সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৬

দায়ূদ ভয় পাননি

দায়ূদ ভয় পাননি

তুমি যখন ভয় পাও, তখন তুমি কী করো?— সাহায্যের জন্য তুমি হয়তো তোমার মা এবং বাবার কাছে যাও। কিন্তু, আরও একজন ব্যক্তি আছেন, যিনি তোমাকে সাহায্য করতে পারেন। তিনি অন্য যেকারো চেয়ে বেশি শক্তিশালী। তুমি কি জানো তিনি কে?— তিনি হলেন যিহোবা ঈশ্বর। এসো, আমরা বাইবেল থেকে একজন অল্পবয়সি ছেলের বিষয়ে দেখি, যার নাম ছিল দায়ূদ। তিনি জানতেন যে, যিহোবা সবসময় তাকে সাহায্য করবেন, তাই তিনি ভয় পেতেন না।

একেবারে শিশুকাল থেকে দায়ূদের বাবা-মা, তাকে যিহোবাকে ভালোবাসতে শিখিয়েছিলেন। আর এই বিষয়টা দায়ূদকে এমনকী ভয়ংকর পরিস্থিতিগুলোর মধ্যেও ভয় না পেতে সাহায্য করেছিল। তিনি জানতেন যে, যিহোবা হলেন তার বন্ধু এবং তিনি তাকে সাহায্য করবেন। একবার, দায়ূদ যখন তার মেষপাল চরাচ্ছিলেন, তখন একটা বিরাট সিংহ এসে একটা মেষকে কামড়ে ধরেছিল! তুমি কি জানো, দায়ূদ কী করেছিলেন? তিনি সিংহকে তাড়া করে খালি হাতেই সেটাকে মেরে ফেলেছিলেন! আরেক বার, যখন একটা ভাল্লুক মেষপালকে আক্রমণ করেছিল, তখন দায়ূদ সেটাকেও মেরে ফেলেছিলেন! তোমার কী মনে হয়, কে দায়ূদকে সাহায্য করেছিলেন?— যিহোবা সাহায্য করেছিলেন।

আরেকটা সময়ে দায়ূদ বিশেষভাবে তার সাহস দেখিয়েছিলেন। ইস্রায়েলীয়রা পলেষ্টীয় লোকেদের সঙ্গে যুদ্ধ করছিল। তাদের মধ্যে একজন পলেষ্টীয় সৈন্য অনেক লম্বা ছিল, দৈত্যের মতো! তার নাম ছিল গলিয়াৎ। এই দৈত্যাকৃতি ব্যক্তি ইস্রায়েলীয় সৈন্যদের এবং যিহোবাকে টিটকারি দিচ্ছিলেন। গলিয়াৎ ইস্রায়েলীয় সৈন্যদের বলেছিলেন যে, তাদের যদি সাহস থাকে, তাহলে তারা যেন তার সঙ্গে যুদ্ধ করে। কিন্তু, সমস্ত ইস্রায়েলীয় ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল। দায়ূদ যখন এই কথা শুনেছিলেন, তখন তিনি গলিয়াৎকে বলেছিলেন: ‘আমি তোমার সঙ্গে লড়াই করব! যিহোবা আমাকে সাহায্য করবেন এবং আমি তোমাকে পরাজিত করব!’ তোমার কি মনে হয় যে, দায়ূদ সাহসী ছিলেন?— হ্যাঁ, খুব সাহসী ছিলেন। তুমি কি জানতে চাও, এরপর কী ঘটেছিল?

দায়ূদ তার ফিঙে এবং পাঁচটা মসৃণ পাথর নিয়েছিলেন এবং এরপর সেই দৈত্যাকৃতি ব্যক্তির সঙ্গে লড়াই করার জন্য গিয়েছিলেন। অল্পবয়সি দায়ূদকে দেখে গলিয়াৎ তাকে টিটকারি দিয়েছিলেন। কিন্তু, দায়ূদ তাকে বলেছিলেন: ‘তুমি খড়্‌গ নিয়ে আমার কাছে আসছ কিন্তু আমি যিহোবার নাম নিয়ে তোমার কাছে আসছি!’ এরপর তিনি তার ফিঙের মধ্যে একটা পাথর দিয়ে গলিয়াতের দিকে দৌড়ে গিয়েছিলেন এবং তাকে লক্ষ করে পাথরটা ছুড়েছিলেন। পাথরটা গলিয়াতের একেবারে কপালের মাঝখানে গিয়ে আঘাত করেছিল! সেই দৈত্যাকৃতি ব্যক্তি মাটিতে পড়ে মারা গিয়েছিলেন! পলেষ্টীয়রা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে, তারা সবাই পালিয়ে গিয়েছিল। দায়ূদের মতো একজন অল্পবয়সি ছেলে কীভাবে এক দৈত্যাকৃতি ব্যক্তিকে পরাজিত করতে পেরেছিলেন?— যিহোবা তাকে সাহায্য করেছিলেন আর যিহোবা সেই দৈত্যাকৃতি ব্যক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী!

দায়ূদ ভয় পাননি কারণ তিনি জানতেন, যিহোবা তাকে সাহায্য করবেন

দায়ূদের গল্প থেকে তুমি কী শিখতে পারো?— যিহোবা অন্য যেকারো চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর তিনি তোমার বন্ধু। তাই, পরের বার তুমি যখন ভয় পাবে, তখন মনে রাখবে, যিহোবা তোমাকে সাহসী হওয়ার জন্য সাহায্য করতে পারেন!

তোমার বাইবেল থেকে পড়ো