“আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব”
ঈশ্বরের নিকটবর্তী হোন
“আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব”
“আমার হাত ধর”, একজন বাবা যখন তার ছোট্ট ছেলেকে নিয়ে এক ব্যস্ত রাস্তা পার হতে যাচ্ছেন, তখন তিনি তাকে এই কথা বলেন। তার বাবা শক্ত করে তার হাত ধরে থাকায়, ছেলেটি সুরক্ষিত বোধ করে ও ভয় পায় না। আপনি কি কখনো এমনটা চেয়েছেন যে, কেউ আপনাকে আপনার হাত ধরে জীবনের অনিশ্চয়তাগুলোর মধ্যে দিয়ে সুরক্ষিতভাবে এগিয়ে নিয়ে যাক? যদি চেয়ে থাকেন, তাহলে আপনি হয়তো যিশাইয়ের দ্বারা লিপিবদ্ধ এই কথাগুলোতে সান্ত্বনা খুঁজে পেতে পারেন।—পড়ুন, যিশাইয় ৪১:১০, ১৩.
ইস্রায়েলীয়দের উদ্দেশে যিশাইয় তার এই কথাগুলো বলেছিলেন। যদিও ঈশ্বর সেই জাতিকে তাঁর “নিজস্ব অধিকার [“বিশেষ সম্পত্তি,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন]” হিসেবে দেখেছিলেন কিন্তু সেই জাতি শত্রুদের দ্বারা পরিবেষ্টিত ছিল। (যাত্রাপুস্তক ১৯:৫) ইস্রায়েলীয়দের কি এতে ভয় পাওয়ার কারণ ছিল? এক আশ্বাসজনক বার্তা জানানোর জন্য যিহোবা যিশাইয়কে ব্যবহার করেছিলেন। এই কথাগুলো পরীক্ষা করে দেখার সময় আসুন আমরা মনে রাখি যে, এই কথাগুলো আজকে ঈশ্বরের উপাসকদের প্রতিও প্রযোজ্য।—রোমীয় ১৫:৪.
যিহোবা বলেন, “ভয় করিও না।” (পদ ১০) এগুলো অনর্থক কথা নয়। কেন তাঁর লোকেদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, যিহোবা তা ব্যাখ্যা করেন: “কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি।” তিনি এমন একজন সাহায্যকারী নন যিনি দূরে রয়েছেন, যিনি কেবল প্রয়োজনের মুহূর্তগুলোতে সাহায্য প্রদান করার জন্য সময়মতো পৌঁছানোর প্রতিজ্ঞা করেন। তিনি তাঁর লোকেদের জানাতে চান যে, তিনি তাদের সঙ্গে সঙ্গে—যেন তাদের পাশে পাশে—তাদের সাহায্য করার জন্য সবসময়ই প্রস্তুত আছেন। এটা কি সান্ত্বনাদায়ক নয়?
যিহোবা এই বলে তাঁর উপাসকদের আরও আশ্বাস দেন: “ব্যাকুল হইও না।” (পদ ১০) এখানে ব্যবহৃত ইব্রীয় ক্রিয়াপদটি সেই ব্যক্তিদেরকে নির্দেশ করতে পারে যারা “এদিক-ওদিক তাকায় এটা দেখতে যে, তাদেরকে ক্ষতি করতে পারে এমন কোনো কিছু রয়েছে কি না।” যিহোবা ব্যাখ্যা করেন যে, কেন তাঁর লোকেদের ভয় পেয়ে পিছনে ফিরে তাকানোর দরকার নেই: “কারণ আমি তোমার ঈশ্বর।” এই কথাগুলোর চেয়ে আশ্বাসজনক আর কী হতে পারে? যিহোবা হলেন ‘পরাৎপর,’ ‘সর্ব্বশক্তিমান।’ (গীতসংহিতা ৯১:১) তাদের ঈশ্বর হিসেবে যেখানে সর্বশক্তিমান যিহোবা রয়েছেন, সেখানে কেন তারা ভয় পাবে?
তাহলে, যিহোবার উপাসকরা তাঁর কাছ থেকে কী আশা করতে পারে? তিনি প্রতিজ্ঞা করেন: “আমি আপন ধর্ম্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব।” (পদ ১০) এ ছাড়া, তিনি এও বলেন: “আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব।” (পদ ১৩) আপনি যখন এই কথাগুলো শোনেন, তখন আপনার কেমন মনে হয়? “একসঙ্গে বিবেচনা করা হলে, এই দুটি পদ বাবা অথবা মা ও সন্তান সম্বন্ধে এক হৃদয়গ্রাহী চিত্র তুলে ধরে,” একটি তথ্যগ্রন্থ ব্যাখ্যা করে। “[বাবা] শুধু সন্তানকে রক্ষা করার জন্য তৈরি থাকেন তা-ই নয় কিন্তু সেইসঙ্গে তিনি নিজে সন্তানের সঙ্গে সঙ্গে থাকেন; তিনি সন্তানকে তার কাছ থেকে আলাদা হয়ে যেতে দেন না।” কল্পনা করুন—যিহোবা তাঁর লোকেদেরকে তাঁর কাছ থেকে আলাদা হয়ে যেতে দেবেন না, এমনকী যেটা হয়তো তাদের জীবনের সবচেয়ে অন্ধকারময় মুহূর্ত বলে মনে হতে পারে, সেই সময়েও না।—ইব্রীয় ১৩:৫, ৬.
আজকে যিহোবার উপাসকরা যিশাইয়ের দ্বারা লিপিবদ্ধ কথাগুলোতে অনেক সান্ত্বনা খুঁজে পেতে পারে। এই ‘বিষম সময়ে’ জীবনের চাপগুলোর কারণে আমরা হয়তো কখনো কখনো ভারগ্রস্ত বোধ করতে পারি। (২ তীমথিয় ৩:১) কিন্তু, এই ধরনের প্রতিদ্বন্দ্বিতাগুলোকে আমাদের যে একাই মুখোমুখি হতে হবে, তা নয়। যিহোবা আমাদের কাছে আসতে ও আমাদের হাত ধরতে ইচ্ছুক। বাবার ওপর নির্ভরশীল সন্তানের মতো, আমরা তাঁর শক্তিশালী হাত ধরতে পারি, এই আস্থা রেখে যে, তিনি আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবেন এবং আমাদের প্রয়োজনের সময়ে আমাদেরকে সাহায্য করবেন।—গীতসংহিতা ৬৩:৭, ৮. (w১২-E ০১/০১)