সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

তিনি স্বাধীন ইচ্ছা দিয়ে আমাদেরকে মর্যাদা প্রদান করেছেন

তিনি স্বাধীন ইচ্ছা দিয়ে আমাদেরকে মর্যাদা প্রদান করেছেন

ঈশ্বরের নিকটবর্তী হোন

তিনি স্বাধীন ইচ্ছা দিয়ে আমাদেরকে মর্যাদা প্রদান করেছেন

২ রাজাবলি ১৮:১-৭

বাবা-মাদের তাদের সন্তানদের জন্য এক উত্তম উদাহরণ স্থাপন করা উচিত। বাবা-মাদের ইতিবাচক প্রভাব হয়তো এক সন্তানকে কাঙ্ক্ষিত গুণগুলো গড়ে তুলতে এবং জীবনে বিজ্ঞ বাছাইগুলো করতে সাহায্য করতে পারে। দুঃখের বিষয় যে, অনেক বাবা-মা তাদের সন্তানদের জন্য এক খারাপ উদাহরণ স্থাপন করে। এই ধরনের সন্তানরা কি ব্যর্থ হবে? উত্তরটা আমরা সবচেয়ে আশ্বাসজনক এক সত্যের মধ্যে খুঁজে পাই—যিহোবা আমাদের প্রত্যেককে স্বাধীন ইচ্ছার দান দিয়ে মর্যাদা প্রদান করেছেন। ২ রাজাবলি ১৮:১-৭ পদে পাওয়া হিষ্কিয়ের ঘটনাটা বিবেচনা করুন।

হিষ্কিয় “যিহূদা-রাজ আহসের পুত্ত্র” ছিলেন। (পদ ১) আহস তার প্রজাদের যিহোবার বিশুদ্ধ উপাসনা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। এই দুষ্ট রাজা বালের উপাসনা করতেন, যেটার সঙ্গে মনুষ্য বলি দেওয়ার প্রথা জড়িত ছিল। তিনি হিষ্কিয়ের নিজের এক বা একাধিক ভাইকে হত্যা করেছিলেন। আহস মন্দিরের দরজাগুলো বন্ধ করে দিয়েছিলেন এবং ‘যিরূশালেমের প্রত্যেক কোণে আপনার জন্য যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়াছিলেন।’ তিনি ‘সদাপ্রভুকে অসন্তুষ্ট করিয়াছিলেন।’ (২ বংশাবলি ২৮:৩, ২৪, ২৫) স্পষ্টতই, হিষ্কিয়ের বাবা অত্যন্ত খারাপ ব্যক্তি ছিলেন। কিন্তু হিষ্কিয় কি তার বাবার ভুলগুলো পুনরাবৃত্তি করাকে এড়াতে পেরেছিলেন?

আহসের পরে সিংহাসনে অধিষ্ঠিত হয়ে হিষ্কিয় শীঘ্র দেখিয়েছিলেন যে, তিনি তার বাবার খারাপ উদাহরণকে, তিনি কী ধরনের ব্যক্তি হবেন তা নির্ধারণ করার সুযোগ দেবেন না। হিষ্কিয় “সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহাই করিতেন।” (পদ ৩) হিষ্কিয় যিহোবার ওপর নির্ভর করেছিলেন এবং ‘যিহূদার রাজগণের মধ্যে কেহ তাঁহার তুল্য ছিলেন না।’ (পদ ৫) তার রাজত্বের প্রথম বছরে, এই অল্পবয়সি রাজা সত্য উপাসনার পক্ষে এক অভিযান শুরু করেছিলেন যার ফল স্বরূপ সেই উচ্চস্থলীগুলোকে দূর করা হয়েছিল, যেখানে পৌত্তলিক দেব-দেবীদের উপাসনা করা হতো। মন্দির আবারও খুলে দেওয়া হয়েছিল এবং বিশুদ্ধ উপাসনা পুনর্স্থাপিত হয়েছিল। (পদ ৪; ২ বংশাবলি ২৯:১-৩, ২৭-৩১) হিষ্কিয় “সদাপ্রভুতে আসক্ত ছিলেন, . . . আর সদাপ্রভু তাঁহার সহবর্ত্তী ছিলেন।”—পদ ৬, ৭.

কোন বিষয়টা হিষ্কিয়কে তার বাবার খারাপ উদাহরণকে অতিক্রম করতে সাহায্য করেছিল? এটা কি সম্ভব যে, তার মা অবিয়—যার সম্বন্ধে সামান্যই জানা যায়—তার সন্তানের ওপর এক ইতিবাচক প্রভাব বিস্তার করেছিলেন? যিশাইয়, যিনি হিষ্কিয়ের জন্মের পূর্বে ভাববাদীরূপে কাজ শুরু করেছিলেন, তার উত্তম উদাহরণ কি এই অল্পবয়সি রাজকুমারের ওপর এক জোরালো প্রভাব ফেলেছিল? * বাইবেল তা বলে না। যাই হোক না কেন, একটা বিষয় নিশ্চিত ছিল: হিষ্কিয় এমন এক জীবনধারা অনুধাবন করা বেছে নিয়েছিলেন, যা তার বাবার একেবারে বিপরীত ছিল।

যারা তাদের বাবা-মাদের খারাপ উদাহরণের কারণে হয়তো শৈশবে কষ্টভোগ করেছে তাদের যেকারো জন্য হিষ্কিয়ের উদাহরণ উৎসাহজনক। অতীতকে পরিবর্তন করা যায় না; আমরা অতীতের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতাগুলোকে মুছে ফেলতে পারি না। কিন্তু এই ধরনের অভিজ্ঞতাগুলো আমাদেরকে ব্যর্থ করবে না। এখনই আমরা এমন বাছাইগুলো করতে পারি যেগুলো এক সুখী ভবিষ্যতের দিকে পরিচালিত করতে পারে। হিষ্কিয়ের মতো আমরাও, সত্য ঈশ্বর যিহোবাকে ভালোবাসা এবং উপাসনা করা বেছে নিতে পারি। এই ধরনের এক পথ এখনই এক সন্তোষজনক জীবন নিয়ে আসতে এবং ঈশ্বরের নতুন জগতে অনন্তজীবনের দিকে পরিচালিত করতে পারে। (২ পিতর ৩:১৩; প্রকাশিত বাক্য ২১:৩, ৪) সেই প্রেমময় ঈশ্বরের প্রতি আমাদের কতই না কৃতজ্ঞ হওয়া উচিত, যিনি আমাদেরকে সবচেয়ে মূল্যবান দান—স্বাধীন ইচ্ছা—দিয়ে আমাদের প্রত্যেককে মর্যাদা প্রদান করেছেন! (w১০-E ০৯/০১)

[পাদটীকা]

^ যিশাইয় সা.কা.পূ. প্রায় ৭৭৮ সাল থেকে সা.কা.পূ. ৭৩২ সালের কিছু সময় পর পর্যন্ত ভবিষ্যদ্‌বাণী করেছিলেন। হিষ্কিয় সা.কা.পূ. ৭৪৫ সালে রাজত্ব করা শুরু করেছিলেন আর তখন তার বয়স ছিল ২৫ বছর।