সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জীবনের পুনর্স্থাপনকারী

জীবনের পুনর্স্থাপনকারী

ঈশ্বরের নিকটবর্তী হোন

জীবনের পুনর্স্থাপনকারী

লূক ৭:১১-১৫

 আপনি কি মৃত্যুতে আপনার কোনো প্রিয়জনকে হারিয়েছেন? যদি হারিয়ে থাকেন, তাহলে আপনি আপনার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর মধ্যে একটার অভিজ্ঞতা লাভ করেছেন। আমাদের সৃষ্টিকর্তা আপনার দুঃখ বোঝেন। শুধু তাই নয়, তিনি মৃত্যুর পরিণতিগুলোকে দূর করতে পারেন। তিনি যে শুধু জীবনদাতাই নন কিন্তু সেইসঙ্গে এর পুনর্স্থাপনকারী, তা দেখানোর জন্য বাইবেলে তিনি আমাদেরকে অতীতের পুনরুত্থানের ঘটনাগুলোর নথি প্রদান করেছেন। আসুন আমরা একটা পুনরুত্থানের ঘটনা বিবেচনা করে দেখি, যেটা সম্পাদন করার জন্য তিনি তাঁর পুত্র যিশু খ্রিস্টকে ক্ষমতা দিয়েছিলেন। এই অলৌকিক কাজের বিবরণ লূক ৭:১১-১৫ পদে লিপিবদ্ধ করা রয়েছে।

সময়টা ছিল সা.কা. ৩১ সাল। যিশু গালীলের নায়িন্‌ নগরে যাত্রা করেছিলেন। (১১ পদ) তিনি যখন নগরের প্রান্তে পৌঁছেছিলেন, তখন খুব সম্ভবত সন্ধ্যা হচ্ছিল। বাইবেল জানায়: “যখন তিনি নগর-দ্বারের নিকটবর্ত্তী হইলেন, দেখ, লোকেরা একটী মরা মানুষকে বহন করিয়া বাহিরে লইয়া যাইতেছিল; সে আপন মাতার একমাত্র পুত্ত্র, এবং সেই মাতা বিধবা; আর নগরের অনেক লোক তাহার সঙ্গে ছিল।” (১২ পদ) আপনি কি সেই বিধবা মায়ের দুঃখ কল্পনা করতে পারেন? তার একমাত্র ছেলের মৃত্যুর ফলে তিনি দ্বিতীয়বার তার জোগানদাতা ও সুরক্ষাকারীকে হারিয়েছিলেন।

যিশু সেই শোকাহত মায়ের প্রতি তাঁর মনোযোগ কেন্দ্রীভূত করেছিলেন, যিনি খুব সম্ভবত তার মৃত ছেলের দেহ বহনকারী খাটের কাছাকাছি হাঁটছিলেন। বিবরণটি বলে: “তাহাকে দেখিয়া প্রভু তাহার প্রতি করুণাবিষ্ট হইলেন, এবং তাহাকে কহিলেন, কাঁদিও না।” (১৩ পদ) সেই বিধবার কঠিন পরিস্থিতি যিশুকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সম্ভবত তিনি তাঁর নিজের মায়ের কথা চিন্তা করছিলেন, যিনিও হয়তো সেই সময় বিধবা হয়ে গিয়েছিলেন আর খুব শীঘ্রই তাঁর জন্য শোক করতে যাচ্ছিলেন।

যিশু এগিয়ে গিয়েছিলেন—কিন্তু সেই শবযাত্রায় সামিল হওয়ার জন্য নয়। কর্তৃত্বসূচক ভঙ্গিতে, তিনি ‘খাট স্পর্শ করিয়াছিলেন’ এবং জনতাকে থামিয়েছিলেন। তারপর, মৃত্যুর ওপর ক্ষমতা প্রদান করা হয়েছে এমন কারোর কণ্ঠস্বরে তিনি বলেছিলেন: “হে যুবক, তোমাকে বলিতেছি, উঠ। তাহাতে সেই মরা মানুষটী উঠিয়া বসিল, এবং কথা কহিতে লাগিল; পরে তিনি তাহাকে তাহার মাতার হস্তে সমর্পণ করিলেন।” (১৪, ১৫ পদ) মৃত্যু যখন সেই যুবকের জীবন কেড়ে নিয়েছিল, তখন সে আর তার মায়ের ছিল না। তাই যিশু যখন ‘তাহাকে তাহার মাতার হস্তে সমর্পণ করিয়াছিলেন’, তখন তারা আবার একটা পরিবারে পরিণত হয়েছিল। সেই বিধবার হৃদয়ের দুঃখ নিঃসন্দেহে আনন্দাশ্রুতে পরিণত হয়েছিল।

আপনার হৃদয়ও কি এইরকম আনন্দের—কোনো মৃত প্রিয়জনের সঙ্গে পুনর্মিলিত হওয়ার—অভিজ্ঞতা লাভ করার জন্য আকাঙ্ক্ষা করে? নিশ্চিত থাকুন যে, আপনার জন্য ঈশ্বরের সহানুভূতি রয়েছে। সেই শোকার্ত বিধবার প্রতি যিশুর সহমর্মিতা, স্বয়ং ঈশ্বরের সমবেদনাকে প্রতিফলিত করেছিল, কারণ যিশু নিখুঁতভাবে তাঁর পিতার ব্যক্তিত্বকে প্রতিফলিত করেছিলেন। (যোহন ১৪:৯) বাইবেল আমাদের শিক্ষা দেয় যে, ঈশ্বর তাঁর স্মৃতিতে রয়েছে এমন মৃত ব্যক্তিদেরকে জীবনে ফিরিয়ে আনার জন্য “আকুল আকাঙ্ক্ষী।” (ইয়োব ১৪:১৪, ১৫, NW) তাঁর বাক্য বাইবেল আমাদেরকে এক চমৎকার আশা অর্থাৎ পরমদেশ পৃথিবীতে বেঁচে থাকার এবং আমাদের মৃত প্রিয়জনদের পুনরুত্থিত হতে দেখার প্রত্যাশা প্রদান করে। (লূক ২৩:৪৩; যোহন ৫:২৮, ২৯) জীবনের পুনর্স্থাপনকারী সম্বন্ধে এবং কীভাবে আপনিও সেই আশা রাখতে পারেন, সেই সম্বন্ধে আরও বেশি জানুন না কেন? (w০৮ ৩/১)

[১১ পৃষ্ঠার চিত্র]

“সেই মরা মানুষটী উঠিয়া বসিল, এবং কথা কহিতে লাগিল; পরে তিনি তাহাকে তাহার মাতার হস্তে সমর্পণ করিলেন”