সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি জানতেন?

আপনি কি জানতেন?

আপনি কি জানতেন?

 একজন সূত্রধর হিসেবে যিশু কী ধরনের কাজ করেছেন?

যিশুর পালক পিতা একজন সূত্রধর ছিলেন। যিশু একই কাজ শিখেছিলেন। “কমবেশ ত্রিশ বৎসর” বয়সে যিশু যখন তাঁর পরিচর্যা শুরু করেছিলেন, তখন তাঁকে শুধুমাত্র “সূত্রধরের পুত্ত্র” হিসেবেই নয় কিন্তু একজন সূত্রধর হিসেবেও গণ্য করা হতো।—লূক ৩:২৩; মথি ১৩:৫৫; মার্ক ৬:৩.

যিশুর নিজের নগরে হয়তো কৃষি যন্ত্রপাতি যেমন, লাঙল এবং জোয়ালের চাহিদা ছিল, যেগুলো মূলত কাঠ দিয়ে তৈরি করা হতো। সূত্রধরের নিয়মিত উৎপাদন সামগ্রীর মধ্যে আসবাবপত্র—টেবিল, চেয়ার, টুল ও জিনিসপত্র রাখার আলমারি—আর সেইসঙ্গে দরজা, জানালা, কাঠের হুড়কো এবং ছাদের বিমের মতো জিনিসও ছিল। বস্তুতপক্ষে, সূত্রধরের কাজের কিছুটা অংশ নির্মাণকাজের সঙ্গে জড়িত ছিল।

একটা দৃষ্টান্তে, যোহন বাপ্তাইজক কুড়ালের বিষয়ে উল্লেখ করেছিলেন, যে-হাতিয়ারটা যিশু ও অন্যান্য সূত্রধর সম্ভবত গাছ কাটার জন্য ব্যবহার করত। এরপর, তারা হয় সেখানেই কাঠ কেটে বিম তৈরি করত নতুবা কাঠটাকে তাদের কর্মস্থলে বয়ে নিয়ে যেত। নিঃসন্দেহে, এই কাজে অনেক শারীরিক শক্তির প্রয়োজন হতো। (মথি ৩:১০) যিশাইয় তার দিনে সূত্রধরদের দ্বারা ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতির এক তালিকা তৈরি করেন: “সূত্রধর সূত্রপাত করে, সে সিন্দূর দ্বারা তাহার আকৃতি লিখে, তাহাতে রেঁদা বুলায়, কম্পাস দিয়া তাহার আকার নিরূপণ করে।” (যিশাইয় ৪৪:১৩) প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো বাইবেলের সময়ে ধাতব করপত্র বা করাত, পাথরের হাতুড়ি এবং ব্রোঞ্জের পেরেকের ব্যবহার করার বিষয়টা নিশ্চিত করে। (যাত্রাপুস্তক ২১:৬; যিশাইয় ১০:১৫; যিরমিয় ১০:৪) তাই এটা ধরে নেওয়া যুক্তিযুক্ত যে, যিশু এই ধরনের জিনিসপত্র ব্যবহার করেছেন। (w০৮ ১২/১)