সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বর কি একজন বাস্তব ব্যক্তি?

ঈশ্বর কি একজন বাস্তব ব্যক্তি?

ঈশ্বর কি একজন বাস্তব ব্যক্তি?

প্রচলিত উত্তরগুলো:

◼ “তিনি সর্বত্র বিরাজমান। তিনি বায়ুস্বরূপ।”

◼ “তিনি বর্ণনাতীত বুদ্ধিমত্তার অধিকারী, এক নৈর্ব্যক্তিক শক্তি।”

যিশু কী বলেছিলেন?

◼ “আমার পিতার বাটীতে অনেক বাসস্থান আছে।” (যোহন ১৪:২) যিশু ঈশ্বরের বিষয়ে বলেছিলেন যে, তাঁর একটা রূপক আবাস রয়েছে।

◼ “আমি পিতা হইতে বাহির হইয়াছি, এবং জগতে আসিয়াছি; আবার জগৎ পরিত্যাগ করিতেছি, এবং পিতার নিকটে যাইতেছি।” (যোহন ১৬:২৮) যিশু বিশ্বাস করতেন যে, ঈশ্বর হলেন একজন বাস্তব ব্যক্তি আর তিনি নির্দিষ্ট এক স্থানে বাস করেন।

 যিশু কখনোই ঈশ্বরকে এক নৈর্ব্যক্তিক শক্তি হিসেবে উল্লেখ করেননি। এর পরিবর্তে, তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলেছিলেন ও তাঁর কাছে প্রার্থনা করেছিলেন। তিনি প্রায়ই যিহোবাকে তাঁর স্বর্গীয় পিতা বলে ডাকতেন, যে-অভিব্যক্তিটি ঈশ্বরের সঙ্গে তাঁর অন্তরঙ্গতাকে প্রকাশ করে।—যোহন ৮:১৯, ৩৮, ৫৪.

এটা ঠিক যে, “ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই” এবং “ঈশ্বর আত্মা।” (যোহন ১:১৮; ৪:২৪) কিন্তু, এর অর্থ এই নয় যে তার কোনো দেহ নেই বা তিনি নিরাকার। বাইবেল আমাদের বলে: “যখন প্রাণিক দেহ আছে, তখন আত্মিক দেহও আছে।” (১ করিন্থীয় ১৫:৪৪) তাহলে, যিহোবার কি এক আত্মিক দেহ রয়েছে?

হ্যাঁ, রয়েছে। যিশু যখন পুনরুত্থিত হয়েছিলেন, তখন ‘স্বর্গেই প্রবেশ করিয়াছিলেন, যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশমান হন।’ (ইব্রীয় ৯:২৪) এটা আমাদেরকে ঈশ্বর সম্বন্ধে দুটো গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেয়। প্রথমত, তাঁর একটা বাসস্থান রয়েছে। দ্বিতীয়ত, তিনি হলেন একজন ব্যক্তি, কেবলমাত্র বর্ণনাতীত এক শক্তি নন, যা সর্বত্র বিরাজমান।

তাহলে কীভাবে, ঈশ্বরের শক্তি সর্বত্র অনুভব করা যেতে পারে? ঈশ্বর তাঁর পবিত্র আত্মা বা কার্যকারী শক্তিকে নিখিলবিশ্বের যেকোনো জায়গায় পাঠাতে পারেন। একজন বাবা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেওয়ার ও সমর্থন করার জন্য তার হাত বাড়িয়ে দেন, ঠিক তেমনই ঈশ্বর তাঁর উদ্দেশ্য সম্পাদন করার জন্য তাঁর পবিত্র আত্মাকে ব্যবহার করেন।—গীতসংহিতা ১০৪:৩০; ১৩৯:৭.

যেহেতু ঈশ্বর হলেন একজন ব্যক্তি, তাই তাঁর পছন্দ-অপছন্দ, এমনকী অনুভূতিসহ এক ব্যক্তিত্বও রয়েছে। বাইবেল আমাদের বলে যে, তিনি তাঁর লোকদের ভালোবাসেন, তাঁর কাজে তিনি আনন্দ করেন, প্রতিমাপূজাকে ঘৃণা করেন এবং দুষ্টতার বিষয়ে দুঃখ পান। (আদিপুস্তক ৬:৬; দ্বিতীয় বিবরণ ১৬:২২; ১ রাজাবলি ১০:৯; গীতসংহিতা ১০৪:৩১) ১ তীমথিয় ১:১১ পদে তাঁকে ‘পরম ধন্য [“সুখী,” NW] ঈশ্বর’ বলা হয়েছে। তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে, যিশু বলেছিলেন, আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে শিখতে পারি।—মার্ক ১২:৩০. * (w০৯ ২/১)

[পাদটীকা]

^ এই বিষয়ে আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ১ অধ্যায় দেখুন।

[৫ পৃষ্ঠার ব্লার্ব]

একজন বাবা যেমন তার হাত বাড়িয়ে দেন, ঠিক তেমনই ঈশ্বর তাঁর উদ্দেশ্য সম্পাদন করার জন্য তাঁর পবিত্র আত্মাকে ব্যবহার করেন