সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি জানতেন?

আপনি কি জানতেন?

আপনি কি জানতেন?

 কেন লোকেরা প্রার্থনার শেষে “আমেন” বলে থাকে?

ইংরেজি এবং গ্রিক উভয় ভাষাতেই “আমেন” শব্দটি হল ইব্রীয় শব্দ আমেন-এর প্রতিবর্ণীকরণ। এই অভিব্যক্তিটি সাধারণত কোনো প্রার্থনা, শপথ, আশীর্বাদ অথবা অভিশাপের পর শ্রোতারা একসঙ্গে বলে থাকে আর এর অর্থ মূলত “তা-ই হোক” বা “নিশ্চয়ই।” তা বলা, সবেমাত্র যে-অনুভূতি প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে একমত হওয়াকে ইঙ্গিত করে। একটি তথ্যগ্রন্থ অনুসারে, “শব্দটি নিশ্চয়তা, সত্যতা, বিশ্বস্ততা এবং নিঃসংশয়তাকে বোঝায়।” বাইবেলের সময়ে, কোনো শপথ বা চুক্তি করার সময় “আমেন” বলাকে এমনভাবে দেখা হতো যে, একজন ব্যক্তি এটার সঙ্গে বৈধভাবে একমত আর তিনি যদি সেই চুক্তি পূরণ না করতে পারেন, তাহলে তাকে যে-পরিণতি ভোগ করতে হবে, সেটার সঙ্গেও তিনি একমত।—দ্বিতীয় বিবরণ ২৭:১৫-২৬.

তাঁর প্রচার এবং শিক্ষায়, যিশু তাঁর কয়েকটা মন্তব্য “আমেন” শব্দটি দিয়ে শুরু করেছিলেন। তা করার দ্বারা, তিনি যা বলতে যাচ্ছিলেন, সেটার সম্পূর্ণ নির্ভরযোগ্যতার ওপর তিনি জোর দিয়েছিলেন। এই ক্ষেত্রগুলোতে, গ্রিক শব্দ আমেন “সত্য” হিসেবে অনুবাদিত হয়েছে। (মথি ৫:১৮; ৬:২,) যখন এই শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে, যেমনটা যোহনের সমগ্র সুসমাচার জুড়ে করা হয়েছে, তখন যিশুর অভিব্যক্তিটি “সত্য সত্য” হিসেবে অনুবাদিত হয়েছে। (যোহন ১:৫১) বলা হয়ে থাকে যে, এভাবে যিশুর আমেন শব্দটির ব্যবহার শুধুমাত্র পবিত্র সাহিত্যেই রয়েছে।

খ্রিস্টান গ্রিক শাস্ত্র-এ “আমেন” উপাধিটি যিশুর প্রতি প্রয়োগ করা হয়, যা ইঙ্গিত করে যে তাঁর সাক্ষ্য “বিশ্বাস্য ও সত্যময়।”—প্রকাশিত বাক্য ৩:১৪. (w০৯ ৬/১)

[১৩ পৃষ্ঠার চিত্র]

“আমেন,” প্রকাশিত বাক্য ৩:১৪. কোডেক্স আলেকজান্দ্রিনাস, সা.কা. ৫ম শতাব্দী।