সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মারা গেলে আসলে কী হয়?

মারা গেলে আসলে কী হয়?

মারা গেলে আসলে কী হয়?

‘সকলেই অমর, এমনকি দুষ্ট লোকেরাও . . . অনন্ত প্রতিশোধের অনির্বাণ আগুনে শাস্তি পাওয়ায় এবং মারা না যাওয়ায়, তাদের যন্ত্রণার শেষ নিয়ে আসা তাদের পক্ষে অসম্ভব।’—আলেকজান্দ্রিয়ার ক্লেমেন্ট, সা.কা. দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীর একজন লেখক।

 যারা এই শিক্ষাকে সমর্থন করে যে নরক হল এক যাতনাময় স্থান, তারা মনে করে যে, মানুষ অমর। বাইবেল কি এই শিক্ষাকে সমর্থন করে? নীচের প্রশ্নগুলোর উত্তর সম্বন্ধে ঈশ্বরের বাক্য যা বলে, তা বিবেচনা করুন।

প্রথম মানুষ আদম কি অমর ছিল? আদমকে সৃষ্টি করার অল্পসময় পরই ঈশ্বর মানুষকে এই আজ্ঞা দিয়েছিলেন: “তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও; কিন্তু সদসদ্‌-জ্ঞানদায়ক যে বৃক্ষ, তাহার ফল ভোজন করিও না, কেননা যে দিন তাহার ফল খাইবে, সেই দিন মরিবেই মরিবে।” (আদিপুস্তক ২:১৬, ১৭) আদম অমর ছিল না।

পাপ করার পর আদমের শেষপর্যন্ত কী হয়েছিল? ঈশ্বর যে-শাস্তির আদেশ দিয়েছিলেন, তা নরকে অনন্ত যাতনা ছিল না। এর পরিবর্তে, বাইবেল ঈশ্বরের ঘোষণাকে এভাবে তুলে ধরে: “তুমি ঘর্ম্মাক্ত মুখে আহার করিবে, যে পর্য্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে; তুমি ত তাহা হইতেই গৃহীত হইয়াছ; কেননা তুমি ধূলি, এবং ধূলিতে প্রতিগমন করিবে।” (আদিপুস্তক ৩:১৯) ঈশ্বরের ঘোষণা এমন কোনো ইঙ্গিত দেয় না যে, আদমের মৃত্যুর পর তার কোনো অংশ বেঁচে ছিল।

কোনো মানুষ কি অমর? কোনো মানুষ অমর নয়। বাইবেল উপদেশক ৩:২০ পদে বলে: “সকলেই এক স্থানে গমন করে, সকলেই ধূলি হইতে উৎপন্ন, এবং সকলেই ধূলিতে প্রতিগমন করে।” প্রেরিত পৌল লিখেছিলেন: “যেমন এক মনুষ্য [আদম] দ্বারা পাপ, ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল; আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল।” (রোমীয় ৫:১২) যেহেতু সকল মানুষই পাপী, তাই সকল মানুষই মারা যায়।

মৃতেরা কি কিছু জানে কিংবা অনুভব করতে পারে? ঈশ্বরের বাক্য বলে: “জীবিত লোকেরা জানে যে, তাহারা মরিবে; কিন্তু মৃতেরা কিছুই জানে না।” (উপদেশক ৯:৫) একজন ব্যক্তি মারা গেলে কী হয়, সেই সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বাইবেল বলে: “সে নিজ মৃত্তিকায় প্রতিগমন করে; সেই দিনেই তাহার সঙ্কল্প সকল নষ্ট হয়।” (গীতসংহিতা ১৪৬:৪) যদি মৃতেরা ‘কিছুই না জানে’ আর তাদের “সঙ্কল্প সকল নষ্ট” হয়ে যায়, তাহলে কীভাবে তারা নরকের যেকোনো যাতনা অনুভব করতে পারে?

যিশু খ্রিস্ট মৃত্যুকে কোনো ধরনের সচেতনতা নয় বরং ঘুমের সঙ্গে তুলনা করেছিলেন। * (যোহন ১১:১১-১৪) তবুও, কেউ কেউ হয়তো এই বলে আপত্তি তুলতে পারে যে, যিশুই শিক্ষা দিয়েছিলেন নরক হচ্ছে উত্তপ্ত আর পাপীদের নরকাগ্নিতে নিক্ষেপ করা হবে। নরক সম্বন্ধে যিশু আসলে কী বলেছিলেন, আসুন আমরা তা বিবেচনা করি। (w০৮ ১১/১)

[পাদটীকা]

^ আরও বিস্তারিত আলোচনা করার জন্য ১৬ ও ১৭ পৃষ্ঠার “যিশুর কাছ থেকে আমরা যা শিখি—মৃতদের আশা সম্বন্ধে” শিরোনামের প্রবন্ধটি দেখুন।