প্রহরীদুর্গ জানুয়ারি ২০১৪ | কেন আমাদের সৃষ্টিকর্তাকে প্রয়োজন?
অনেক লোক মনে করে যে, তাদের সৃষ্টিকর্তাকে অর্থাৎ ঈশ্বরকে প্রয়োজন নেই অথবা তাঁর সম্বন্ধে মাথা ঘামানোর জন্য তাদের হাতে সময় নেই। ঈশ্বর সম্বন্ধে জানার কি কোনো উপকার রয়েছে?
প্রচ্ছদবিষয়
তারা সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছে
কিছু কারণ বিবেচনা করুন যে, কেন অনেক লোক ঈশ্বরকে বিশ্বাস করে বলে দাবি করে, কিন্তু এমন সব সিদ্ধান্ত নেয়, যেন মনে হয় ঈশ্বরের কোনো অস্তিত্বই নেই।
প্রচ্ছদবিষয়
যে-কারণে আমাদের সৃষ্টিকর্তাকে প্রয়োজন
ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কীভাবে এক সুখী ও অর্থপূর্ণ জীবনের দিকে নিয়ে যেতে পারে, তা জানুন।
পারিবারিক সুখের চাবিকাঠি
আপনার কিশোরবয়সি সন্তানের সঙ্গে ঝগড়া না করে কথা বলুন
আপনার কিশোরবয়সি সন্তান নিজের পরিচয় গড়ে তুলছে এবং তার এমন পরিবেশ দরকার, যেখানে সে তার মতামত প্রকাশ করতে পারে। আপনি কীভাবে সাহায্য করতে পারেন?
DRAW CLOSE TO GOD
“দেখ, আমি সকলই নূতন করিতেছি”
আপনি কি এমন এক জগতে বেঁচে থাকতে চান, যেখানে ব্যথা, দুঃখকষ্ট ও মৃত্যু থাকবে না? কীভাবে ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা পরিপূর্ণ করবেন, তা দেখুন।
বাইবেল জীবনকে পরিবর্তন করে
“অনেক লোক আমাকে ঘৃণা করত”
বাইবেল শেখার ফলে একজন উগ্র ও হিংস্র স্বভাবের ব্যক্তি কীভাবে শান্তিপ্রবণ ব্যক্তি হয়ে উঠেছেন, তা পড়ে দেখুন।
রং আপনার ওপর কেমন প্রভাব ফেলে?
রং মানুষের আবেগকে নাড়া দিতে পারে। তিনটে রং সম্বন্ধে চিন্তা করুন এবং দেখুন যে, এগুলো আপনার ওপর কেমন প্রভাব ফেলতে পারে।
বাইবেলের প্রশ্নের উত্তর
যারা মারা গিয়েছে তাদের জন্য কোন আশা রয়েছে? তারা কি আবারও জীবিত হতে পারে?