতা ৩৭:১০, ১১.

এরপর হাজার বছরের জন্য শান্তি থাকবে, যে-সময় চলাকালীন ঈশ্বরের প্রেমের প্রতি যারা সাড়া দেবে, তারা ধীরে ধীরে সেই সিদ্ধ জীবনে পুনর্স্থাপিত হবে, যেটা আদম হারিয়েছিল। এমনকি মৃতেরা উত্থিত হবে। (যোহন ৫:২৮, ২৯; প্রকাশিত বাক্য ২০:৬; ২১:৩, ৪) এভাবে ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা পূর্ণ করবেন: “[মানব] সৃষ্টি নিজেও ক্ষয়ের দাসত্ব হইতে মুক্ত হইয়া ঈশ্বরের সন্তানগণের প্রতাপের স্বাধীনতা পাইবে।”—রোমীয় ৮:২১.

আপনার পিতার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া

এই প্রবন্ধের শুরুতে উল্লেখিত সেজার এবং কোরিয়ার হাজার হাজার লোককে তাদের পরিবারের সঙ্গে এক পুনর্মিলন উপভোগ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হয়েছিল। কোরিয়ার সেই লোকেদের ওই কার্যক্রমে যোগ দিতে এবং সেজারকে তার পালক বাবামাকে ত্যাগ করতে হয়েছিল। একইভাবে আপনাকেও হয়তো আপনার স্বর্গীয় পিতা যিহোবা ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হওয়ার এবং তাঁর পরিবারের অংশ হওয়ার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে। আপনার কী করা উচিত?

আপনার পিতা হিসেবে ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য আপনাকে অবশ্যই তাঁর বাক্য বাইবেল অধ্যয়ন করতে হবে, যাতে তাঁর ওপর ও তাঁর প্রতিজ্ঞাগুলোর ওপর দৃঢ় বিশ্বাস গড়ে তুলতে পারেন। আপনি এই বিষয়ে নির্ভর করতে শিখবেন যে, ঈশ্বর আপনাকে যা করতে বলেন, তা আপনার উপকারের জন্য। এ ছাড়া, আপনাকে ঈশ্বরের কাছ থেকে আসা সংশোধন ও শাসন গ্রহণ করতে হবে, কারণ বাইবেল খ্রিস্টানদের বলে: “যেমন পুত্ত্রদের প্রতি, তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন; কেননা পিতা যাহাকে শাসন না করেন, এমন পুত্ত্র কোথায়?”—ইব্রীয় ১২:৭.

এই ধরনের পদক্ষেপ নেওয়া আপনার সমগ্র জীবনধারাকে পালটে দেবে। বাইবেল বলে: “আপন আপন মনের ভাবে যেন ক্রমশঃ নবীনীকৃত হও, এবং সেই নূতন মনুষ্যকে পরিধান কর, যাহা সত্যের ধার্ম্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে।” (ইফিষীয় ৪:২৩, ২৪) এরপর প্রেরিত পিতরের এই পরামর্শ মেনে চলুন: “আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্ব্বকার অজ্ঞানতাকালের অভিলাষের অনুরূপ হইও না।”—১ পিতর ১:১৪.

আপনার প্রকৃত পরিবারকে খুঁজে পাওয়া

সেজার যখন তার মাকে খুঁজে পেয়েছিল, তখন সে এটা জেনে খুবই আনন্দিত হয়েছিল যে, তার একজন ভাই ও বোন রয়েছে। একইভাবে, আপনি যখন আপনার স্বর্গীয় পিতার নিকটবর্তী হন, তখন আপনি দেখতে পাবেন যে, খ্রিস্টীয় মণ্ডলীতে আপনারও অনেক ভাই ও বোন রয়েছে। যখন আপনি তাদের সঙ্গে মেলামেশা করেন, তখন আপনি হয়তো অনুভব করেন যে, আপনার নিজের পরিবারের সদস্যদের চাইতে তারা আপনার সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ।—প্রেরিত ২৮:১৪, ১৫; ইব্রীয় ১০:২৪, ২৫.

আপনার প্রকৃত পিতা এবং প্রকৃত ভাইবোনদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনি যে-আনন্দ উপভোগ করবেন, তা সেজার এবং কোরিয়ার সেই হাজার হাজার লোকের মতোই হবে, যা তারা যখন তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়েছিল, তখন উপভোগ করেছিল। (w০৮ ৩/১)

[২৬ পৃষ্ঠার চিত্র]

সেজার ১৯ বছর বয়সে তার মার সঙ্গে

[২৮ পৃষ্ঠার চিত্রগুলো]

ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য পদক্ষেপ নিন