সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রকৃত শান্তি ও নিরাপত্তা —কখন?

প্রকৃত শান্তি ও নিরাপত্তা —কখন?

জনসাধারণের উদ্দেশে বিশেষ বক্তৃতা

প্রকৃত শান্তি ও নিরাপত্তা —কখন?

হাজার হাজার বছর ধরে, মানুষ শান্তি ও নিরাপত্তার অন্বেষণ করেছে। কিন্তু মানবজাতির জন্য প্রকৃত শান্তি লাভ করা খুবই কঠিন। কেন? যে-কারণে শান্তি অর্জন করা খুবই কঠিন, সেই বিষয়ে বাইবেল দুটো মূল কারণ সম্বন্ধে জানায়। এ ছাড়া, এটিতে এই হৃদয়গ্রাহী আশ্বাসও রয়েছে: ঈশ্বর মানবজাতির জন্য পৃথিবীব্যাপী প্রকৃত এবং স্থায়ী শান্তি ও নিরাপত্তার প্রতিজ্ঞা করেছেন।

কীভাবে এবং কখন এই শান্তি ও নিরাপত্তা বাস্তবায়িত হবে? এই আশীর্বাদপ্রাপ্ত পরিস্থিতি উপভোগ করতে হলে আপনাকে কী করতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর “প্রকৃত শান্তি ও নিরাপত্তা—কখন?” নামক জনসাধারণের উদ্দেশে বক্তৃতায় দেওয়া হবে। বাইবেলভিত্তিক এই বক্তৃতা পৃথিবীব্যাপী দ্বীপ ও দেশ মিলিয়ে ২৩০টারও বেশি জায়গায় দেওয়া হবে। বেশিরভাগ জায়গায়, এটি ২০১০ সালের ১৮ এপ্রিল, রবিবার যিহোবার সাক্ষিদের স্থানীয় কিংডম হলে দেওয়া হবে। আপনার এলাকার সাক্ষিরা আপনাকে এর সময় ও ঠিকানা জানাতে পেরে আনন্দিত হবে। যোগ দেওয়ার জন্য আপনাকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। (w১০-E  ০৪/০১)