বাইবেলের প্রশ্নের উত্তর
বাইবেলের প্রশ্নের উত্তর
দিয়াবল কোথা থেকে এসেছে?
ঈশ্বর দিয়াবলকে সৃষ্টি করেননি। বরং, ঈশ্বর একজন স্বর্গদূতকে সৃষ্টি করেছিলেন, যে পরে নিজে থেকে দিয়াবল হয়েছিল আর এই স্বর্গদূত আবার শয়তান নামেও পরিচিত। বাইবেল দিয়াবলকে এমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করে, যে একটা সময়ে তার আচরণে নির্দোষ ছিল। তাই, দিয়াবলকে যখন সৃষ্টি করা হয়েছিল, তখন সে ঈশ্বরের ধার্মিক দূতপুত্রদের মধ্যে একজন ছিল।—পড়ুন, যিহিষ্কেল ২৮:১৪, ১৫.
কীভাবে একজন স্বর্গদূত দিয়াবলে পরিণত হয়েছিল?
যে-স্বর্গদূত দিয়াবল হয়ে উঠেছিল, সে ঈশ্বরের বিরোধিতা করা বেছে নিয়েছিল এবং প্রথম মানব দম্পতিকে তার সঙ্গে যোগ দিতে প্ররোচিত করেছিল। এই কাজ করার মাধ্যমে সে নিজেকে শয়তান অর্থাৎ বিপক্ষ করে তুলেছিল।—পড়ুন, আদিপুস্তক ৩:১-৫; প্রকাশিত বাক্য ১২:৯.
সেই স্বর্গদূত যে দিয়াবল হয়ে উঠেছিল, তার ঈশ্বরের অন্যান্য সমস্ত বুদ্ধিমান প্রাণীর মতো, ভালো অথবা মন্দ কাজ করা থেকে যেকোনোটা বেছে নেওয়ার স্বাধীনতা ছিল, কিন্তু সে উপাসনা পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা গড়ে তুলেছিল। তার মধ্যে ঈশ্বরকে খুশি করার আকাঙ্ক্ষার চেয়ে নিজের গৌরব পাওয়ার আকাঙ্ক্ষা আরও তীব্র ছিল।—পড়ুন, মথি ৪:৮, ৯; যাকোব ১:১৩, ১৪.
কীভাবে দিয়াবল এখনও পর্যন্ত লোকেদের প্রভাবিত করছে? তাকে কি আপনার ভয় পাওয়া উচিত? আপনি বাইবেলে এই প্রশ্নগুলোর উত্তর পাবেন। (w১৩-E ০২/০১)
আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত এই বইয়ের ১০ অধ্যায় দেখুন
[১৬ পৃষ্ঠার চিত্র]