ঈশ্বরের নাম ব্যবহার করা কি অন্যায়?
ঈশ্বরের নাম ব্যবহার করা কি অন্যায়?
প্রায়ই “পুরাতন নিয়ম” হিসেবে উল্লেখিত ইব্রীয় শাস্ত্রে ঈশ্বরের নাম, יהוה রূপে (ডান দিক থেকে বাম দিকে পড়া হয়) প্রায় ৭,০০০ বার পাওয়া যায়। অন্য কথায়, চারটি ইব্রীয় অক্ষর ইয়ূদ, হে, বৌ এবং হে দ্বারা ঈশ্বরের নামকে প্রতিনিধিত্ব করা হয়, যেগুলোকে সাধারণত YHWH দ্বারা প্রতিবর্ণীকরণ করা হয়ে থাকে।
প্রাচীনকালে, যিহুদিরা কুসংস্কারাচ্ছন্ন এই ধারণা পোষণ করেছিল যে, ঈশ্বরের নাম ব্যবহার করা অন্যায়। এর ফলে, তারা এটি উচ্চারণ করা বন্ধ করে দিয়েছিল ও তাদের লেখাগুলোতে তারা এটির জায়গায় বিকল্প অভিব্যক্তিগুলো ব্যবহার করতে শুরু করেছিল। কিন্তু, অনেক বাইবেল অনুবাদক এই নামটিকে “ইয়াওয়ে” অথবা “যিহোবা” হিসেবে অনুবাদ করেছে। যে-অনুবাদগুলোতে তা করা হয়েছে, সেগুলোর মধ্যে একটা হল ক্যাথলিক যিরূশালেম বাইবেল। এই অনুবাদ অনুসারে, মোশি যখন ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলেন যে, ইস্রায়েলীয়রা যদি তাকে প্রশ্ন করে যে, কে তাকে তাদের কাছে পাঠিয়েছে, তখন তার কীভাবে উত্তর দেওয়া উচিত, তখন ঈশ্বর উত্তরে বলেছিলেন: “ইস্রায়েল-সন্তানদেরকে এই কথা বলো: ‘তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইস্হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর ইয়াওয়ে, তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন।’ আমার এই নাম চিরকাল থাকবে; বংশের পর বংশ এই নাম ধরেই আমার কাছে সাহায্যের জন্য মিনতি জানানো হবে।”—যাত্রাপুস্তক ৩:১৫.
প্রার্থনা করার সময়, যিশু নিজে ঐশিক নাম ব্যবহার করার বিষয়ে বলেছিলেন: “আমি তাদেরকে তোমার নাম জানিয়েছি ও ক্রমাগত তা জানাব।” আর সাধারণত প্রভুর প্রার্থনা বলে পরিচিত প্রার্থনায় যিশু বলেছিলেন: “হে আমাদের স্বর্গীয় পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক।”—যোহন ১৭:২৬; মথি ৬:৯, জেবি।
তাই, আপনি হয়তো এটা জেনে অবাক হবেন যে, পোপ ষোড়শ বেনেডিক্ট নাসরতীয় যিশু (ইংরেজি) নামক তার সাম্প্রতিক বইয়ে ঐশিক নামের ব্যবহার সম্বন্ধে বলেছিলেন: “ঈশ্বর নিজের জন্য যে-নাম ব্যবহার করেছেন, যা YHWH অক্ষরগুলোর মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, সেটিকে ইস্রায়েলীয়রা উচ্চারণ করতে অস্বীকার করে একেবারে সঠিক কাজটাই করেছিল, যাতে সেই নামকে পৌত্তলিক দেব-দেবীর নামগুলোর সমতুল্য করে সেটির অসম্মান করা এড়ানো যায়। একই কারণে, সাম্প্রতিক বাইবেল অনুবাদগুলো এই নাম ব্যবহার করে অন্যায় করেছে—যে-নামকে ইস্রায়েলীয়রা সবসময় রহস্যময় ও অনুচ্চার্য বলে মনে করত—যেন এটি নিছক যেকোনো সাধারণ একটি নাম।”
আপনি কী মনে করেন? ঈশ্বরের নাম ব্যবহার করা কি সঠিক না অন্যায়? স্বয়ং যিহোবা যদি বলেন: “আমার এই নাম চিরকাল থাকবে; বংশের পর বংশ এই নাম ধরেই আমার কাছে সাহায্যের জন্য মিনতি জানানো হবে,” তাহলে কেউ কি তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করতে পারে? (w০৮ ৭/১)
[২৬ পৃষ্ঠার চিত্র]
প্রার্থনায় যিশু ঐশিক নাম ব্যবহার করেছিলেন