যিশুই কি প্রধান স্বর্গদূত মীখায়েল?
আমাদের পাঠক-পাঠিকাদের জিজ্ঞাস্য . . .
যিশুই কি প্রধান স্বর্গদূত মীখায়েল?
▪ সহজ কথায় বলতে গেলে, উত্তরটা হল হ্যাঁ। অনেক সংস্কৃতিতে একাধিক নামে ডাকার রীতি হল সাধারণ বিষয়। বাইবেলে পাওয়া নামগুলোর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। উদাহরণস্বরূপ, কুলপতি যাকোবকে ইস্রায়েল নামেও ডাকা হয়। (আদিপুস্তক ৩৫:১০) মূল লেখাগুলোতে প্রেরিত পিতরকে পাঁচটা ভিন্ন নামে ডাকা হয়—শিমিয়োন, শিমোন, পিতর, কৈফা ও শিমোন পিতর। (মথি ১০:২; ১৬:১৬; যোহন ১:৪২; প্রেরিত ১৫:৭, ১৪) কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, মীখায়েল হল যিশুর আরেকটা নাম? নীচে দেওয়া এই শাস্ত্রীয় প্রমাণটি বিবেচনা করুন।
শক্তিমান আত্মিক প্রাণী মীখায়েলের বিষয়ে বাইবেলে পাঁচবার উল্লেখ রয়েছে। দানিয়েলের বইয়ে তিনবার উল্লেখ রয়েছে। দানিয়েল ১০:১৩, ২১ পদে আমরা পড়ি যে, মীখায়েল, যিনি ‘প্রধান অধ্যক্ষদের মধ্যে এক জন’ ও “তোমাদের অধ্যক্ষ,” তিনি একজন স্বর্গদূতকে উদ্ধার করেছিলেন, যাকে এক কার্যভার দিয়ে পাঠানো হয়েছিল। এরপর, দানিয়েল ১২:১ পদে আমরা জানতে পারি যে, শেষকালে “যে মহান্ অধ্যক্ষ তোমার জাতির সন্তানদের পক্ষে দাঁড়াইয়া থাকেন, সেই মীখায়েল উঠিয়া দাঁড়াইবেন।”
প্রকাশিত বাক্য ১২:৭ পদে মীখায়েল সম্বন্ধে আরও একটা উল্লেখ রয়েছে, যেটি বর্ণনা করে “মীখায়েল ও তাঁহার দূতগণ” এক অতি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নিচ্ছে, যেটার ফলে শয়তান দিয়াবল ও তার দুষ্ট দূতেরা স্বর্গ থেকে বহিষ্কৃত হয়।
লক্ষ করুন যে, ওপরে উল্লেখিত প্রত্যেকটা ঘটনায়, মীখায়েলকে একজন যোদ্ধা স্বর্গদূত হিসেবে বর্ণনা করা হয়, যিনি ঈশ্বরের লোকেদের জন্য যুদ্ধ করছেন ও তাদের রক্ষা করছেন আর এমনকী যিহোবার সবচেয়ে বড়ো শত্রু শয়তানের মুখোমুখি হচ্ছেন।
যিহূদা ৯ পদে মীখায়েলকে “প্রধান স্বর্গদূত” বলা হয়। একমাত্র আরেকটা যে-পদে একজন প্রধান স্বর্গদূতের বিষয়ে উল্লেখ রয়েছে, সেটি হল ১ থিষলনীকীয় ৪:১৬ পদে, যেখানে পৌল পুনরুত্থিত যিশুকে এই বলে বর্ণনা করেন: “প্রভু [যিশু] স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন।” তাই, স্বয়ং যিশু খ্রিস্টকে এখানে প্রধান স্বর্গদূত হিসেবে শনাক্ত করা হয়।
ওপরে উল্লেখিত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে, আমরা কোন উপসংহারে আসতে পারি? যিশু খ্রিস্টই হলেন প্রধান স্বর্গদূত মীখায়েল। উভয় নামই—মীখায়েল (যে-নামের অর্থ “কে ঈশ্বরের তুল্য?”) এবং যিশু (যে-নামের অর্থ “যিহোবা হলেন পরিত্রাণ”)—ঈশ্বরের সার্বভৌমত্বের প্রধান সমর্থক হিসেবে তাঁর ভূমিকার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে। ফিলিপীয় ২:৯ পদ বলে: “ঈশ্বর তাঁহাকে [গৌরবান্বিত যিশুকে] অতিশয় উচ্চপদান্বিতও করিলেন, এবং তাঁহাকে সেই নাম দান করিলেন, যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ।”
এটা লক্ষ করা গুরুত্বপূর্ণ যে, যিশুর মানুষ হিসেবে জন্মগ্রহণ করা, তাঁর জীবনের শুরু ছিল না। যিশুর জন্মের আগে, একজন স্বর্গদূত মরিয়মকে দেখা দিয়েছিলেন, যিনি তাকে বলেছিলেন যে, মরিয়ম পবিত্র আত্মার দ্বারা একটি সন্তান প্রসব করবেন আর তিনি যেন সেই সন্তানের নাম যিশু রাখেন। (লূক ১:৩১) তাঁর পরিচর্যার সময়ে, যিশু প্রায়ই তাঁর মনুষ্যপূর্ব অস্তিত্ব সম্বন্ধে কথা বলতেন।—যোহন ৩:১৩; ৮:২৩, ৫৮.
তাই প্রধান স্বর্গদূত মীখায়েলই হলেন মনুষ্যপূর্ব অস্তিত্বে থাকা সেই যিশু। তাঁর পুনরুত্থান ও স্বর্গে ফিরে যাওয়ার পর, যিশু পুনরায় প্রধান স্বর্গদূত মীখায়েল হিসেবে তাঁর কাজ শুরু করেছিলেন, ‘যেন পিতা ঈশ্বর মহিমান্বিত হন।’—ফিলিপীয় ২:১১. (w১০-E ০৪/০১)