বাইবেলের প্রশ্নের উত্তর
একজন ভালো বাবা অথবা মা হওয়ার জন্য কী প্রয়োজন?
যে-পরিবারে বাবা ও মা পরস্পরকে ভালোবাসে এবং সম্মান করে, সেই পরিবার হল সন্তান বড়ো করার জন্য সর্বোত্তম পরিবেশ। (কলসীয় ৩:১৪, ১৯) উত্তম বাবা-মায়েরা সন্তানদের ভালোবাসে বলে তাদের প্রশংসা করে, ঠিক যেমন যিহোবা ঈশ্বর তাঁর পুত্রের প্রশংসা করেছিলেন।—পড়ুন, মথি ৩:১৭.
আমাদের স্বর্গীয় পিতা তাঁর দাসদের কথা শোনেন এবং তাদের অনুভূতির প্রতি মনোযোগ দেন। বাবা-মায়েদের তাঁর কাছ থেকে শেখা উচিত এবং তাদের সন্তানদের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। (যাকোব ১:১৯) সন্তানরা যখন তাদের অনুভূতি প্রকাশ করে, তখন বাবা-মায়েদের তা শোনা উচিত, এমনকী সেই সময়ও যখন তারা নেতিবাচক কথা বলে থাকে।—পড়ুন, গণনাপুস্তক ১১:১১, ১৫.
কীভাবে আপনি সন্তানদের দায়িত্ববান হতে শেখাতে পারেন?
বাবা অথবা মা হিসেবে নিয়ম স্থির করার অধিকার আপনার রয়েছে। (ইফিষীয় ৬:১) ঈশ্বরের উদাহরণ থেকে শিখুন। তিনি তাঁর সন্তানদের বিভিন্ন নিয়ম সম্বন্ধে এবং সেগুলোর অবাধ্য হলে কী পরিণতি হবে, সেই সম্বন্ধে স্পষ্টভাবে জানান আর এভাবে তাদের প্রতি ভালোবাসা দেখান। (আদিপুস্তক ৩:৩) তিনি লোকেদের তাঁর আইনগুলোর বাধ্য হতে জোর করেন না, বরং শিক্ষা দেন যে, কীভাবে সঠিক বিষয় করার মাধ্যমে উপকার লাভ করা যায়। —পড়ুন, যিশাইয় ৪৮:১৮, ১৯.
আপনার সন্তানদের ঈশ্বরের প্রতি ভালোবাসা গড়ে তুলতে সাহায্য করার লক্ষ্যস্থাপন করুন। এর ফলে, তারা এমনকী আপনার চোখের আড়ালেও বিচক্ষণতার সঙ্গে কাজ করবে। ঈশ্বর যেমন উদাহরণের মাধ্যমে শিক্ষা দেন, ঠিক তেমনই আপনার উদাহরণের মাধ্যমে সন্তানদের ঈশ্বরকে ভালোবাসতে শেখান।—পড়ুন, দ্বিতীয় বিবরণ ৬:৫-৭; ইফিষীয় ৪:৩২; ৫:১. (w১৫-E ০৬/০১)