সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার আধ্যাত্মিক চাহিদা পূরণ করুন

আপনার আধ্যাত্মিক চাহিদা পূরণ করুন

পঞ্চম রহস্য

আপনার আধ্যাত্মিক চাহিদা পূরণ করুন

বাইবেল কী শিক্ষা দেয়? “ধন্য যাহারা আত্মাতে দীনহীন” বা তাদের আধ্যাত্মিক চাহিদা সম্বন্ধে সচেতন।—মথি ৫:৩.

কোন প্রতিদ্বন্দ্বিতা রয়েছে? হাজার হাজার ধর্ম রয়েছে, যেগুলোর অধিকাংশই আপনার আধ্যাত্মিক চাহিদা পূরণ করার জন্য পরস্পরবিরোধী উপায়গুলো সম্বন্ধে শিক্ষা দিয়ে থাকে। কীভাবে আপনি জানতে পারবেন যে, কোনটা সত্য শিক্ষা দেয় ও প্রকৃতপক্ষে ঈশ্বরকে খুশি করে? কিছু বিশিষ্ট লেখক দাবি করে যে, ঈশ্বরে বিশ্বাস করা ও তাঁর প্রতি ভক্তি প্রদান করা অযৌক্তিক, এমনকী ক্ষতিকর। ম্যাকলিনস পত্রিকা এভাবে একজন বিশিষ্ট নাস্তিকের দৃষ্টিভঙ্গিগুলোকে সারাংশ করে: “বিজ্ঞান ও আমাদের অনুভূতির ঊর্ধ্বে কিছু রয়েছে, খ্রিস্টীয় এই ধারণা . . . আমাদের যে-একমাত্র জীবন রয়েছে, সেটাকে মূল্যহীন করে এবং আমাদেরকে দৌরাত্ম্যমূলক কাজ করার দিকে পরিচালিত করে।”

আপনি কী করতে পারেন? ঈশ্বর যে অস্তিত্বে রয়েছেন, সেই বিষয়ে প্রমাণটি পরীক্ষা করুন। (রোমীয় ১:২০; ইব্রীয় ৩:৪) নীচে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য কাউকে আপনাকে নিরুৎসাহিত করতে দেবেন না: আমরা কেন এখানে আছি? মৃত্যুর পরেও কি জীবন আছে? কেন এত দুঃখকষ্ট রয়েছে? ঈশ্বর আমার কাছ থেকে কী চান? চিরস্থায়ী সন্তুষ্টি লাভ করতে আপনাকে সাহায্য করার জন্য এই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর খুঁজে পাওয়া অপরিহার্য।

কিন্তু, অন্যেরা আপনাকে যা বলে, অন্ধের মতো তা মেনে নেবেন না। ঈশ্বরের বাক্য আপনাকে ‘সর্ব্ববিষয়ে আপনার বুদ্ধিকে’ ব্যবহার করে তাঁর বাক্য সম্বন্ধে ‘বিবেচনা করিতে’ উৎসাহিত করে। (২ তীমথিয় ২:৭) আপনার প্রচেষ্টার জন্য আপনি পুরস্কৃত হবেন। আপনি যদি বাইবেল অধ্যয়ন করার জন্য সময় করে নেন ও এটির ব্যবহারিক পরামর্শকে কাজে লাগান, তাহলে আপনি সমস্যাগুলোকে এড়াতে পারবেন, উদ্‌বেগকে কমাতে পারবেন এবং আরও বেশি করে জীবন উপভোগ করবেন। আপনি এই প্রতিজ্ঞার ওপর নির্ভর করতে পারেন। ঈশ্বর ও তাঁর উদ্দেশ্যগুলো সম্বন্ধে সত্য শেখার দ্বারা সমস্ত পটভূমির লক্ষ লক্ষ লোক উপকার লাভ করেছে। *

বাইবেলের বিজ্ঞ পরামর্শকে কাজে লাগানো থেকে উপকার লাভ করার সঙ্গেসঙ্গে ঈশ্বরের প্রতি আপনার ভক্তিও আরও গভীর হবে। যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করার আমন্ত্রণকে গ্রহণ করুন না কেন? আপনি যদি তা করেন, তাহলে খুব সম্ভবত আপনি নিজেও প্রেরিত পৌলের সঙ্গে একমত হবেন, যিনি লিখেছিলেন: “ভক্তি, সন্তোষযুক্ত হইলে, মহালাভের উপায়।”—১ তীমথিয় ৬:৬. (w১০-E ১১/০১)

[পাদটীকা]

^ উদাহরণস্বরূপ, ২০১০ সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ২৮-৩২ পৃষ্ঠায় দেওয়া বাস্তব জীবনকাহিনিগুলো পড়ুন।

[৮ পৃষ্ঠার চিত্র]

আপনার বুদ্ধিকে ব্যবহার করে ঈশ্বরের বাক্য সম্বন্ধে বিবেচনা করুন