“আমি তাহাদের দুঃখ জানি”
ঈশ্বরের নিকটবর্তী হোন
“আমি তাহাদের দুঃখ জানি”
যাত্রাপুস্তক ৩:১-১০
‘প বিত্র, পবিত্র, পবিত্র সদাপ্রভু।’ (যিশাইয় ৬:৩) এই অনুপ্রাণিত কথাগুলো ইঙ্গিত করে যে, যিহোবা ঈশ্বর হলেন সবচেয়ে শুচি এবং শুদ্ধ। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, ‘তাঁর পবিত্রতা কি তাঁকে আবেগঅনুভূতিহীন অথবা উদাসীন করে তোলে?’ ‘এই ধরনের একজন পবিত্র ঈশ্বর কি প্রকৃতই আমার জন্য—একজন পাপী, অসিদ্ধ মানুষের জন্য—চিন্তা করতে পারেন?’ আসুন আমরা মোশিকে বলা ঈশ্বরের সেই আশ্বাসদায়ক কথাগুলো পরীক্ষা করে দেখি, যা যাত্রাপুস্তক ৩:১-১০ পদে লিপিবদ্ধ রয়েছে।
একদিন মেষ চরানোর সময় মোশি হঠাৎ অত্যন্ত অস্বাভাবিক এক দৃশ্য দেখেছিলেন—একটা ঝোপ আগুনে জ্বলছে কিন্তু তা “বিনষ্ট হইতেছে না।” (২ পদ) কৌতূহলী হয়ে, তিনি ভালো করে দেখার জন্য এগিয়ে গিয়েছিলেন। একজন স্বর্গদূতের মাধ্যমে, আগুনের মধ্যে থেকে যিহোবা মোশির সঙ্গে কথা বলেছিলেন: “এ স্থানের নিকটবর্ত্তী হইও না, তোমার পদ হইতে জুতা খুলিয়া ফেল; কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আছ, উহা পবিত্র ভূমি।” (৫ পদ) একটু চিন্তা করুন—পবিত্র ঈশ্বর রূপকভাবে উপস্থিত থাকার কারণে সেই ভূমি পবিত্র হয়ে গিয়েছিল!
মোশির সঙ্গে কথা বলার পিছনে পবিত্র ঈশ্বরের একটা কারণ ছিল। ঈশ্বর বলেছিলেন: “সত্যই আমি মিসরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি, এবং কার্য্যশাসকদের সমক্ষে তাহাদের ক্রন্দনও শুনিয়াছি; ফলতঃ আমি তাহাদের দুঃখ জানি।” (৭ পদ) তাঁর লোকেদের দুর্দশার বিষয়ে ঈশ্বর অন্ধ ছিলেন না; বা তাদের অনুরোধগুলো শোনার ক্ষেত্রে বধির ছিলেন না। বরং, তাদের যন্ত্রণাকে তিনি নিজে অনুভব করেছিলেন। লক্ষ করুন যে, ঈশ্বর বলেছিলেন: “আমি তাহাদের দুঃখ জানি।” ‘আমি জানি,’ এই কথাগুলো সম্বন্ধে একটি তথ্যগ্রন্থ বলে: “অভিব্যক্তিটি ব্যক্তিগত অনুভূতি, কোমলতা এবং সমবেদনার বিষয়ে ইঙ্গিত দেয়।” মোশির প্রতি যিহোবার কথাগুলো অত্যন্ত চিন্তাশীল এবং যত্নশীল এক ঈশ্বরের বিষয়ে প্রকাশ করে।
ঈশ্বর কী করেছিলেন? তিনি শুধুমাত্র করুণার দৃষ্টিতে দেখেননি বা সমবেদনা সহকারে শোনেননি। তিনি কাজ করতে পরিচালিত হয়েছিলেন। তিনি মিশর থেকে তাঁর লোকেদের উদ্ধার করার এবং তাদেরকে “দুগ্ধমধুপ্রবাহী দেশে” নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। (৮ পদ) তা করার জন্য, যিহোবা এই বলে মোশিকে দায়িত্ব দিয়েছিলেন: “মিসর হইতে আমার প্রজা . . . বাহির করিও।” (১০ পদ) দায়িত্বের প্রতি বিশ্বস্ত থেকে সা.কা.পূ. ১৫১৩ সালে মোশি ইস্রায়েল জাতিকে মিশর থেকে বের করে এনেছিলেন।
যিহোবা পরিবর্তিত হননি। আজকে তাঁর উপাসকরা নিশ্চিত থাকতে পারে যে, তিনি তাদের দুর্দশাগুলো দেখেন এবং সাহায্যের জন্য করা তাদের আর্তনাদ শুনে থাকেন। তিনি তাদের দুঃখ ভালোভাবে জানেন। কিন্তু, যিহোবা তাঁর একনিষ্ঠ দাসদের জন্য শুধু সমবেদনা বোধ করেন না। কোমল ঈশ্বর তাদের জন্য কাজ করতে পরিচালিত হন “কেননা তিনি” তাদের জন্য “চিন্তা করেন।”—১ পিতর ৫:৭.
ঈশ্বরের সমবেদনা আমাদেরকে আশার কারণ জোগায়। তাঁর সাহায্যে, আমরা অসিদ্ধ মানুষেরা বেশ কিছুটা পবিত্রতা অর্জন করতে এবং তাঁর কাছে গ্রহণযোগ্য হতে পারি। (১ পিতর ১:১৫, ১৬) একজন খ্রিস্টান মহিলা যিনি হতাশা এবং নিরুৎসাহিতার সঙ্গে লড়াই করেছিলেন, তিনি ঝোপের কাছে মোশির অভিজ্ঞতার বিবরণ থেকে সান্ত্বনা খুঁজে পেয়েছিলেন। তিনি বলেন: “যিহোবা যদি এমনকী ধুলোকেও পবিত্র করতে পারেন, তাহলে আমার জন্যও কিছুটা আশা থাকতে পারে। এই চিন্তাভাবনা আমাকে অনেক সাহায্য করেছে।”
আপনি কি পবিত্র ঈশ্বর যিহোবার সম্বন্ধে আরও বেশি জানতে চান? তাঁর সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা সম্ভব, কারণ যিহোবা “আমাদের গঠন জানেন; আমরা যে ধূলিমাত্র, ইহা তাঁহার স্মরণে আছে।”—গীতসংহিতা ১০৩:১৪. (w০৯ ৩/১)