সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

একটি রহস্য যেটি তুমি অন্যদেরকে বলতে পারো

একটি রহস্য যেটি তুমি অন্যদেরকে বলতে পারো

আপনাদের সন্তানদের শিক্ষা দিন

একটি রহস্য যেটি তুমি অন্যদেরকে বলতে পারো

তোমাকে কি কেউ কখনো কোনো রহস্যের বিষয়ে বলেছে?— * একটি রহস্য রয়েছে যেটি আমি তোমাকে বলতে চাই। এটি হল এক পবিত্র রহস্য। বাইবেলে এটিকে ‘নিগূঢ়তত্ত্ব’ বলা হয়েছে “যাহা অনাদি কাল অবধি অকথিত ছিল।” (রোমীয় ১৬:২৫) প্রথমে কেবল ঈশ্বরই এই “নিগূঢ়তত্ত্বের” বা রহস্যের বিষয়ে জানতেন। এসো আমরা দেখি যে, এই রহস্যটি যাতে অনেকে জানতে পারে, সেটা ঈশ্বর কীভাবে নিশ্চিত করেছিলেন।

প্রথমত, তুমি কি জানো যে, পবিত্র কথাটির অর্থ কী?— এই কথাটির অর্থ হল শুদ্ধ অথবা খুবই বিশেষ কিছু। তাই রহস্যটিকে পবিত্র রহস্য বলা হয়েছে কারণ এটি সেই ঈশ্বরের কাছ থেকে এসেছে, যিনি হলেন পবিত্র। এই বিশেষ রহস্যটিকে কারা জানতে চেয়েছিল বলে তুমি মনে করো?— স্বর্গদূতেরা। বাইবেল বলে: “স্বর্গদূতেরা হেঁট হইয়া তাহা দেখিবার আকাঙ্ক্ষা করিতেছেন।” হ্যাঁ, তারা এই পবিত্র রহস্যটিকে বুঝতে চেয়েছিল।—১ পিতর ১:১২.

যিশু যখন পৃথিবীতে এসেছিলেন, তখন তিনি পবিত্র রহস্যটির বিষয়ে কথা বলেছিলেন ও এটিকে ব্যাখ্যা করতে শুরু করেছিলেন। তিনি তাঁর শিষ্যদেরকে বলেছিলেন: “ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব তোমাদিগকে দত্ত হইয়াছে।” (মার্ক ৪:১১) তুমি কি লক্ষ করেছ যে, পবিত্র রহস্যটি কীসের বিষয়ে?— এটি হল ঈশ্বরের রাজ্যের বিষয়ে, যেটির জন্য যিশু আমাদেরকে প্রার্থনা করতে শিখিয়েছিলেন!—মথি ৬:৯, ১০.

এখন এসো আমরা দেখি যে, কীভাবে ঈশ্বরের রাজ্য, যিশু পৃথিবীতে আসা ও এটিকে ব্যাখ্যা করতে শুরু করা পর্যন্ত “অনাদি কাল অবধি” একটি রহস্য ছিল। আদম ও হবা ঈশ্বরের আইন লঙ্ঘন করার ও তাদেরকে এদন উদ্যান থেকে বের করে দেওয়ার পর, ঈশ্বরের দাসেরা জানতে পেরেছিল যে, তখনও ঈশ্বরের উদ্দেশ্য ছিল সমগ্র পৃথিবীকে এক পরমদেশে পরিণত করা। (আদিপুস্তক ১:২৬-২৮; ২:৮, ৯; যিশাইয় ৪৫:১৮) ঈশ্বরের রাজ্যের অধীনে লোকেরা পৃথিবীতে যে-সুখ উপভোগ করবে, সেই সম্বন্ধে তারা লিখেছিল।—গীতসংহিতা ৩৭:১১, ২৯; যিশাইয় ১১:৬-৯; ২৫:৮; ৩৩:২৪; ৬৫:২১-২৪.

এখন ঈশ্বরের রাজ্যের শাসকের বিষয়ে চিন্তা কর। তুমি কি জানো যে, ঈশ্বর কাকে শাসক হওয়ার জন্য বেছে নিয়েছিলেন?— তাঁর পুত্র “শান্তিরাজ” যিশু খ্রিস্টকে। “তাঁহারই স্কন্ধের উপরে কর্ত্তৃত্বভার থাকিবে,” বাইবেল জানায়। (যিশাইয় ৯:৬, ৭) তোমাকে এবং আমাকে অবশ্যই “ঈশ্বরের নিগূঢ়তত্ত্ব, অর্থাৎ খ্রীষ্টকে জানিতে” হবে। (কলসীয় ২:২) আমাদের জানা প্রয়োজন যে, ঈশ্বর প্রথম স্বর্গদূতের (আত্মিক পুত্রের), যাঁকে তিনি সৃষ্টি করেছিলেন, তাঁর জীবন নিয়ে তা মরিয়মের গর্ভে রেখেছিলেন। সেই পুত্র যিনি একজন শক্তিশালী স্বর্গদূত ছিলেন, তিনিই সেই ব্যক্তি হয়েছিলেন যাঁকে ঈশ্বর এক বলি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যাতে আমরা অনন্তজীবন লাভ করতে পারি।—মথি ২০:২৮; যোহন ৩:১৬; ১৭:৩.

কিন্তু তাঁর রাজ্যের রাজা হওয়ার জন্য ঈশ্বর যে যিশুকে বেছে নিয়েছেন এটি জানা ছাড়াও, এই রহস্যটি সম্বন্ধে আমাদের আরও বেশি কিছু জানার প্রয়োজন রয়েছে। এই পবিত্র রহস্যের একটা অংশ হল যে, পুনরুত্থিত যিশুর সঙ্গে স্বর্গে অন্যেরা থাকবে আর তা পুরুষ ও স্ত্রী উভয়ই। তারা স্বর্গে যিশুর সঙ্গে শাসন করবে!—ইফিষীয় ১:৮-১২.

এসো আমরা এমন কয়েকজনের নাম জানি, যারা স্বর্গে যিশুর সঙ্গে শাসন করবে। যিশু তাঁর বিশ্বস্ত প্রেরিতদের বলেছিলেন যে, তিনি তাদের জন্য সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছেন। (যোহন ১৪:২, ৩) নীচের শাস্ত্রপদগুলো দেখার দ্বারা তুমি কয়েকজন পুরুষ ও নারীর নাম সম্বন্ধে জানতে পারবে, যারা যিশুর সঙ্গে তাঁর পিতার রাজ্যে শাসন করবে।—মথি ১০:২-৪; মার্ক ১৫:৩৯-৪১; যোহন ১৯:২৫.

বহু বছর ধরে, এই বিষয়টা জানা ছিল না যে, তাঁর রাজ্যের অংশ হিসেবে কত জন স্বর্গে যিশুর সঙ্গে শাসন করবে। কিন্তু এখন আমরা সেই সংখ্যা জানি। তুমি কি তা জানো?— বাইবেল বলে যে, তা হল ১,৪৪,০০০. এটাও পবিত্র রহস্যের একটা অংশ।—প্রকাশিত বাক্য ১৪:১, ৪.

তুমি কি এই বিষয়ে একমত হবে যে, “ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব” হল সবচেয়ে অপূর্ব রহস্য, যা কেউ কখনো জানতে পারবে?— যদি তা-ই হয়, তাহলে এসো আমরা এটি সম্বন্ধে যতটা সম্ভব শেখার চেষ্টা করি, যাতে আমরা যত জনের কাছে পারি এই বিষয়গুলোকে ব্যাখ্যা করতে পারি। (w১০-E ১২/০১)

[পাদটীকা]

^ আপনি যদি সন্তানের সঙ্গে এই প্রবন্ধটি পড়েন, তাহলে ড্যাশগুলো আপনাকে একটু থামতে ও সন্তানকে তার মনের কথা প্রকাশ করার জন্য উৎসাহ দেওয়ার বিষয়টা মনে করিয়ে দেয়।

প্রশ্নাবলি:

▪ আমরা যে-রহস্যের বিষয়ে আলোচনা করেছি সেটাকে কী বলা হয়েছে আর কেন তা বলা হয়েছে?

▪ এই রহস্যটি কী আর প্রথমে কে লোকেদেরকে এই বিষয়ে শিক্ষা দিতে শুরু করেছিলেন?

▪ এই রহস্য সম্বন্ধীয় কিছু বিষয় কী যেগুলো তুমি শিখেছ?

▪ কীভাবে তুমি একজন বন্ধুর কাছে সেই পবিত্র রহস্যের বিষয়ে ব্যাখ্যা করতে পারো?

[২৯ পৃষ্ঠার চিত্র]

স্বর্গদূতেরা কী জানার চেষ্টা করছে বলে তুমি কী মনে করো?