সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি নাম দ্বারা ঈশ্বরকে জানতে পারেন?

আপনি কি নাম দ্বারা ঈশ্বরকে জানতে পারেন?

আপনি কি নাম দ্বারা ঈশ্বরকে জানতে পারেন?

গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে নাম ধরে সম্ভাষণ জানানো ও সম্বোধন করা হল এক সম্মানের বিষয়। উচ্চপদস্থ ব্যক্তিদের প্রায়ই “রাষ্ট্রপতি,” “মাননীয় মহাশয়” বা “মহামহিম”-এর মতো উপাধিগুলো দিয়ে সম্বোধন করা হয়ে থাকে। তাই, উচ্চপদস্থ কোনো ব্যক্তি যদি আপনাকে বলেন যে, “দয়া করে শুধু আমার নাম ব্যবহার করুন,” তাহলে নিঃসন্দেহে আপনি সম্মানিত বোধ করবেন।

সত্যময় ঈশ্বর আমাদেরকে তাঁর লিখিত বাক্য, বাইবেলে বলেন: “আমি সদাপ্রভু, ইহাই আমার নাম [“আমার নাম যিহোবা,” বাংলা ইজি-টু-রিড ভারসন]।” (যিশাইয় ৪২:৮) এ ছাড়া, যদিও তাঁর এইরকম অনেক উপাধি রয়েছে যেমন, “সৃষ্টিকর্ত্তা,” “সর্ব্বশক্তিমান্‌” এবং “পবিত্র পিতঃ,” তবুও তিনি তাঁর অনুগত দাসদেরকে তাঁর ব্যক্তিগত নাম নিয়ে তাঁকে সম্বোধন করতে দিয়ে সবসময়ই সম্মানিত করেছেন।

উদাহরণস্বরূপ, ভাববাদী মোশি একবার এই বলে ঈশ্বরের কাছে বিনতি করেছিলেন: “হায় প্রভু [“যিহোবা,” NW]!” (যাত্রাপুস্তক ৪:১০) যিরূশালেমে মন্দির উৎসর্গীকরণের সময়ে, রাজা শলোমন এই কথাগুলো দিয়ে তার প্রার্থনা শুরু করেছিলেন: “হে সদাপ্রভু [“যিহোবা,” NW]।” (১ রাজাবলি ৮:২২, ২৩) আর ভাববাদী যিশাইয় যখন ইস্রায়েলের লোকেদের হয়ে ঈশ্বরকে সম্বোধন করেছিলেন, তখন তিনি বলেছিলেন: “তুমি সদাপ্রভু [“যিহোবা,” NW] আমাদের পিতা।” (যিশাইয় ৬৩:১৬) স্পষ্টতই, আমাদের স্বর্গীয় পিতা আমাদেরকে নাম দ্বারা তাঁকে সম্ভাষণ করার আমন্ত্রণ জানান।

যদিও নাম দ্বারা যিহোবাকে সম্ভাষণ করা গুরুত্বপূর্ণ, তবুও প্রকৃতপক্ষে নাম দ্বারা তাঁকে জানার সঙ্গে আরও কিছু জড়িত। তাঁকে ভালোবাসে ও তাঁর ওপর নির্ভর করে এমন একজন ব্যক্তির বিষয়ে যিহোবা প্রতিজ্ঞা করেন: “আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে।” (গীতসংহিতা ৯১:১৪) স্পষ্টতই, ঈশ্বরের নাম জানার সঙ্গে নিশ্চয় অনেক কিছু জড়িত রয়েছে, কারণ ঈশ্বরের সুরক্ষা লাভ করার ক্ষেত্রে এটা হল এক মুখ্য বিষয়। তাহলে, নামের দ্বারা যিহোবাকে জানার জন্য আপনার কী করা প্রয়োজন? (w১০-E ০৭/০১)