সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মৃতদের আশা সম্বন্ধে

মৃতদের আশা সম্বন্ধে

যিশুর কাছ থেকে আমরা যা শিখি

মৃতদের আশা সম্বন্ধে

 যিশু অন্ততপক্ষে তিনজন ব্যক্তিকে পুনরুত্থিত করেছিলেন আর এভাবে দেখিয়েছিলেন যে, মৃতদের জন্য আশা রয়েছে। (লূক ৭:১১-১৭; ৮:৪৯-৫৬; যোহন ১১:১-৪৫) মৃতদের আশা সম্বন্ধে বোঝার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে মৃত্যুর কারণ ও এর উৎস সম্বন্ধে ভালোভাবে জানতে হবে।

কেন আমরা অসুস্থ হই ও মারা যাই?

যিশু যখন লোকেদের পাপ ক্ষমা করেছিলেন, তখন তারা সুস্থ হয়ে উঠেছিল। উদাহরণস্বরূপ, যখন একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে যিশুর কাছে আনা হয়েছিল, তখন তিনি বলেছিলেন: “কোন্‌টা সহজ, ‘তোমার পাপ ক্ষমা হইল’ বলা, না ‘তুমি উঠিয়া বেড়াও’ বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্ত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পার, এই জন্য—তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন—উঠ, তোমার শয্যা তুলিয়া লও, এবং তোমার ঘরে চলিয়া যাও।” (মথি ৯:২-৬) অতএব, অসুস্থতা ও মৃত্যুর কারণ হল পাপ। উত্তরাধিকারসূত্রেপ্রাপ্ত আমাদের পাপপূর্ণ অবস্থার উৎস হল প্রথম মানুষ আদম।—লূক ৩:৩৮; রোমীয় ৫:১২.

কেন যিশু মারা গিয়েছিলেন?

যিশু কখনো পাপ করেননি। তাই, তিনি মৃত্যুর যোগ্য ছিলেন না। আমাদের হয়ে মারা গিয়ে যিশু আমাদের পাপের মূল্য দিয়েছিলেন। তিনি বলছিলেন যে, তাঁর রক্ত “অনেকের জন্য, পাপমোচনের নিমিত্ত, পাতিত” হবে।—মথি ২৬:২৮.

যিশু এও বলেছিলেন: “মনুষ্যপুত্ত্র পরিচর্য্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্য্যা করিতে, এবং অনেকের পরিবর্ত্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন।” (মথি ২০:২৮) যিশু তাঁর প্রদত্ত মূল্যকে ‘মুক্তির মূল্য’ বলে অভিহিত করেছিলেন কারণ তা অন্যদেরকে মৃত্যু থেকে উদ্ধার করে। এ ছাড়া, যিশু বলেছিলেন: “আমি আসিয়াছি, যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়।” (যোহন ১০:১০) মৃতদের আশা সম্বন্ধে পুরোপুরিভাবে বুঝতে হলে আমাদেরকে তাদের বর্তমান অবস্থা সম্বন্ধেও অবশ্যই জানতে হবে।

মৃত্যুতে কী হয়?

যিশুর বন্ধু লাসার যখন মারা গিয়েছিলেন, তখন মৃত্যুতে কী হয়, সেই বিষয়টা যিশু বর্ণনা করেছিলেন। তিনি তাঁর শিষ্যদের বলেছিলেন: “আমাদের বন্ধু লাসার নিদ্রা গিয়াছে, কিন্তু আমি নিদ্রা হইতে তাহাকে জাগাইতে [বৈথনিয়াতে] যাইতেছি। . . . তাঁহারা মনে করিলেন যে, তিনি নিদ্রাঘটিত বিশ্রামের কথা বলিতেছেন। অতএব যীশু তখন স্পষ্টরূপে তাঁহাদিগকে কহিলেন, লাসার মরিয়াছে।” এভাবে, যিশু এটা স্পষ্ট করেছিলেন যে, মৃতেরা ঘুমন্ত, অচেতন অবস্থায় রয়েছে।—যোহন ১১:১-১৪.

যিশু যখন তাঁর বন্ধু লাসারকে পুনরুত্থিত করেছিলেন, তখন তিনি চারদিনের মৃত ছিলেন। কিন্তু, বাইবেলের বিবরণ সেই সময়ে লাসারের অভিজ্ঞতা সম্বন্ধে কিছু বলে না। মৃত অবস্থায় লাসার অচেতন ছিলেন এবং কিছুই জানতেন না।—উপদেশক ৯:৫, ১০; যোহন ১১:১৭-৪৪.

মৃতদের জন্য কী আশা রয়েছে?

মৃতেরা চিরকাল বেঁচে থাকার আশা নিয়ে জীবনে ফিরে আসবে। যিশু বলেছিলেন: “এমন সময় আসিতেছে, যখন কবরস্থ সকলে [যিশুর] রব শুনিবে, এবং . . . বাহির হইয়া আসিবে।”—যোহন ৫:২৮, ২৯.

এই আশা হল ঈশ্বরের প্রেমের এক অভিব্যক্তি। যিশু বলেছিলেন: “ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্ত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।”—যোহন ৩:১৬; প্রকাশিত বাক্য ২১:৪, ৫. (w০৮ ১১/১)

আরও তথ্যের জন্য বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ৬ অধ্যায় দেখুন। *

[পাদটীকা]

^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।