বিজ্ঞতার সঙ্গে আপনার বন্ধুবান্ধব বাছাই করুন
চতুর্থ রহস্য
বিজ্ঞতার সঙ্গে আপনার বন্ধুবান্ধব বাছাই করুন
বাইবেল কী শিক্ষা দেয়? “জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে।”—হিতোপদেশ ১৩:২০.
কোন প্রতিদ্বন্দ্বিতা রয়েছে? বন্ধুবান্ধব আমাদের সন্তুষ্ট থাকার ক্ষেত্রে হয় অবদান রাখবে নতুবা সেটাকে ক্ষুণ্ণ করবে। তাদের মনোভাব ও কথাবার্তা জীবন সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবেই।—১ করিন্থীয় ১৫:৩৩.
উদাহরণস্বরূপ, বাইবেলের সেই ১২ জন ব্যক্তির বিবরণটি বিবেচনা করুন, যারা কনানে এক অভিযান করে ফিরে এসেছিল। তাদের অধিকাংশই, ‘তাঁহারা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণের সাক্ষাতে সেই দেশের অখ্যাতি করিয়াছিল।’ এমনকী তার পরও, সেই ব্যক্তিদের মধ্যে দুজন কনান সম্বন্ধে ইতিবাচকভাবে কথা বলেছিল ও এটাকে “যার পর নাই উত্তম দেশ” বলেছিল। কিন্তু লোকেদের মধ্যে দশ জন গুপ্তচরের নেতিবাচক মনোভাব ছড়িয়ে পড়েছিল। “সমস্ত মণ্ডলী উচ্চৈঃস্বরে কলরব করিল,” বিবরণটি বলে, “আর ইস্রায়েল-সন্তানগণ সকলে . . . বচসা করিল।”—গণনাপুস্তক ১৩:৩০–১৪:৯.
একইভাবে আজকে, অনেক লোক “বচসাকারী, স্বভাগ্যনিন্দক।” (যিহূদা ১৬) যে-বন্ধুবান্ধব কখনো পরিতৃপ্ত হয় না, তাদের সান্নিধ্যে থেকে সন্তুষ্ট থাকা কঠিন।
আপনি কী করতে পারেন? আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আপনার যে-ধরনের কথাবার্তা হয়ে থাকে, তা বিশ্লেষণ করুন। আপনার বন্ধুবান্ধব কি তাদের যে-জিনিসগুলো রয়েছে সেই সম্বন্ধে প্রায়ই দম্ভ করে অথবা তারা কি তাদের যা নেই সেই নিয়ে সবসময় অভিযোগ করে? আর তাদের কাছে আপনি কী ধরনের বন্ধু? আপনি কি আপনার বন্ধুবান্ধবকে আপনার প্রতি ঈর্ষান্বিত করে তোলার চেষ্টা করেন নাকি আপনি তাদেরকে তাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে উৎসাহিত করেন?
দায়ূদের, যিনি রাজা হতে চলেছিলেন আর রাজা শৌলের ছেলে যোনাথনের দ্বারা স্থাপিত উদাহরণটি বিবেচনা করুন। দায়ূদ একজন পলাতক হিসেবে প্রান্তরে জীবন কাটিয়েছিলেন। রাজা শৌল মনে করেছিলেন যে, দায়ূদের কারণে রাজা হিসেবে তার পদ বিপদের মধ্যে রয়েছে আর তাই তিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন। যদিও যোনাথনই সাধারণত পরবর্তী রাজপদের অধিকারী ছিলেন কিন্তু তিনি দায়ূদের একজন ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন। যোনাথন উপলব্ধি করেছিলেন যে, ঈশ্বর দায়ূদকে পরবর্তী রাজা হিসেবে নিযুক্ত করেছিলেন আর তিনি তার বন্ধুকে সমর্থন করে সন্তুষ্ট ছিলেন।—১ শমূয়েল ১৯:১, ২; ২০:৩০-৩৩; ২৩:১৪-১৮.
আপনার এরকম বন্ধুবান্ধবই প্রয়োজন, যারা সন্তুষ্ট থাকার চেষ্টা করে ও যারা আপনার মঙ্গল চায়। (হিতোপদেশ ১৭:১৭) অবশ্য, এই ধরনের বন্ধুবান্ধবকে আকৃষ্ট করতে হলে, আপনার নিজেকে সেই একই গুণাবলি প্রদর্শন করতে হবে।—ফিলিপীয় ২:৩, ৪. (w১০-E ১১/০১)
[৭ পৃষ্ঠার চিত্র]
আপনার বন্ধুবান্ধব কি আপনার সন্তুষ্ট থাকার ক্ষেত্রে অবদান রাখে নাকি সেটাকে ক্ষুণ্ণ করে?