ঈশ্বরের নিকটবর্তী হোন
যিহোবা কি সত্যিই আপনার জন্য চিন্তা করেন?
“খুব সম্ভবত অযোগ্যতার অনুভূতি সবচেয়ে বড়ো এক প্রতিবন্ধক, যেটাকে আমি কাটিয়ে ওঠার চেষ্টা করছি।” একজন স্ত্রীলোক এই কথা বলেছিলেন, যিনি এটাকে বিশ্বাস করা কঠিন বলে মনে করতেন যে, যিহোবা তার সম্বন্ধে চিন্তা করার জন্য কখনো কোনো কারণ খুঁজে পাবেন। আপনার অনুভূতিও কি এইরকম? যদি তাই হয়, তাহলে আপনি হয়তো ভাবতে পারেন, ‘যিহোবা কি সত্যিই ব্যক্তিবিশেষ হিসেবে তাঁর উপাসকদের জন্য চিন্তা করেন?’ উত্তরটা হল, হ্যাঁ! যিশুর কথাগুলোতে, আমরা যিহোবার ব্যক্তিগত যত্নের প্রমাণ দেখতে পাই।—পড়ুন, যোহন ৬:৪৪.
যিশু, যিনি অন্য যেকারো চেয়ে যিহোবার ব্যক্তিত্ব ও ইচ্ছা সম্বন্ধে ভালোভাবে জানেন, তিনি কী বলেছিলেন? (লূক ১০:২২) যিশু ব্যাখ্যা করেছিলেন: “পিতা, যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না।” তাই, যিহোবা ব্যক্তিগতভাবে আমাদেরকে আকর্ষণ না করলে আমরা খ্রিস্টের একজন অনুসারী এবং আমাদের স্বর্গীয় পিতা, যিহোবার একজন উপাসক হতে পারব না। (২ থিষলনীকীয় ২:১৩) যিশু কী বোঝাতে চেয়েছিলেন আমরা যদি তা বুঝতে পারি, তাহলে আমরা তাঁর বাক্যে ঈশ্বরের ব্যক্তিগত যত্নের জোরালো প্রমাণ দেখতে পাব।
যিহোবা আমাদের আকর্ষণ করেন, এই কথার মানে কী? যে-গ্রিক ক্রিয়াপদটিকে ‘আকর্ষণ করেন’ হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটি মাছের জাল টেনে তোলার বিষয়ে উল্লেখ করার ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে। (যোহন ২১:৬, ১১) যিহোবা কি তাঁকে সেবা করার জন্য আমাদের ইচ্ছার বিরুদ্ধে, আমাদের জোর করে টেনে আনেন? না। যিহোবা আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন, তাই তিনি আমাদের হৃদয় খোলার জন্য জোর করেন না। (দ্বিতীয় বিবরণ ৩০:১৯, ২০) একজন পণ্ডিত ব্যক্তি এটাকে এইভাবে বর্ণনা করেন: “মানুষের হৃদয়ের দরজার বাইরে কোনো হাতল নেই। এটাকে ভিতর থেকে খুলতে হবে।” যিহোবা এই জগতের কোটি কোটি লোকের হৃদয় অনুসন্ধান করছেন ও দেখছেন যে, কাদের তাঁর প্রতি সঠিক মনোভাব রয়েছে। (১ বংশাবলি ২৮:৯) তিনি যখন এরকম একজনকে খুঁজে পান, তখন তিনি এমনভাবে সাড়া দেন, যা সেই ব্যক্তির হৃদয় স্পর্শ করে। কীভাবে?
যিহোবা কোমলভাবে “নিরূপিত [“সঠিক প্রবণতাসম্পন্ন,” NW]” ব্যক্তির হৃদয় আকর্ষণ করেন বা টানেন। (প্রেরিত ১৩:৪৮) দুটো উপায়ে যিহোবা তা করে থাকেন—বাইবেলের সুসমাচারের বার্তার মাধ্যমে, যেটা ব্যক্তিবিশেষ হিসেবে আমাদের কাছে পৌঁছায় এবং তাঁর পবিত্র আত্মার মাধ্যমে। যিহোবা যখন কাউকে বাইবেলের সত্যের প্রতি সাড়া দিতে দেখেন, তখন তিনি তাকে সেই সত্য বুঝতে ও তার জীবনে তা প্রয়োগ করতে সাহায্য করার জন্য তাঁর আত্মাকে ব্যবহার করেন। (১ করিন্থীয় ২:১১, ১২) ঈশ্বরের সাহায্য ছাড়া, আমরা কখনোই যিশুর প্রকৃত অনুসারী ও যিহোবার উৎসর্গীকৃত উপাসক হতে পারতাম না।
“মানুষের হৃদয়ের দরজার বাইরে কোনো হাতল নেই। এটাকে ভিতর থেকে খুলতে হবে”
তাহলে, যোহন ৬:৪৪ পদে লিপিবদ্ধ যিশুর কথাগুলো যিহোবা ঈশ্বর সম্বন্ধে আমাদের কী শিক্ষা দেয়? যিহোবা লোকেদেরকে আকর্ষণ করেন, কারণ তিনি তাদের হৃদয়ে ভালো কিছু দেখেন এবং ব্যক্তিবিশেষ হিসেবে তাদের জন্য চিন্তা করেন। আশ্বাসদায়ক এই সত্যটাকে বুঝতে পারা, শুরুতে উল্লেখিত স্ত্রীলোকটিকে সান্ত্বনা জুগিয়েছিল। তিনি বলেন: “যিহোবার একজন দাস হতে পারা হল, সবচেয়ে বড়ো এক সুযোগ, যা একজনের থাকতে পারে। আর যিহোবা যদি আমাকে তাঁর একজন দাস হিসেবে বেছে নেন, তাহলে আমি অবশ্যই তাঁর কাছে খুব মূল্যবান।” আপনার সম্বন্ধে কী বলা যায়? ব্যক্তিবিশেষ হিসেবে যিহোবা তাঁর উপাসকদের জন্য চিন্তা করেন, এই বিষয়টা জানা কি আপনাকে তাঁর নিকটবর্তী হতে অনুপ্রাণিত করে না? ▪ (w১৩-E ০৫/০১)