পাঠ ৭
তোমার কি কখনো নিজেকে একা বলে মনে হয় এবং ভয় লাগে?
ছবিতে এই ছোট্ট ছেলেটাকে দেখো। তাকে দেখে মনে হচ্ছে সে একা এবং ভয় পেয়েছে, তাই না? তোমার কি কখনো এইরকম লেগেছে?— প্রত্যেকেরই মাঝে মাঝে এইরকম লাগে। বাইবেলে যিহোবার এমন বন্ধুদের সম্বন্ধে বলা আছে, যারা নিজেদের একা বলে মনে করেছিলেন এবং ভয় পেয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন এলিয়। এসো আমরা তার সম্বন্ধে শিখি।
অনেক দিন আগে, এমনকী যিশুরও জন্মের আগে এলিয় ইস্রায়েলে বাস করতেন। ইস্রায়েলের রাজা আহাব, সত্য ঈশ্বর যিহোবার উপাসনা করতেন না। আহাব এবং তার স্ত্রী ঈষেবল মিথ্যা দেবতা বালের উপাসনা করত। তাই, ইস্রায়েলের বেশিরভাগ লোক বালের উপাসনা করতে শুরু করে। রানি ঈষেবল ছিলেন খুব নির্দয় এবং তিনি এলিয়-সহ যিহোবার সমস্ত উপাসককে মেরে ফেলতে চেয়েছিলেন! তুমি কি জানো, এলিয় কী করেছিলেন?—
এলিয় পালিয়ে গিয়েছিলেন! তিনি অনেক দূরে প্রান্তরে চলে গিয়েছিলেন এবং একটা গুহার মধ্যে লুকিয়ে ছিলেন।
তোমার কী মনে হয়, কেন তিনি তা করেছিলেন?— তিনি ভয় পেয়েছিলেন। কিন্তু, এলিয়ের ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। কেন? কারণ তিনি জানতেন যে, যিহোবা তাকে সাহায্য করতে পারেন। আগেও যিহোবা এলিয়কে তাঁর শক্তি দেখিয়েছিলেন। একবার, যিহোবা স্বর্গ থেকে আগুন পাঠানোর মাধ্যমে এলিয়ের প্রার্থনার উত্তর দিয়েছিলেন। তাই, এই সময়ও নিশ্চয়ই যিহোবা এলিয়কে সাহায্য করতে পারবেন!এলিয় যখন গুহার মধ্যে ছিলেন, তখন যিহোবা তার সঙ্গে কথা বলেছিলেন এবং তাকে জিজ্ঞেস করেছিলেন: ‘তুমি এখানে কী করছো?’ এলিয় উত্তর দিয়েছিলেন: ‘একমাত্র আমিই এখনও আপনার উপাসনা করছি। আমিই কেবল বেঁচে আছি আর আমার ভয় হচ্ছে, আমাকেও মেরে ফেলা হবে।’ এলিয় মনে করেছিলেন যে, যিহোবার অন্য সমস্ত উপাসককে মেরে ফেলা হয়েছে। কিন্তু, যিহোবা এলিয়কে বলেছিলেন: ‘না, এটা ঠিক নয়। আরও ৭,০০০ লোক রয়েছে, যারা এখনও আমার উপাসনা করছে। সাহস করো। আমি তোমাকে আরও কাজ দেবো!’ তোমার কী মনে হয়, এই কথা শুনে এলিয় কি খুশি হয়েছিলেন?—
এলিয়ের ঘটনা থেকে তুমি কী শিখতে পারো?— তোমার কখনো নিজেকে একা বলে মনে করার এবং ভয় পাওয়ার প্রয়োজন নেই। তোমার এমন বন্ধুরা রয়েছে, যারা যিহোবাকে এবং তোমাকে ভালোবাসে। আর সেইসঙ্গে যিহোবার অনেক শক্তি রয়েছে এবং তিনি সবসময় তোমাকে সাহায্য করবেন! তুমি কি এটা জানতে পেরে খুশি যে, তুমি সত্যিই কখনো একা নও?—