প্রহরীদুর্গ জুলাই ২০১৫ | শেষ কি খুব কাছেই?
“শেষ খুব কাছেই!” আপনি যখন এই কথাগুলো শোনেন, তখন আপনার মনে কোন বিষয়টা ভেসে ওঠে? আপনি কি ভয়ংকর কিছু চিন্তা করেন?
প্রচ্ছদবিষয়
শেষ কি খুব কাছেই?
বাইবেলে বর্ণিত শেষকালের এক যৌগিক চিহ্নের চারটে বৈশিষ্ট্য বিবেচনা করুন, যা এর উত্তর দেয়।
প্রচ্ছদবিষয়
অনেকে শেষ থেকে রক্ষা পাবে —আপনিও পেতে পারেন
কিন্তু কীভাবে? শেষ দিনের জন্য বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সংগ্রহ করে রাখার মাধ্যমে?
আপনি কি জানতেন?
প্রত্নতত্ত্বিবদ্যা কি বাইবেলের বিবরণকে সমর্থন করে? বাইবেলে উল্লেখিত দেশগুলো থেকে কখন সিংহ বিলুপ্ত হয়ে যায়?
বাইবেল জীবনকে পরিবর্তন করে
আমি জেনেছি যে, যিহোবা হলেন করুণাময় ও ক্ষমাবান
লোকেদের সঙ্গে প্রতারণা করা নরমাঁ পেলটিয়ার নেশা হয়ে উঠেছিল। কিন্তু, বাইবেলের শুধুমাত্র একটি পদ পড়ে তার চোখে জল এসে গিয়েছিল।
তাদের বিশ্বাস অনুকরণ করুন
“আমি কি ঈশ্বরের প্রতিনিধি?”
আপনার পরিবারে কি কখনো হিংসা, বিশ্বাসঘাতকতা অথবা ঘৃণা দেখা গিয়েছে? যদি তা-ই হয়, তা হলে বাইবেলে বলা যোষেফের গল্প থেকে আপনি উপকার পেতে পারেন।
বাইবেলের প্রশ্নের উত্তর
কীভাবে আপনি সন্তানদের দায়িত্ববান হতে শেখাতে পারেন?