সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সেই লোকেরা যারা যিশু সম্বন্ধে লিখেছিল

সেই লোকেরা যারা যিশু সম্বন্ধে লিখেছিল

আপনাদের সন্তানদের শিক্ষা দিন

সেই লোকেরা যারা যিশু সম্বন্ধে লিখেছিল

তোমার কি যিশু সম্বন্ধে একসঙ্গে পড়তে ভালো লাগে?— * কিছু লোক এটা জেনে অবাক হয় যে, বাইবেলের কোনোকিছুই যিশু লেখেননি। তবুও, বাইবেলের আটজন লেখক তাঁর সম্বন্ধে আমাদেরকে অনেককিছুই বলে। তারা সকলেই যিশু যখন জীবিত ছিলেন, সেই সময়ে জীবিত ছিল আর তিনি যা শিক্ষা দিয়েছিলেন সেই সম্বন্ধে তারা আমাদের জানায়। তুমি কি সেই আটজনের নাম বলতে পারো?— তাদের মধ্যে কয়েকজন হল মথি, মার্ক, লূক এবং যোহন। অন্য চারজন হল পিতর, যাকোব, যিহূদা এবং পৌল। এই লেখকদের সম্বন্ধে তুমি কী জানো?—

এসো প্রথমে আমরা সেই তিনজন লেখকের বিষয়ে আলোচনা করি যারা যিশুর ১২ জন প্রেরিতের মধ্যেও ছিল। তুমি কি তাদের নাম জানো?— পিতর, যোহন এবং মথি। পিতর সহখ্রিস্টানদের উদ্দেশে দুটো চিঠি লিখেছিলেন। যিশু যা করেছিলেন এবং বলেছিলেন সেই সম্বন্ধে তিনি যা জানতেন, তা তিনি তাদেরকে জানিয়েছিলেন। বাইবেলের ২ পিতর ১:১৬-১৮ পদ খোলো এবং সেখানে স্বর্গ থেকে যিশুর সঙ্গে যিহোবা ঈশ্বর যে-কথা বলেছিলেন, তা শোনার বিষয়ে পিতরের বর্ণনাটা পড়ো।—মথি ১৭:৫.

প্রেরিত যোহন বাইবেলের পাঁচটি বই লিখেছিলেন। শিষ্যরা তাদের প্রভুর সঙ্গে যে-শেষ ভোজ খেয়েছিল, তাতে তিনি যিশুর পাশেই ছিলেন। যিশু যখন মারা গিয়েছিলেন, তখনও যোহন তাঁর সঙ্গে ছিলেন। (যোহন ১৩:২৩-২৬; ১৯:২৬) যিশুর জীবন সম্বন্ধীয় বাইবেলের চারটি বই, যেগুলোকে সুসমাচারের বই বলা হয় সেগুলোর মধ্যে একটি যোহন লিখেছিলেন। এ ছাড়া, প্রকাশিত বাক্য বই যেটি যিশু তাকে দিয়েছিলেন সেটি এবং তার নাম অনুসারে নামকরণ করা বাইবেলের তিনটি চিঠিও তিনি লিখেছিলেন। (প্রকাশিত বাক্য ১:১) বাইবেলের তৃতীয় লেখক ছিলেন মথি যিনি যিশুর একজন প্রেরিত হয়েছিলেন। তিনি একজন করগ্রাহী ছিলেন।

বাইবেলের অন্য দুজন লেখক যিশুকে এক বিশেষ উপায়ে জানতেন। তারা ছিল যিশুর ছোটো অর্ধভ্রাতা এবং যোষেফ ও মরিয়মেরও সন্তান। (মথি ১৩:৫৫) শুরুর দিকে তারা যিশুর শিষ্য হয়নি। তাঁর উদ্যোগী প্রচার কাজের জন্য তারা এমনকী মনে করেছিল যে, তিনি কিছুটা পাগল ছিলেন। (মার্ক ৩:২১) এই ভাইয়েরা কারা ছিল?— একজন হলেন যাকোব। তিনি বাইবেলের যাকোব বইটি লিখেছিলেন। অন্যজন হলেন যিহূদা। তিনি বাইবেলের যিহূদা বইটি লিখেছিলেন।—যিহূদা ১.

অন্য যে-দুজন যিশুর জীবন সম্বন্ধে লিখেছিল তারা হল মার্ক ও লূক। মার্কের মা মরিয়মের যিরূশালেমে একটা বড়ো বাড়ি ছিল, যেখানে প্রেরিত পিতরসহ প্রাথমিক খ্রিস্টানরা মিলিত হতো। (প্রেরিত ১২:১১, ১২) কয়েক বছর আগে, যে-রাতে যিশু তাঁর প্রেরিতদের সঙ্গে তাঁর শেষ নিস্তারপর্ব উদ্‌যাপন করেছিলেন, সেই রাতে মার্ক সম্ভবত তাদের অনুসরণ করেছিলেন যখন তারা গেৎশিমানী বাগানে গিয়েছিল। যিশুকে গ্রেপ্তার করার সময়, সৈন্যরা মার্ককে আঁকড়ে ধরেছিল কিন্তু তিনি তার কাপড়খানি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।—মার্ক ১৪:৫১, ৫২.

লূক ছিলেন একজন সুশিক্ষিত ডাক্তার, যিনি মনে হয় যিশু মারা যাওয়ার পর একজন শিষ্য হয়েছিলেন। তিনি যিশুর জীবন সম্বন্ধে মনোযোগপূর্বক পরীক্ষা করেছিলেন এবং সেই সম্বন্ধে এক স্পষ্ট, সঠিক জীবনী লিখেছিলেন। পরে, লূক প্রেরিত পৌলের একজন ভ্রমণসঙ্গী হয়েছিলেন এবং বাইবেলের প্রেরিত বইটিও লিখেছিলেন।—লূক ১:১-৩; প্রেরিত ১:১.

পৌল হলেন অষ্টম বাইবেল লেখক যিনি যিশু সম্বন্ধে লিখেছিলেন। তিনি বিখ্যাত ব্যবস্থাগুরু গমলীয়েলের কাছে অধ্যয়ন করেছিলেন। ফরীশীদের দ্বারা পালিত ও শিক্ষিত পৌল, যাকে তখন শৌল বলা হতো, যিশুর শিষ্যদের ঘৃণা করতেন আর তাদেরকে হত্যা করায় অংশ নিতেন। (প্রেরিত ৭:৫৮–৮:৩; ২২:১-৫; ২৬:৪, ৫) তুমি কি জানো যে, কীভাবে পৌল যিশু সম্বন্ধে সত্য শিখেছিলেন?—

পৌল যিশুর শিষ্যদের গ্রেপ্তার করার জন্য দম্মেশকে যাওয়ার পথে স্বর্গ থেকে এক উজ্জ্বল আলোর দ্বারা হঠাৎ করে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি এক কন্ঠস্বর শুনেছিলেন যেটা তাকে জিজ্ঞেস করেছিল: “শৌল, শৌল, কেন আমাকে তাড়না করিতেছ?” আসলে যিশু কথা বলছিলেন! তিনি পৌলকে দম্মেশকে যেতে বলেছিলেন। এরপর যিশু পৌলের সঙ্গে কথা বলার জন্য তাঁর শিষ্য অননিয়কে পরিচালিত করেছিলেন আর পৌল যিশুর একজন শিষ্য হয়েছিলেন। (প্রেরিত ৯:১-১৮) পৌল রোমীয় থেকে শুরু করে ইব্রীয় পর্যন্ত বাইবেলের ১৪টি বই লিখেছিলেন।

তুমি কি যিশু সম্বন্ধীয় বাইবেলের বইগুলো পড়তে অথবা তোমার জন্য কাউকে দিয়ে পড়ানো শুরু করেছ?— তুমি তোমার জীবনে সর্বোত্তম যে-কাজটা করতে পারবে তা হল, বাইবেল যিশু সম্বন্ধে যা বলে তা এই অল্পবয়স থেকে এখনই শিখতে শুরু করা। (w১০-E ০৬/০১)

[পাদটীকা]

^ আপনি যদি সন্তানের সঙ্গে এই প্রবন্ধটি পড়েন, তাহলে ড্যাশগুলো আপনাকে একটু থামতে ও সন্তানকে তার মনের কথা প্রকাশ করার জন্য উৎসাহ দেওয়ার বিষয়টা মনে করিয়ে দেয়।

প্রশ্নাবলি:

▪ যিশুর কোন প্রেরিতরা বাইবেলের লেখক হয়েছিল?

▪ বাইবেলের কোন দুজন লেখক যিশুর অর্ধভ্রাতা ছিল?

▪ কেন মার্ক হয়তো যিশুকে জানতেন কিন্তু কেন লূক হয়তো তাঁকে জানতেন না?

▪ কীভাবে পৌল যিশুর একজন শিষ্য হয়েছিলেন?

[২৯ পৃষ্ঠার চিত্রগুলো]

যিহূদা

মার্ক

পিতর

মথি

পৌল

যাকোব

লূক

যোহন