বাইবেল জীবনকে পরিবর্তন করে
বাইবেল জীবনকে পরিবর্তন করে
কী একজন জুয়াড়ি এবং চোরকে তার আসক্তি থেকে মুক্ত হতে এবং তার জীবনধারা পরিবর্তন করতে অনুপ্রাণিত করেছিল? তিনি যা বলেন, তা পড়ে দেখুন।
“ঘোড়া এবং ঘোড়দৌড়ের ব্যাপারে আমি পাগল ছিলাম।”—রিচার্ড স্টুয়ার্ট
জন্ম: ১৯৬৫ সাল
দেশ: জামাইকা
পূর্বে আমি একজন জুয়াড়ি এবং অপরাধী ছিলাম
আমার অতীত: আমি জামাইকার রাজধানী কিংস্টনের এক দরিদ্র ও ঘনবসতিপূর্ণ এলাকায় বড়ো হয়ে উঠি। সেখানে বেকারত্বের হার ছিল অনেক বেশি এবং চারিদিক অপরাধে ছেয়ে গিয়েছিল। লোকেরা গ্যাংদের ভয়ে জড়সড় হয়ে থাকত। আমি প্রায় প্রতিদিনই গোলাগুলির আওয়াজ শুনতাম।
আমার মা, যিনি খুবই পরিশ্রমী ছিলেন, তিনি আমার এবং আমার ছোটো ভাই ও বোনের পিছনে তার সমস্ত কিছু ব্যয় করেছিলেন। তিনি লক্ষ রাখতেন, যেন আমরা উত্তম শিক্ষা লাভ করি। স্কুলে যাওয়ার ব্যাপারে আমার তেমন একটা আগ্রহ ছিল না, তবে ঘোড়া এবং ঘোড়দৌড়ের ব্যাপারে আমি পাগল ছিলাম। আমি স্কুল ফাঁকি দিয়ে ঘোড়দৌড়ের মাঠে যেতাম। আমি এমনকী ঘোড়ায়ও চড়তাম।
অল্পসময়ের মধ্যেই আমি ঘোড়দৌড়ের জুয়াতে পুরোপুরিভাবে জড়িয়ে পড়ি। আমি এক অনৈতিক জীবনযাপন করতাম এবং বাছবিচারহীনভাবে বিভিন্ন মেয়ের সঙ্গে যৌনসম্পর্ক করতাম। আমি মারিজুয়ানা সেবন করতাম এবং যেভাবে জীবনযাপন করতাম, সেটার খরচ মেটাতে গিয়ে ডাকাতি করতাম। আমার কাছে অনেক বন্দুক ছিল, তবে আমি কৃতজ্ঞ যে, আমি যে-অসংখ্য ডাকাতি করেছি, সেগুলোর কারণে কেউ মারা যায়নি।
একটা সময়ে আমি পুলিশের হাতে ধরা পড়ি এবং আমার অপরাধের জন্য আমাকে কারাগারে পাঠানো হয়। ছাড়া পাওয়ার পর, আমি আবারও আগের মতোই জীবনযাপন করতে শুরু করি। সত্যি বলতে কী, আমার অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়। যদিও আমাকে দেখতে গোবেচারার মতো লাগত কিন্তু আসলে আমি একগুঁয়ে, খিটখিটে মেজাজের এবং নিষ্ঠুর স্বভাবের ছিলাম। আমি শুধু নিজেকে নিয়েই চিন্তা করতাম।
বাইবেল যেভাবে আমার জীবনকেপরিবর্তন করেছে: আমার জীবনের এই সংকটময় সময়ে, আমার মা বাইবেল অধ্যয়ন করতে শুরু করেন এবং যিহোবার একজন সাক্ষি হয়ে ওঠেন। আমি তার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তনগুলো লক্ষ করি এবং এই ব্যাপারে কৌতূহলী হয়ে উঠি। কী আমার মাকে পরিবর্তিত হতে সাহায্য করেছে, তা খুঁজে বের করব বলে আমি ঠিক করি আর তাই আমি সাক্ষিদের সঙ্গে বাইবেল আলোচনা করতে শুরু করি।
আমি দেখি যে, যিহোবার সাক্ষিদের শিক্ষাগুলো অন্যান্য ধর্ম থেকে আলাদা এবং এও লক্ষ করি যে, সাক্ষিরা যা-কিছু বলে, সেই সমস্ত কিছুর মূলে রয়েছে বাইবেল। আমার জানা মতে তারাই ছিল একমাত্র দল, যারা প্রাথমিক খ্রিস্টানদের মতো ঘরে ঘরে প্রচার করত। (মথি ২৮:১৯; প্রেরিত ২০:২০) আমি যখন তাদের মধ্যে পরস্পরের জন্য অকৃত্রিম প্রেম দেখতে পাই, তখন আমি এই বিষয়ে দৃঢ়প্রত্যয়ী হয়ে উঠি যে, আমি সত্য ধর্ম খুঁজে পেয়েছি।—যোহন ১৩:৩৫.
বাইবেল থেকে আমি যা শিখি, সেই অনুযায়ী আমি আমার জীবনে বড়ো বড়ো পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখতে পাই। আমি উপলব্ধি করি যে, যিহোবা ব্যভিচারকে ঘৃণা করেন আর আমি যদি তাঁকে খুশি করতে চাই, তাহলে আমাকে সেই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে, যেগুলো আমার দেহকে মলিন করে। (২ করিন্থীয় ৭:১; ইব্রীয় ১৩:৪) আমি যখন জানতে পারি যে, যিহোবার অনুভূতি রয়েছে এবং আমার কাজগুলো হয় তাঁকে আঘাত দিতে নতুবা তাঁকে খুশি করতে পারে, তখন সেটা আমার হৃদয় স্পর্শ করে। (হিতোপদেশ ২৭:১১) তাই, আমি মারিজুয়ানা সেবন করা বন্ধ করে দেওয়ার, আমার বন্দুকগুলো না রাখার এবং আমার ব্যক্তিত্বকে উন্নত করার ব্যাপারে প্রচেষ্টা করার সংকল্প নিই। সবচেয়ে কঠিন যে-পরিবর্তনগুলো আমাকে করতে হয়েছিল, সেগুলোর মধ্যে ছিল আমার অনৈতিক জীবনধারা ত্যাগ করা এবং জুয়াখেলা ছেড়ে দেওয়া।
প্রথম প্রথম, আমি আমার বন্ধুদেরকে জানাতে চাইনি যে, আমি যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করছি। কিন্তু, মথি ১০:৩৩ পদ পড়ার পর আমি আমার মত পালটাই, যেখানে যিশুর এই কথাগুলো লিপিবদ্ধ রয়েছে: “যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করিব।” এই বিবৃতি আমাকে আমার সঙ্গীদের এই কথা বলতে প্রণোদিত করেছিল যে, আমি সাক্ষিদের সঙ্গে অধ্যয়ন করছি। তারা হতবাক হয়ে গিয়েছিল। তারা বিশ্বাস করতে পারছিল না যে, আমার মতো একজন লোক কিনা খ্রিস্টান হতে চায়। কিন্তু, আমি তাদেরকে বলেছিলাম যে, আমি আমার আগের জীবনধারার সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখতে চাই না।
আমি যেভাবে উপকৃত হয়েছি: আমার মা যখন দেখতে পান যে, আমি বাইবেলের নীতি অনুযায়ী জীবনযাপন করা শুরু করেছি, তখন তার আনন্দের সীমা ছিল না। আমি খারাপ কিছু করতে পারি ভেবে তিনি আর দুশ্চিন্তা করেন না। আমাদের দুজনের মধ্যেই যে-একই বন্ধন রয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলি আর তা হল যিহোবার প্রতি আমাদের ভালোবাসা। মাঝে মাঝে, আমি আমার পূর্বের জীবনধারার কথা স্মরণ করি এবং বিশ্বাস করতে পারি না যে, ঈশ্বরের সাহায্যে আমি এই পরিবর্তনগুলো করতে সমর্থ হয়েছি। আমি আগে যে-অনৈতিক এবং বস্তুবাদিতাপূর্ণ জীবনযাপন করতাম, সেটার প্রতি আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই।
আমি যদি বাইবেলের বার্তার প্রতি সাড়া না দিতাম, তাহলে এতদিনে হয় আমি মারা যেতাম নতুবা কারাগারে থাকতাম। কিন্তু, এখন আমার এক অপূর্ব ও সুখী পরিবার রয়েছে। আমার সমর্থনকারী স্ত্রী এবং বাধ্য মেয়ের সঙ্গে যিহোবা ঈশ্বরের সেবা করা আমার জন্য অনেক আনন্দ নিয়ে আসে। আমি যিহোবাকে ধন্যবাদ দিই যে, তিনি আমাকে এক প্রেমময় খ্রিস্টীয় ভ্রাতৃসমাজের অংশ হওয়ার সুযোগ দিয়েছেন। আমি খুবই কৃতজ্ঞ যে, কেউ আমাকে বাইবেলের সত্য শেখানোর ব্যাপারে প্রচেষ্টা করেছে। অন্যদেরকে বাইবেলের শিক্ষাগুলো জানতে সাহায্য করার যে-সুযোগগুলো আমার রয়েছে, সেগুলোকে আমি মূল্যবান বলে গণ্য করি। আমি বিশেষভাবে এই কারণে যিহোবার কাছে কৃতজ্ঞ যে, তিনি আমাকে তাঁর প্রতি আকর্ষণ করার জন্য প্রেমপূর্ণ দয়া দেখিয়েছেন। (w১১-E ১১/০১)
[১৫ পৃষ্ঠার ব্লার্ব]
“আমি . . . জানতে পারি যে, যিহোবার অনুভূতি রয়েছে এবং আমার কাজগুলো হয় তাঁকে আঘাত দিতে নতুবা তাঁকে খুশি করতে পারে”
[১৫ পৃষ্ঠার চিত্র]
আমার স্ত্রী ও মেয়ের সঙ্গে
[১৫ পৃষ্ঠার চিত্র]
আমি আমার মায়ের ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তনগুলো লক্ষ করেছিলাম